লেখাটায় কয়েকটা ভুল চোখে পড়ল, আশা করি সংশোধন করে দিলে লেখক কিছু মনে করবেন না।
"নিকষ কালো ব্রহ্মাণ্ডে প্রথমে এক অতি উচ্চ ঘনত্বের এবং উচ্চ তাপমাত্রার অতি ক্ষুদ্র বস্তুর সৃষ্টি হয়েছিল"
সাধারনভাবে বিগ ব্যাং মডেল আমাদের ইউনিভার্সের এক্সপ্যানশান আর আজকের অবস্থার নানা দিক ব্যখ্যা করতে পারলেও, এই মডেল জন্মের মুহূর্তকে (আরও সঠিকভাবে বললে, প্ল্যাংক টাইমের আগের সময়কে) ব্যখ্যা করতে পারে না। তার কারন সেই সময়ের যে থিওরেটিকাল ফ্রেমওয়ার্ক দরকার, অর্থাত কোয়ান্টাইজড গ্র্যাভিটি, তা আমরা এখনও বানাতে পারিনি। কাজেই শুরুর সময়টা আমরা জানিনা, যদিও আমাদের বেশ কিছু হাইপোথিসিস আছে।
তার মধ্যে একটা হাইপোথিসিস হলো, কোয়ান্টাম ফোমে প্ল্যাংক স্কেল ফ্লাকচুয়েশানের ফলে স্পেসটাইমের জন্ম হয় আর আমাদের ইউনিভার্সের জন্ম হয়। ম্যাথামেটিক্স, ফিজিকাল ল গুলো, কজালিটি ইত্যাদির কখন জন্ম হয় তা এই হাইপোথিসিসে ব্যাখ্যা করা যায় না।
শুরুতে ইউনিভার্স কোন বস্তু ছিল না, নিকষ কালো ইত্যাদিও ছিল না, বরং হাই ভ্যাকুয়াম স্টেট এনার্জি আর লো এনট্রোপি বিশিষ্ট, অতি উচ্চ কার্ভেচারের একটা স্পেসটাইম পয়েন্ট ছিল। এই পয়েন্ট বা এই ইউনিভার্স জন্মের মুহূর্ত থেকেই ইনফাইনাইট ছিল, যদিও কার্ভেচার প্রায় ইনফাইনাইটলি হাই হওয়ার জন্য তার "আয়তন" খুব কম ছিল, অর্থাত এই ইউনিভার্সের ভেতরের প্রতিটা পয়েন্টের ডিসট্যান্স মেট্রিক খুব কম ছিল। জন্মানোর কয়েক প্ল্যাংক টাইম পরে যখন 10-36 s অতিবাহিত হয়েছে তখন ইনফ্লেশান ইরা শুরু হয়, যখন ঐ ইনিশিয়াল পয়েন্টলাইক ইউনিভার্স আলোর চেয়েও দ্রুত গতিতে এক্সপ্যান্ড করে আর এই ইরার শেষে তার সাইজ 1078 গুন বেড়ে প্রায় এক মিলিমিটার ডায়ামিটারের হয়ে যায়। ইনফ্লেশান এরা শেষ হয় 10-32 s পর আর তখন ফেস চেঞ্জের ফলে পুরো ইউনিভার্সে অতি উচ্চ ঘনত্বের এবং উচ্চ তাপমাত্রার জন্ম হয়। তারপর থেকে ইউনিভার্স আলোর চেয়ে কম বেগে এক্সপ্যান্ড করতে শুরু করে, আরও ফেস চেঞ্জ হয়, চারটে ফোর্সের ছাড়াছাড়ি হয়, ইত্যাদি।
"সেই বস্তুটির বিস্ফোরণে সৃষ্টি হয় মহাবিশ্ব, বিভিন্ন নক্ষত্র, অনু, পরমাণু"
কোথাও কোন বিস্ফোরণ হয়নি। ইউনিভার্সের প্রতিটা পয়েন্টে এক্সপ্যান্সান হয়েছিল, প্রথমে আলোর চেয়ে দ্রুতগতিতে (ইনফ্লেশান) আর তার পর আলোর চেয়ে কম গতিতে। অণু, পরমাণু, নক্ষত্র ইত্যাদি অনেক পর এসেছিল।
"সে প্রায় ১৩৭৫ কোটি বছর আগেকার কথা"
১৩.৭৫ কোটি
"ক্রমে ক্রমে সেই মহাবিশ্ব প্রসারিত হতে থাকে, নক্ষত্রের থেকে অন্য নক্ষত্রের দূরত্ব বাড়তে থাকে"
নক্ষত্র থেকে নক্ষত্রের দূরত্ব কখনো বাড়েনি। ইউনিভার্স এক্সপ্যান্ড করছে কারন ক্রমাগত স্পেসটাইম তৈরি হচ্ছে সেই জায়গায় যেখানে গ্র্যাভিটি খুব কম, অর্থাত কার্ভেচার প্রায় ফ্ল্যাট। এরকম জায়াগা হলো গ্যালাক্সিদের বা গ্যালকটিক ক্লাস্টারদের মাঝখানে যে স্পেসটাইম সেখানটা। এই উইক গ্র্যাভিটি রেজিমে ক্রমাগত স্পেসটাইম তৈরি হচ্ছে আর তার ফলে গ্যালাক্সি আর গ্যালাকটিক ক্লাস্টারগুলো দূরে সরে সরে যাচ্ছে।
"সেসব লক্ষ, লক্ষ বছর ধরে ঠান্ডা হয়েছে"
কোটি কোটি বছর।
ছবিটায় এক্সপ্যানশান স্ট্রেট লাইন দিয়ে দেখানো হয়েছে। লাইনগুলো কার্ভড হবে, কারন পাঁচ কোটি বছর আগে থেকে ইউনিভার্সের এক্সপ্যান্সান অ্যাক্সিলারেট করতে শুরু করেছে, এখনও সেই অ্যাক্সিলারেশান থামেনি।