এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জীবনানন্দ দাশ

    প্রিয়তমাসু লেখকের গ্রাহক হোন
    ৩০ আগস্ট ২০২৩ | ১৪৩০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • সে সময়টা আমি বেলজিয়ামের একটা হোটেলে ছিলাম। স্টেশনের পাশে হোটেল, হোটেলের পাশে বিরাট লেক, বাজার। লেকে হাঁস চরে, বাংলা দেশের মতই। বাজারে সব কিছুই দূর্মূল্য। আগের দিন রাতে খেতে গিয়ে মাফলারটা ফেলে এসেছি, এদিকে এখানে দুপুর রোদেও আমার ঠান্ডা ঠান্ডা লাগে। রাস্তার ধারে খুব সাজানো পোষাকের দোকানে ঢুকে একটা স্কার্ফ দর করে দেখি ১০ ইউরো, মানে তখন ৮০০ টাকার মত। কিপ্টেমি করে সেটা আমার আর কেনা হয়ে ওঠে না। অগত্যা সন্ধ্যা সন্ধ্যা ডিনার করে হোটেলের রুমে ঢুকে বসে আছি, ল্যাপটপ খুলে বাংলা গল্প উপন্যাসে মন বসাবার চেষ্টা করছি, তো সেইদিন আমার জীবন বাবুর লেখা খুব ভাল লেগে গেল .. " মৃত্যূর আগে কী বুঝিতে চাই আর ? জানি না কি আহা সব রাঙা কামনার শিয়রে এসে জাগে ধূসর মৃত্যূর মুখ ... " ইত্যাদি। আগে কি আর পড়িনি ? "বাংলার মুখ আমি দেখিয়াছি তাই " ক্লাস সেভেন না এইটে টেক্সট বইতেই ছিল (আমার মুখস্থও ছিল)। এইটই সম্ভবত। আরও এদিক ওদিক পড়েছি, কিন্তু কোনোদিন খুব নিজের বলে মনে হয় নি। হোটেলের সেই রুমে খুব একাকীত্ব ছিল, অসহায় একরকম বাস্তবতার মুখে বসেছিলাম বলেই হয়ত জীবনানন্দ দাশের লেখা ভাল লেগেছিল। ওই লেখা থেকেই থেকে ধার করেছিলাম নিজের মত করে জীবনকে ভেবে দেখার বেপরোয়া সাহস খানিকটা।

    বাংলা সাহিত্যে আরো অনেকের লেখা পড়েছি, জীবনানন্দের গোত্রে তাঁরা কেউই পড়েন না। তাঁদের অনেকে খুব স্মার্ট লেখেন (সন্দীপনের ভাষায়), কিন্তু স্মার্ট হওয়া আন্তরিকতার বিকল্প নয়। রবীন্দ্রনাথের লেখার ক্ষমতা অতি-ইর্ষনীয়, কিন্তু রবীন্দ্রনাথ বড় বেশী কনফিডেন্ট। জীবনের যাত্রায় ক্লান্তিকর, "অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয় আরো-এক বিপন্ন বিস্ময়" টাইপের দূর্বোধ্য কিছু যে থাকতে পারে, যা ব্যাখা না করে স্রেফ বলে চলে যেতে পারেন কেউ, এটা, রবীন্দ্রনাথের লেখার ধরনের সঙ্গে এই অসম্পূর্ণতা একেবারেই যায় না। রবীন্দ্রনাথ আস্তিক, দর্শনের গভীরতা দিয়ে জীবন ব্যাখা করার প্রবনতা তাঁর মধ্যে পুরোমাত্রায়। এইখানে এসে জীবনানন্দের প্রচন্ড সর্বব্যাপী একাকীত্ব, কিছদূর দিশেহারা বিতৃষ্ণ  আত্মঘাতী জীবনবোধ, দার্শনিকতার অসম্পূর্ণতা স্বীকার ও মঙ্গলময় কোনো পরম অস্তিত্বের প্রতি ভরসার অভাব.... অনেক বেশী নিজের মনে হয়।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • ভারতের প্রথম নভস্থিত সৌর পর্যক্ষেনাগার | 14.139.***.*** | ৩০ আগস্ট ২০২৩ ২০:১৬523085
  • বেলজিয়াম টেলজিয়াম দিয়ে শুরু করাটা মূলত শো-অফ করা। বাকি রইলেন জীবনানন্দ, তা জীবননান্দের জনপ্রিয়তার অভাব  হয়নি ইদানিংকালে। "জীবনানন্দ বুঝি, বা শঙ্খ শক্তি পড়ি"  এ জাহির করার লোক খুব হেব্বি তরতর করে বেড়ে গেছে। বোধহয় আঁতেল ভাব করলে মেয়ে পটাতে সুবিধা হয়।
  • আঁতেল ভাব | 136.226.***.*** | ৩০ আগস্ট ২০২৩ ২০:৩১523086
  • ধরূন অ্যাকটা সিনিমা হলো - মেয়ে কেন পটে? 
    লোকে কি দেখবে? broken heart
  • ভারতের প্রথম নভস্থিত সৌর পর্যক্ষেনাগার | 14.139.***.*** | ৩০ আগস্ট ২০২৩ ২০:৫১523087
  • নিচ্চয়। শুধু মুখে না বলে, হাতে নাতে করে দেখাতে হইবে ফিলিমে। আর ইয়ে, মেয়েগুলান সুন্দরী হইলে ভাল, আর দুটা একটা প্রায়-কাঁচির যোগ্য রগরগে রবিবাসরীয়-মাতানো সিনও  লাইগবে।
  • ভারতের প্রথম নভস্থিত সৌর পর্যক্ষেনাগার | 2409:40f2:1030:3fcb:8000::***:*** | ৩০ আগস্ট ২০২৩ ২১:০২523088
  • দেকুন, আমার দাবি সামান্যই, আইটেম লম্বর আর সাকসেস রেট দেখাবার জইন্য বাসর দৃশ্য এক দুইখান। ব্যাস।
  • আঁতেল ভাব | 136.226.***.*** | ৩০ আগস্ট ২০২৩ ২১:২২523089
  • ডকু ড্রামা টাইপ?
  • আঁতেল ভাব | 136.226.***.*** | ৩০ আগস্ট ২০২৩ ২১:২৩523090
  • জীবুদা কিভাবে মেয়ে পটাতেন সেইখান হতে শুরু ...
  • চল যাই চলে যাই | 2409:40f2:1030:3fcb:8000::***:*** | ৩০ আগস্ট ২০২৩ ২২:৩২523091
  • দেকুন মোশাই, টাইপটা হইতে হইব B grade ভোজপুরী ফিলিমের, কিন্তু স্টাইলটা ডকুমেন্টারির : ড্রাই-ডকু না রসস্থ ডকু-ড্রামা। চন্দ্রযানের সফ্ট ল্যান্ডিং গোত্রের, সঠিক ফর্মুলায় বাজিমাত। একহাতে থিওরী আরেক হাতে প্রমান নিয়ে যান। সফ্ট পেনিট্রেসান।
  • দূর বহু দূর | 2409:40f2:1030:3fcb:8000::***:*** | ৩০ আগস্ট ২০২৩ ২২:৩৮523092
  • আর ইয়ে জীবুদা প্রেম ট্রেমের ব্যাপারে চরম আনসাকসেসফুল, ফুলটু ক্রিপি পাবলিক ছিলেন। অন্তত অপ্রকাশিত গপ্পগুলান (যেগুলান রিসেন্টলী হার্ড কাভারে অ্যাভালেবল হইসে) পড়ে তাই মনে হয়। ও জিনিস বাঙালী আইটেম নম্বর খেকো দর্শকদের পক্ষে ওভারডোজ হইতে বাধ্য।
  • বাঙালী আইটেম নম্বর খেকো দর্শকদের পক্ষে | 136.226.***.*** | ৩১ আগস্ট ২০২৩ ০৩:৪৩523098
  • অ্যাই মরেচে! আপ্নার আবার ওভার্ডোজ হইল নাকি! wink
  • ফুলটু ক্রিপি পাবলিক | 136.226.***.*** | ৩১ আগস্ট ২০২৩ ০৩:৪৪523099
  • নানা! ওরম মনে হয়! ওসব সুদুই কভার! 
  • প্রিয়তমাসু | ৩১ আগস্ট ২০২৩ ১৩:৪৯523105
  • "ঘনিষ্ঠ আকাশ যেন— যেন কোন্ বিকীর্ণ জীবন
    অধিকার ক’রে আছে ইহাদের মন;
    দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
    মরণের সাথে লড়িয়াছে;
    চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে
    এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা-একা;
    যে-জীবন ফড়িঙের, দোয়েলের— মানুষের সাথে তার হয়নাকো দেখা
    এই জেনে।"
  • R | 2402:3a80:1985:e923:378:5634:1232:***:*** | ৩১ আগস্ট ২০২৩ ১৪:৫৪523106
  • এই কলকেতায় না, সারা বাংলায় না, সারা ভারতেও না, ঠেসে ক্রেমাফিন গিল্লেও না। শালা শুধু ইউরোপে ল্যান্ড করলেই হড়হড়িয়ে হাগা পায়। আর বেলজিয়ামে হাঁস চরা দেখলে পায় জীবনানন্দ। কী কেলো!
  • :-) | 2405:8100:8000:5ca1::bd:***:*** | ৩১ আগস্ট ২০২৩ ১৫:৩৯523107
  • সেরেফ বেলজিয়াম দেখেই এমন জ্বলেছে যে কাল থেকে লাগাতার নেদে চলেচে ভিখিরিগুলো।  ২০২৩ সালে এরা  বোম্বে ব্যাঙালোরে বসে  ইউরোপের জন্য জ্বলে মরছে আর এদিকে মানুষে আজকাল চারদিনের ছুটি পেলেও একটু ইয়্রোপ নয় আফ্রিকা বেরিয়ে আসে। যা ভাই গনেশপুজোর ছুটিতে বেলজিয়াম  ঘুরে আয় লাখখানেকের মদ্যেই প্লেনের ভাড়া হয়ে যাবে। মুরোদে না কুলোলে লোন ফোন নে। অমন ভিকিরিপনা দেকলেও খারাপ লাগে।
  • Kuntala | ৩১ আগস্ট ২০২৩ ১৯:১৪523110
  • ঈদ! কি কুরুচিপূর্ণ মন্তব্য গুলো। পড়ে এতো খারাপ লাগল যে এখন বেশ কিছুদিনের জন্য গুরু খোলার ইচ্ছে চলে গেল। 
    দেখুন, এই কথাগুলোর উত্তরে আরও কত রূঢ় ভাবে আর কি কি বলা যায়।
  • aranya | 2601:84:4600:5410:14f5:1761:a395:***:*** | ৩১ আগস্ট ২০২৩ ১৯:৩৭523111
  • মূল লেখা ভাল লাগল। @প্রিয়তমাসু 
  • প্রিয়তমাসু | ৩১ আগস্ট ২০২৩ ২৩:০৬523115
  • "একদিন পৃথিবীতে স্বপ্ন ছিলো—সোনা ছিলো যাহা
    নিরুত্তর শান্তি পায়; যেন কোন্ মায়াবীর প্রয়োজনে লাগে।
    কি বুঝিতে চাই আর? . . . রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক
    শুনিনি কি? প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক!"
  • প্রিয়তমাসু | ৩১ আগস্ট ২০২৩ ২৩:০৮523116
  • " শোনা গেল লাসকাটা ঘরে
    নিয়ে গেছে তারে;
    কাল রাতে— ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হ’লো তার সাধ;

    বধূ শুয়েছিলো পাশে— শিশুটিও ছিলো;
    প্রেম ছিলো, আশা ছিলো— জ্যোৎস্নায়–"
  • একক | ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৮523133
  • কী মুশকিল!  জেডি একইসঙ্গে রুরাল এবং আরবান। দেশি এবং আন্তর্জাতিক। একজন মানুষ সারা পৃথিবীর সাহিত্য আত্মস্থ করলে তাঁর সৃষ্টিতে সব রকম ফ্লেভর মিলেমিশে থাকবেই। বলাগড়ে বসে জেডি আওড়ানো যাবে, বেলজিয়ামে বসে যাবেনা, এ এট্টা কথা হল :))) 
     
    আর, লেখা পড়ে, ব্যক্তি মানুষের চরিত্র চিত্রন করা বেশ গোলমেলে প্রবণতা।  আজকাল জীবনানন্দ দাশ কে নিয়ে এই ব্যবসা টা শুরু হয়েচে। হ্যাঁ,  জেডির লেখার নায়ক রা বেশ ক্রীপ। একদম ভয়ারিস্ট লেভেলের চরিত্র সব। তাতে কিন্তু,  লেখক নিজে কেমন ছিলেন বোঝা যায় না। বুঝেও,  কী অশ্বডিম্ব হবে জানিনা যদিও। 
  • প্রিয়তমাসু | ০১ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫১523145
  • "লেখা পড়ে, ব্যক্তি মানুষের চরিত্র চিত্রন করা বেশ গোলমেলে প্রবণতা" এই ব্যাপারটায় আমি পুরোপুরি একমত | তবুও এটা আমরা করে ফেলি  | আমার অবিশ্যি  জীবনান্দের গদ্য সেভাবে পড়া হয়ে ওঠেনি, কবিতা গুলোই ভালোলাগার জায়গা |
  • dc | 2401:4900:1cd0:5c7f:944b:89fa:9650:***:*** | ০১ সেপ্টেম্বর ২০২৩ ২২:০২523146
  • আমার তো জীবনানদের গদ্য আর কবিতা, কোনটাই পড়া হয়নি। 
  • প্রিয়তমাসু | ০১ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৮523147
  • ভাল না লাগলে পড়ার কোনো  দায়িত্বও তো নেই | আমার সাবসময়ই মনে হয়,  জীবনানন্দের লেখা তাদের ভাল লাগার কথা যাদের ছোটবেলা কেটেছে গ্রামে |
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:633d:b2bd:***:*** | ০১ সেপ্টেম্বর ২০২৩ ২২:২২523149
  • আচ্ছা। আমি শহরে বড়ো হয়েছি, তাই আর পড়া হয়নি। 
  • aranya | 2601:84:4600:5410:c814:dc6:e525:***:*** | ০১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৩523150
  • ' জীবনানন্দের লেখা তাদের ভাল লাগার কথা যাদের ছোটবেলা কেটেছে গ্রামে' - শুধু গ্রাম তো নয়, পূর্ববঙ্গ এবং নদীবিধৌত বরিশাল জেলা হলে আরও ভাল :-)
    তবে কল্পনাশক্তি থাকলে শহরে বড় হলেও জীবু-দার লেখা ভাল লাগতে পারে 
  • &/ | 151.14.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪০523156
  • আকাশ আর তারা দেখা গেলেই হবে, জীবনানন্দ ভালো লাগবে। গ্রহান্তরের সেটলমেন্টেও  :-)
  • lcm | ০২ সেপ্টেম্বর ২০২৩ ০২:১৫523157
  • এক্জন (গ্রামবাংলার মানুষ) একবার বলছিলেন -- --
    গ্রামের মানুষ যতীন বাগচীর শোলক-বলা-কাজলাদিদি বোঝেন, জসীমউদ্দিনের নকশিকাঁথা বোঝেন... এমনকি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বা মোরগের কাহিনীও বোঝেন... ... কিন্তু জীবনানন্দের বনলতা সেন বা সুরঞ্জনা তাদের মাথার ওপর দিয়ে যায় ... ...
  • শহুরে বোদ্ধা | 2401:8400:8001:7ca1::32d:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৩ ০২:২৭523158
  • আরে lcm-দা, ওসব জিনিস শহরের লোকেরও মাথার ওপর দিয়েই যায়, তারা খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বোঝার ভান করে।
  • একক | ০২ সেপ্টেম্বর ২০২৩ ০২:৫৬523159
  • গ্রাম নিয়ে লিখলেই গ্রামের লোক বুঝবে এ কী আবদার! 
     
     হাতির ডকুমেন্টারি কি হাতিরা বোঝে ?? 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন