এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রাস্তা নির্জন

    প্রিয়তমাসু লেখকের গ্রাহক হোন
    ০২ জুলাই ২০২৩ | ৬৪৯ বার পঠিত
  • ১. 
     
    দীর্ঘ দিন পুকুরে নামি না 
    তবু পুকুরের ঘোলা জল ঢুকে পড়ে চোখে 
    আপ্ত বাক্যের সুর ঢেকে দেয় গলা ৷ 
    মিথ্যা দিয়ে সত্যি দিয়ে, 
    সব কিছুর বিনিময়ে, কিনেছিলাম সময় 
    এখন দিন দিন অপচয় হচ্ছে, সময়।  
     
    ২.  

    সারাদিন কন্সট্রাকশনের শব্দ, 
    রাতের দিকে কয়েক ঘন্টার অবসর 
    সেইসময় সূর্যালোকের উপমা গায়ে চড়িয়ে 
    আমার প্রেয়সী আসে। 
    নির্জন রাস্তার অনামিকাদের ঘনিষ্ঠতায় বসে 
    গভীর রাত্রে তাকে লিখে রাখি। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অতিবৃদ্ধ প্রপিতামহ ( গঠনমূলক ) | 2409:40f2:100a:a04e:8000::***:*** | ০৩ জুলাই ২০২৩ ১৪:২৮520959
  • কি যে কবিতা লেখার বাতিক আজকাল l আমি অন্তত এই লেখায় , সরু কোমর ছাড়া আর কবিতার কোনো লক্ষণ দেখছি না ! 
     
    নো ভাবনা নো চিন্তা , যা মাথায় এল ভসভসিয়ে গুরুতে ছেপে দিলাম !..
    আরেকটু সময় দিয়ে, গভীরতর অনুভূতি  বা উপলব্ধি   নিয়ে কিছু লেখা যায়না ? অবশ্য  ফাস্ট ফুডের যুগ এটা , কাকেই বা কি বলব ! 
  • প্রিয়তমাসু | ০৩ জুলাই ২০২৩ ১৫:০৮520960
  • গভীরে যাও আরও গভীরে যাও ... ঠিকই বলেছেন ৷ নিজে কিছু লিখুন না গভীরতা দিয়ে, গভীরতা মেপে ... সঠিক মাত্রায় কোমর টোমর ভেঙে !  আমার এই সব নেহাত ছেলেমানুষী লেখা নিয়ে মন খারাপ নাই বা করলেন । ভাল থাকুন , ভাল রাখুন । 
     
    আজ চুল কাটলাম,  জামা কাপড় কাচলাম অনেক দিন পর । স্নিগ্ধ বেশ কেমন একটা অনুভূতি হচ্ছে ৷ চমৎকার লাগছে এই ঝিরঝিরে বৃষ্টির বিকেলবেলাটাও এখন। 
  • kk | 2607:fb91:87a:59d8:ac1a:d8bd:a138:***:*** | ০৩ জুলাই ২০২৩ ১৯:১৩520961
  • "নিজে কিছু লিখুন না গভীরতা দিয়ে, গভীরতা মেপে ... সঠিক মাত্রায় কোমর টোমর ভেঙে !  আমার এই সব নেহাত ছেলেমানুষী লেখা নিয়ে মন খারাপ নাই বা করলেন ।"
     
    এইটা কী রকম হলো? কবিতা (বা অন্য যেকোনো লেখাই হোক) ভালো না লাগলে বলা যাবেনা? যেমন ধরুন কোনো সিনেমা ভালো লেগেছে / খারাপ লেগেছে বলতে চাইলে নিজে অভিনয় করে বা সিনেমা বানিয়ে দেখাতে পারলে তবেই বলা যাবে?

    এই কবিতা সম্পর্কে বলছিনা, তবে অতিবৃদ্ধ প্রপিতামহের সাথে আমি একমত যে আজকাল গুরুতে সত্যিই এমন অনেক কবিতা দেখি যেগুলো পড়লে ঐ "ভসভসিয়ে গুরুতে ছেপে দিলাম" কথাটাই মনে হয়! খেরোর খাতা বিভাগটাকে অনেকেই ফেসবুকের ওয়ালের মত ব্যবহার করেন তো? তো, লেখার স্বাধীনতা তো তাঁদের অবশ্যই আছে। আবার পাবলিক ফোরামে ছাপা লেখায় পাঠকেরও মন্তব্য করার স্বাধীনতা থাকার কথা।
  • প্রিয়তমাসু | ০৩ জুলাই ২০২৩ ২০:৪০520962
  • @kk ,
     
    হ্যাঁ , নিশ্চয়ই থাকা উচিত । আমার আগের রেসপন্সটা হয়ত ঠিক উপযুক্ত হয় নি ৷
     
    অতিবৃদ্ধ প্রপিতামহ যা বলেছেন সেটার প্রতিবাদ করা এমনিতেই আমার পক্ষে খুব মুস্কিল কারন অনেক সময় নিজেরও একই কথা মনে হয় । কিন্তু সেটা অন্যদের লেখা পড়ে, নিজের লেখা লেখার অব্যবহিত পরে পড়ে সবসময়ই মনে হয় অপূর্ব, অভূতপূর্ব অনবদ্য  ইত্যাদি ...। নরেন্দ্রনাথ মিত্রের কোন একটা গল্প সঙ্কলনের ভূমিকাতেও এরকমই কিছু একটা ছিল :" লেখকরা খুব বাজে সমালোচক , পরের লেখার জন্য নিজের লেখার জন্যও । পরের লেখা পড়লেই মনে হয় ..আহা ভাল লেখা যেত , অন্য দিকে নিজের লেখা খুব ভাল মনে হয় ।"  এবার রবীন্দ্রনাথ বা মতি নন্দীর মত কিছু ব্যাতীক্রমী লেখক থাকতেই পারেন । যারা নিজেদের লেখার খুব ভাল সমালোচক ।
     
     
     অতিবৃদ্ধ প্রপিতামহর বা আপনার কারও কথাই অস্বীকার করছি না ৷ তবে আমি নিজের দিকটা বললাম । লিখে প্রথমে ভাল লাগে,  যেমন সব সৃষ্টিরই একরকম স্নিগ্ধতা আছে  ।  পরে সম্পূর্ণ অন্য একটা মানসিক অবস্থা থেকে পড়ে দেখলে, ছেলেমানুষী মনে হয় ৷ লেখার অনেকটা সময় পরে পড়লে খুব ভাল লিখি এরকম আমার নিজেরও মনে হয় না । 
     
    আরও ভাল লেখার চেষ্টা আমরা সবাই করি, করবও ভবিষ্যতে ... কিন্তু তাও কিছু লিখতে শুরু করাটা গুরুত্বপূর্ণ মনে হয়, অন্তত নিজের জন্য ৷ ভাল , খারাপ, কোয়লিটি কন্ট্রোল নির্বিশেষে ৷
  • :|: | 174.25.***.*** | ০৩ জুলাই ২০২৩ ২৩:০৪520965
  • "লেখার অনেকটা সময় পরে পড়লে খুব ভাল লিখি এরকম আমার নিজেরও মনে হয় না ।"
    আহা, লেখার অনেকটা সময় পরে আরেকবার পড়ে যদি সকলে সাবমিট বোতামটা টিপতো তবে কি ভালোই না হতো! 
  • একক | ০৩ জুলাই ২০২৩ ২৩:৫৩520966
  • এটা আমার নিজের অনেকবার মনে হয়েচে,  যে তক্ষুনি সাবমিট ব্যাপারটা তুলে দিয়ে যদি "প্ল্যান সাবমিশন" - " ডিলে সাবমিশন " এসব বাটন থাকত।  তাহলে অন স্ক্রিন বারবার এসে দেখে যেতুম যে এই আপ্লোডেড লেখাটা বারো ঘন্টা বাদে সাবমিট হবে। টুকটাক এডিট করছি। ঘড়ি এগোচ্ছে। আবার রাত্তিরনাগাদ মনে হলো, নাহ্ অমুক পঙ্কক্তিটা শুধুই লিপিকুশল হয়েচে - ভেতর ফাঁপা, নিজের কাছে আরও ক্ল্যারিটি দরকার --- তো দিলুম " ডিলে সাবমিশন " বাটন টিপে। মিনিমাম ছ ঘন্টা। 
     
    নিজের জন্যেই ভাবি এসব। লেখার পর মোটামুটি রাত পেরলেই ভুলে ভরা লাগে নিজের লেখাকে। আর হপ্তাখানেক   পর থেকে নিজের লেখার দিকে তাকালে কেমন একটা হাস্পাতালে বাচ্চা বদলাবদলি হয়ে গেচে,  এমন ফীলিং হয়। অথচ,  বেশিরভাগ গল্প কবিতা ওভাবেই ইম্পালসিভ সাবমিশন, বিশেষ করে গুরুতে। পরে এডিট করে তুলে রেখেচি। 
     
    সাবমিশনের তাড়াহুড়ো আমাদের সবারই :((  মালিক যদি ফন্দী করে কিছু স্পীড ব্রেকার বসিয়ে দেয় তো ভালো হয়।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৪ জুলাই ২০২৩ ০১:২৭520969
  • স্পীড ব্রেকারের উপরই আছি। কিছুই সাবমিট করিনা, এমনকি স্ক্রিনে নামতে পর্যন্ত দিইনা। তার আগেই ব্রেক টিপে দিই। laugh
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৪ জুলাই ২০২৩ ০১:৩০520970
  • কবিতা ভালো লেগেছে। পরে হয়ত কবি আরও ঘষামাজা করবেন। কিন্তু তার আগের এই চেহারাও আমার ভালো লেগেছে।
  • প্রিয়তমাসু | ০৪ জুলাই ২০২৩ ০২:৪৮520971
  • আপনার ভাল লেগেছে শুনে খুবই ভাল লাগছে, ধন্যবাদ ৷
  • প্রিয়তমাসু | ০৪ জুলাই ২০২৩ ০২:৫৯520972
  • @ একক ,
     
    প্ল্যানড সাবমিসান কম্পালসরি না হলে খুব কি আর লাভ হবে ? প্রাথমিক ভাল লাগার স্রোতেই প্রকাশ বেশীর ভাগ সময় । একটা দুটো লেখা যেগুলো অপ্রকাশিত ড্রাফট হয়ে জমা আছে , সেগুলো আর ঘাঁটাঘাঁটি করে প্রকাশ করতে গা করে না ৷ অবশ্য আমি অলস লোক, বেশ কর্মদ্যোগী কেউ হলে হয়ত ছবিটা আলাদা হবে ।
  • &/ | 151.14.***.*** | ০৪ জুলাই ২০২৩ ০৩:১৮520973
  • সব জমা পড়া লেখা যদি তখনই না পাবলিশ করে আগে এআই দিয়ে পড়িয়ে যেগুলো নির্বাচিত হয়, সেগুলো পাবলিশ করা হত, তবে ব্যাপারটা একটু ইয়ে হত। অন্ততঃ একটা ফিল্টার থাকত। সিলেকশন কমিটি হিসেবে এআই এর ব্যবহার, এতেও গুর্চ একটা পাইয়োনিয়ার হয়ে থাকত। ঃ-)
  • ইম্পালসিভ সাবমিশন | 2607:fb90:c6b:a97a:4491:cde5:5097:***:*** | ০৪ জুলাই ২০২৩ ০৪:০২520974
  • এটা কঠিন। গুরুতে অন্তত যখন যা লিখেছি সবই ওই, বিচার না করে। কারন পরে পড়লে বুঝতে পারবো যে তলোয়ার গড়তে গিয়ে কাস্তে তৈরি হয়েছে। তৎক্ষনাত  জমা দিন না চাপলে শেষ পর্যন্ত পেজ বন্ধ হয়েছে।
    আপাতত জমা পরে ঘষামাজা - এটা আদর্শ - যদি লেখকের চাড় থাকে।  পাঠকের পাঠে যোগ্য মনে হলে হয়তো ভালো ক্রিটিকেল আলোচনাও হতে পারে। কবিতার ক্ষেত্রে গুরুর পাতায় হতে দেখিনি যদিও, তবে গদ্যে হামেশা হয়। 
     
    তবে প্রতি এক বা দুটি কবিতা কেন একটা করে পৃথক পাতা দাবি করে, নবীন কবিদের কল্পনার যৌথ খামার কেন ব্রাত্য - সেসব নিয়ে আমিও ভাবি।
  • kk | 2607:fb91:825:d4e6:a67:f901:5b98:***:*** | ০৪ জুলাই ২০২৩ ০৬:৩১520975
  • ইম্পালসিভ সাবমিশন যেমন লিখেছেন ঐ ভালো ক্রিটিক্যাল আলোচনাটা হলে সত্যি খুব ভালো হয়। আমার ব্যক্তিগত ভাবে কোনো লেখা পাঠকরা কেমন আলাদা আলাদা ভাবে প্রসেস করছেন, কে কেমন মানে খুঁজে বার করছেন, এগুলো পড়তে খুব ইন্টারেস্টিং লাগে। সেরকম আলোচনা একেবারেই হয়না বলছিনা, কিন্তু আরো বেশি হলে আরো ভালো হতো। আবার এও দেখেছি যে গুরুতে ট্রেন্ডই হয়ে গেছে বেশির ভাগ ক্ষেত্রে লেখা ভালো না লাগলে কোনো কমেন্টই না করা। আমি নিজেও ভালো না লাগা জানাবো ভেবেও অনেক ক্ষেত্রে পিছিয়ে আসি। অনেক লেখকই বলেছেন ভালো না লাগলে না পড়তে। তাই বলতে গিয়ে ভাবি "থাক গে, কী দরকার?" আমি অবশ্য এটা বুঝতে পারিনা যে না পড়লে বুঝবোই বা কী করে যে ভালো লাগবে কি না লাগবে! যাই হোক, প্রাথমিক জোশে লেখা জমা দেওয়া বা না দেওয়া নিয়ে সবার পারসেপশন তো আলাদাই হবে। তবুও একেক সময় অসংখ্য অজস্র টই দেখি যার লেখার মান বা কন্টেন্ট দেখলে মনে হয় এককের বলা ঐ ডিলে বাটনটা থাকলে বড় ভালো হতো।
  • একক | ০৪ জুলাই ২০২৩ ০৯:২৪520976
  • গুরুতে সমস্ত সাবমিশন ডিলে করানো হোক জোর করে এমন কোন দাবি করছিনা।  
     
    অলরেডি ড্রাফট করে রেখে দেওয়া এবং পরে সাবমিট করার একটা এক্সিস্টিং ওয়ার্কফ্লো আছেই। ওটাকেই স্কেল আপ করে "প্ল্যান সাবমিশন ",  "ডিলে সাবমিশন " এই দুটো ফিচার দেওয়া যায়। 
     
    গুরু ত শুধুই একটা ওয়েব্জিন নয় যে অন্যেরাও যে ভাবে ভাবছে আমাদের ও ভেড়ার মত এক লাইনে চলতে হবে। ক্রিয়েটিভ কন্টেন্ট এর ক্ষেত্রে ডিজাইন কেও ক্রিয়েটিভ হতে হবে। যে চাইবে ধরাম করে লিখেই সাবমিট করুক। যে চাইছে সাবমিশন প্ল্যানিং অপ্ট করতে তার রাস্তা খোলা থাকলে ভালো হয়। 
     
    এবার মালিকের ইচ্ছা :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন