এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব   শোনা কথা

  • আমার মাতৃদেবী ও অন্যান্যরা

    Abhyu
    বাকিসব | শোনা কথা | ১৪ মে ২০২২ | ২২৪০ বার পঠিত
  • আমার মাতৃদেবী ও অন্যান্যরা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Abhyu | 223.19.***.*** | ১৪ মে ২০২২ ০৬:৫৯736635
  • যদিও আমার মায়ের কিছু মজার গল্প বলার জন্যেই টইটা খোলা, আশা করব অন্যরাও তাঁদের মা বাবা মামা মাসীদের গল্পগুলো লিখবেন। কিছুটা ভাট থেকে কপি পেস্ট হবে, তবে তার আগে কোয়েলীদির মায়ের গল্প দিয়ে শুরু করি।

    কোয়েলীদি যে স্কুলে পড়ত, ওর মা ছিলেন সেই স্কুলেরই দিদিমণি (বড় দিদিমণি কি?) যাই হোক, একদিন কোয়েলীদির সঙ্গে ওর মায়ের রাস্তায় দেখা হয়েছে, স্কুল ড্রেসে, দ্যাখে মা খুব অবাক হয়ে তাকিয়ে আছে। একটুক্ষণ কথা বলার পর মা বললেন - ও তুই? আমি তাই এতোক্ষণ ধরে ভাবছি মেয়েটাকে এতো চেনা চেনা লাগছে কেন?
  • Abhyu | 223.19.***.*** | ১৪ মে ২০২২ ০৭:০৭736636
  • আমার মা, যাকে বলে, খুবই মৌলিক। কোদালকে জামা পরিয়েছে দেখুন।
      
     
    • r2h | 134.238.14.27 | ১১ মে ২০২২ ১৬:১৬501993
    • বাহ, এটা বেশ তো!
      তলোয়ার কৃপান ছুরি এসবের বাহারী খাপ থাকে, কোদালেরও সেরকম সাধ হতেই পারে। এটা কোদালের পক্ষ থেকে। মানুষের পক্ষ থেকে হোঁচটের ব্যাপারটা আছে, তবে আমি কিনা পরার্থপর।
     
    • Ekak | 43.239.80.79 | ১১ মে ২০২২ ১৬:১০501992
    • ভালোই তো ! চলাফেরার পথে কারো পায়ে লেগে দুর্ঘটনা ঘটবে না :)
     
    • Abhyu | 2409:4060:2e17:f1b5:3450:e44b:302e:c76f | ১১ মে ২০২২ ১৬:২৯501995
    • তারপরে এই জামাটা আবার আমার শান্তিনিকেতনি ব্যাগ!!!
     
    • Abhyu | 2409:4060:2e17:f1b5:3450:e44b:302e:c76f | ১১ মে ২০২২ ১৬:২৭501994
    • যেমন মা, তেমনি মায়ের বাগান করার লোক। সে নাকি মাটি খুঁড়তে গিয়ে কোদাল ভেঙ্গে ফেলেছিল। তারপরে বলেছে আপনাদের যেমন পুরোনো বাড়ি আর তেমনি পুরোনো মাটি। এই মাটি খোঁড়া যাবে না। তাতে মা খুব রাগ করেছে।

      এর আগে একজন বাগান করার লোক ছিল, তার নাম ছিল মূলা (সত্যি বলছি)। সে চুরি করে ফাঁক করে দিত। আর অন্য কেউ চুরি করতে এলে হাঁউ মাঁউ করে ভাগিয়ে দিত।
     
    • dc | 182.65.230.149 | ১১ মে ২০২২ ১৬:৩৮501996
    • পুরনো মাটি শক্ত ঘাঁটি, চিনে নিক কোদালবৃত্ত। এরকম কিছু একটা বলতে চেয়েছিল হয়তো। 
     
    •  π | ১১ মে ২০২২ ১৮:০৬502001
    • কোদালদিদির এটা ব্যাগি জিন্সের টপ হয়েছে। 
     
     
    • Ekak | 43.239.80.79 | ১১ মে ২০২২ ১৬:৫২501998
    • লোকাল মিউনিসিপ্যালিটিতে জেসিবি ভাড়া দেয় যেমন কাওকে ধরে বলতেপারেন  অফ টাইমে এসে একটু বাগান টা খুবলে খাবলে দিয়ে যাবে। ড্রাইভারকে জলখাবারের দু পয়সা দিয়েদেবেন না হয়। শক্ত মাটি কোদালে খোঁড়া সত্যি কষ্টকর। পাঁচজন লেবারে যা না পারবে একটা মেশিনের আধ ঘন্টার কাজ।
     
    •   | ১১ মে ২০২২ ১৭:২৯502000
    • সরু গলিপথে পাঁচিল ঘেরা বাড়ির মধ্যে জেসিবি ফিট করা খুব চাপের। আমার বড়মাইমা ​​​​​​​একবার ​​​​​​​করানোর ​​​​​​​চেষ্টা ​​​​​​​করেছিল। ​​​​​​​সফল ​​​​​​​হয় ​​​​​​​নি। ​​​​​​​উল্টে ​​​​​​​পৌরপিতা ​​​​​​​পরে ​​​​​​​এসে ​​​​​​​মৃদু ​​​​​​​বকে ​​​​​​​দিয়ে ​​​​​​​গেসল। 
       
      কোদালের জামাটা সত্যিই সুন্দর। 
     
    •  যদুবাবু | ১১ মে ২০২২ ১৭:১০501999
    • কোদালের ব্যাগি-জামা সুন্দর হয়েছে।
     
    • avi | 2409:4061:2d87:fd0f:d4e7:93ae:f776:32b7 | ১১ মে ২০২২ ২০:০৮502004
    • জেসিবি আমার বাবার খুব পছন্দের যন্ত্র। মাঝে মাঝেই বাগানে নামিয়ে দেন,রাতারাতি ভূমিরূপ বদলে যায়। দুমদাম পুকুর হয়ে যায়, কোনদিন আবার পুকুরের পাড় সমতল করে বেগুন ক্ষেত হয়ে যায়, কোনদিন আবার খিড়কির ডোবা উধাও হয়ে কলাবাগান হয়ে যায়। প্রতিবার গিয়ে চমকে চমকে উঠি। এই রাতারাতি ভূগোল বদলে দেওয়াতেই এত পছন্দ। উনিজিদের মতোই।
     
    • SK Salil | 2405:201:8005:9947:985b:1f76:e90:e4f3 | ১১ মে ২০২২ ২১:০৩502005
    • আমার কোদন্ডটা কই গেল?
     
    • শ চ | 2601:5c0:c280:4020:6d52:a742:89dd:68d5 | ১১ মে ২০২২ ২১:৫৯502006
    • চন্দনের বনে খুঁজে দেখেছো? 
     
    • Abhyu | 2409:4060:2e17:f1b5:3450:e44b:302e:c76f | ১১ মে ২০২২ ১৬:৪৫501997
    • আমাদের একজন বাগান করার লোক একবার কাঁঠাল গাছ লাগিয়েছিল। কাউকে কিছু জিজ্ঞেস না করেই। সে গাছটা কিছুটা বড় হবার পরে অন্য একজন কাজের লোক, আবার কাউকে কিছু জিজ্ঞেস না করেই, পুরো গাছটা কেটে নিয়ে চলে গিয়েছিল। মা দুবারই খুব রাগ করেছিল।
     
  • Abhyu | 223.19.***.*** | ১৪ মে ২০২২ ০৭:০৯736637
  •  
    • Abhyu | 2409:4060:2e17:f1b5:dc11:e8b5:2f1c:822e | ১১ মে ২০২২ ২২:১২502008
    • এটা আরো মৌলিক। কল খুললেই মুড়ি পড়বে।
     
    •  যদুবাবু | ১১ মে ২০২২ ২২:৪৫502010
    • বাঃ, মুড়ির কল-টিও খাসা। হুড়-মুড়িয়ে পড়বে না, আস্তে আস্তে পড়বে। 
  • Abhyu | 223.19.***.*** | ১৪ মে ২০২২ ০৭:১১736638
  •  
    • Abhyu | 223.191.33.216 | ১২ মে ২০২২ ২২:৩২502061
    • ভাবছি আমার মাতৃদেবী বলে একটা টই খুলে লিখব এবার। আজ তিনি আমাকে জানালেন যে একটি চোখের ওষুধের অনেক দাম। ওষুধটি মূলতঃ ঢপের। গিনগোবাইলোবা, গ্রেপ সীড, গ্রীন টী, লক্ষাধিক মিরারেল ইত্যাদি যাবতীয় অতি প্রয়োজনীয় উপাদানের সমাহার। পনেরশ টাকা দাম পড়ে, তাও দোকানদার অত্যন্ত ভালোমানুষ বলে অনেক ডিসকাউন্ট দেয় তাই। আমি খুবই আশ্চর্য হলাম যে একপাতা ওষুধের এতো দাম, তা সে যতই ইনফ্লেশন হোক? তারপর উল্টে দেখলাম দাম লেখা আছে একশ বাহাত্তর টাকা।

      অনুসন্ধানে জানা গেল, আমার মাতৃদেবী সের দরে ওষুধ কেনেন, উনি দশ পাতা ওষুধের দাম মনে রেখেছেন!
  • Abhyu | 223.19.***.*** | ১৪ মে ২০২২ ০৭:১২736639
  •  
    • Abhyu | 223.191.57.253 | ১৪ মে ২০২২ ০০:৫১502109
    • আমার মাতৃদেবী -
       
      বলুন তো এতে কি আছে? (না না, হরলিক্স না-ই হতে পারে, হরলিক্স ফুরিয়ে গেলে তো অন্য জিনিস রাখা সম্ভব)

       
      আচ্ছা এবার নিশ্চিন্ত হলেন তো?

       
       
      ভুল, আসলে আছে সোয়াবীন!
     
     
    • kk | 2601:448:c400:9fe0:39ec:4d6f:34b1:7d27 | ১৪ মে ২০২২ ০১:০৬502110
    • অভ্যু, টইটা খুলেই ফেলো :-))
  • dc | 122.174.***.*** | ১৪ মে ২০২২ ০৮:১৪736649
  • হরলিক্সের কৌটোয় সোয়াবিন তো আমার মাও রাখে! অনেক বাড়িতেই রাখে মনে হয়। 
  • Abhyu | 223.19.***.*** | ১৪ মে ২০২২ ০৮:৪২736650
  • তা না, আমার মজা লেগেছিল যে হরলিক্সের কৌটোয় হরলিস্ক থাকবে, এতো স্বাভাবিক, তাহলে কৌটোর মাথায় আবার হরলিক্স লেখার মানে কি? তাও যদি সোয়াবিন লিখত তো একটা কথা ছিল!
  • dc | 122.174.***.*** | ১৪ মে ২০২২ ০৮:৫০736651
  • আচ্ছা laugh
  • kk | 2601:448:c400:9fe0:39ec:4d6f:34b1:***:*** | ১৪ মে ২০২২ ০৯:০৭736652
  • না, আমার মনে হয় হরলিক্সের কৌটোয় অনেক সময়েই অন্যান্যরা থাকে, তাই যতদিন এতে হরলিক্সই ছিলো তাকে মার্ক করে রাখা হয়েছিলো। দুলাল ভড়ের তালমিছরির মত 'আসল' হরলিক্স হিসেবে। পরে সয়বীন এসে ঘর ভাড়া নিলো। কিন্তু তখন আর মনে করে পুরোনো নেমপ্লেট বদলানো হয়নি।
  • Abhyu | 2409:4060:399:7925:b88f:383:3092:***:*** | ১৪ মে ২০২২ ২২:৩৪736673
  • আমার মায়ের তিনজন গৃহসহায়িকা। প্রথম জন বাসন মাজার জন্যে মাইনে পান কিন্তু বাসন মাজেন না। দ্বিতীয় জন রান্না করার জন্যে মাইনে পান কিন্তু বাসন মাজেন। তৃতীয় জন দ্বিতীয়জনের ধোয়া বাসন মোছেন।

    মা প্রথম জনের উপর সবচেয়ে বেশি ক্ষুব্ধ। কিন্তু সেই গৃহসহায়িকা মাঝে মাঝেই যে কাজ করেন না সেটা ছেড়ে দেওয়ার কথা বলেন বলে কিছু করে ওঠা যায় না।
  • kc | 188.236.***.*** | ১৫ মে ২০২২ ০২:৪৭736674
  • আমার মায়ের হরলিক্সের কৌটোয় সংসার খরচের টাকা থাকে, আমি গেলে চুরি করে ফাঁক করে দিই, ইদানিং উনি তাই টাকা পয়সা আমার ব্যাগেরই কোনও একটা জিপে রাখেন।,খুঁজবার চেষ্টা করিনা। মা'ও আমাকে জর্জ ম্যালোরি মনে করে মজাসে থাকেন 
  • Abhyu | 2409:4060:399:7925:b88f:383:3092:***:*** | ১৫ মে ২০২২ ০৫:১৯736676
  • :)
  • Abhyu | 2409:4060:2086:5e2b:a1f0:7534:7426:***:*** | ১৬ মে ২০২২ ১৫:১৬736703
  • আমার মা পেয়ারা গাছ থেকে কুমড়ো পেড়ে দিতে বলেছিল। ব্যাপারটা অবশ্য ততো কনফিউজিং কিছু না, কুমড়ো গাছটা পেয়ারা গাছে লতিয়ে উঠেছিল।
     
    পেয়ারা গাছের কুমড়ো ও তার ফুল।
     


    মা কটা ঢ্যাঁড়শ গাছ লাগিয়েছে, সেখান থেকে রোজই চার পাঁচটা ঢ্যাঁড়শ তোলে। আর রোজই ঢ্যাঁশড় সেদ্ধ বা ঐ রকম অখাদ্য কিছু খায়। ইন্টারেস্টিং ব্যাপার হল, যে ঢ্যাঁড়শ তোলা হয়, তাকে কিন্তু সেই দিনই রান্না করা হয় না। তারা সোজা ফ্রিজে চলে যায়। রোজ সকালে মা ফ্রিজ থেকে ঢ্যাঁড়শ বার করে তাদের যত্ন করে মোছে। মোছার পরে তারা রান্না হবার অধিকার লাভ করে।
     
      
     
     
     
     
  • r2h | 134.238.***.*** | ১৬ মে ২০২২ ১৫:২৪736704
  • আহ, এই গল্পগুলো পড়তে কী চমৎকারই না লাগছে। 
    বাগানওয়ালা বাড়ির গল্প, কুমড়োফুল, ঢ্যাড়শ, পেয়ারা গাছ।
  • kk | 174.53.***.*** | ১৬ মে ২০২২ ২০:১৯736714
  • ঝুড়িতে ওগুলো ঢ্যাঁড়শ নাকি? অন্যরকম লাগছে যেন।
  • Abhyu | 115.187.***.*** | ১৬ মে ২০২২ ২০:৩৪736715
  • কেকে, ঝুড়িতে ঢ্যাঁড়শ ও কুঁদরির সমাহার। সব ঢ্যাঁড়শগুলোকেই মোছা হয় কিন্তু তাদের সবাইকে রান্না করা হয় না। মোছা ঢ্যাঁড়শেরা আবার ফ্রিজে ফেরত যায়।

    হুতো, তোমার স্টকে এই রকম গল্প প্রচুর থাকবে নিঃসন্দেহে। লেখো না একটু?
  • Abhyu | 115.187.***.*** | ১৬ মে ২০২২ ২০:৩৭736718
  • https://imgur.com/b3hPhZB
    এইখানে গিয়ে ফটোটা একটু বড় করলে ঢ্যাঁড়শদের চেনা যাবে। অন্য ছবিতে হাতের নীচে এই ঝুড়ির একটু দেখা যাচ্ছে।
  • kk | 174.53.***.*** | ১৬ মে ২০২২ ২০:৪১736723
  • হ্যাঁ, এই বড় ছবিতে ভালো করে দেখতে পেলাম। কী সুন্দর সতেজ সবুজ সব্জী! দেখেই ভালো লাগে। আমার পেয়ারের গাছরা সব আরবোরিয়ামে চলে গেলো। ভাবলে মনটা খারাপ হয়ে যায়।
  • aranya | 2601:84:4600:5410:4944:26e4:73f0:***:*** | ১৬ মে ২০২২ ২০:৪৪736724
  • ভাল লাগছে, লেখা + ছবি 
  • Abhyu | 115.187.***.*** | ১৬ মে ২০২২ ২১:২০736734
  • অরণ্যদা, আজ শুনলাম রাস্তায় একজন হেঁকে যাচ্ছেন - পুরোনো কমপিউটার, হারমোনিয়াম, ফোন - আমি তো অবাক, একজন লোক একই সঙ্গে এতো কিছু জিনিস সারাতে পারেন? আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। দেখলাম এক ভদ্রলোক সাইকেলে করে যাচ্ছেন, সামনের হ্যাণ্ডেলে একটা বাজার করার ব্যাগ। বললেন ওনার নাম জাকির আর উনি পুরোনো জিনিস কেনেন, সত্যি সত্যি ল্যাপটপ থেকে পুরোনো দিনের ডায়াল করার ফোন পর্যন্ত। আমি ওনার মোবাইল নম্বরটা নিলাম, উনি নমস্কার করে আবার সাইকেলে চড়ে পড়লেন - পুরোনো কম্পিউটার, হারমোনিয়াম, ফোন... পুরোনো কম্পিউটার, হারমোনিয়াম, ফোন...
  • π | ১৬ মে ২০২২ ২১:২৮736735
  • দারুণ তো! 
     
    পুরানো জিনিস সারিয়ে আবার বেচেন ?  ডায়াল ফোনও? 
  • Abhyu | 115.187.***.*** | ১৬ মে ২০২২ ২১:৫৪736736
  • বেচেন কিনা বলতে পারি না। হয়তো সের দরে বেচেন, পুরোনো খবর কাগজের মতো। ভাঙাচোরা মোবাইল ফোন কিনতে খুব উৎসাহ দেখলাম। সারাতে পারেন বলে মনে হয় না।
  • aranya | 2601:84:4600:5410:3410:1974:1aad:***:*** | ১৬ মে ২০২২ ২১:৫৮736738
  • দারুণ @অভ্যু 
  • r2h | 134.238.***.*** | ১৬ মে ২০২২ ২২:০৬736739
  • না না, সারিয়ে বেচেন না। ডিসম্যানটল করে ধাতু, প্লাস্টিক, কাজে লাগার মত যন্ত্র এইসব জিনিস আলাদা করে বিক্রি হয়। আমি তো আমার গাড়িটাও এরকম লোককে বিক্রি করলাম। পনেরো হাজার টাকা দিয়েছে।
    হারমোনিয়ম দিয়ে কী হয় তা অবশ্য জানি না। আজকাল তো নিয়মিত, আমার ধারনা ছিল সব পাড়াতেই এঁদের যাতায়ত।

    তবে একদল আছে ওসবের ভ্রাম্যমাণ এক্সচেঞ্জ অফারদাতা, এরা খুব জালি।
  • dc | 182.65.***.*** | ১৬ মে ২০২২ ২২:৫৮736740
  • হারমোনিয়াম কিনে হয়তো পিয়ানো বানায়। 
  • kc | 188.236.***.*** | ১৬ মে ২০২২ ২৩:১৩736741
  • আমার মা রোজকার ওষুধ সপ্তাহের হিসেবে গুনেটুনে একটা কৌটোতে রাখেন, তাতে সকাল দুপুর রাত্রি এরকম অনেক ফোঁদল, তাতে আবার খাওয়ার আগে আর পরে এরকম সাবফোঁদল, পুরো কালার কোডেড।
    রবিবার কৌটোখুলে গুনে দেখে কোন ওষুধ কটা বেঁচে আছে / খেতে ভুলে গেছে। তারপর সবগুলো ছাড়িয়ে একসঙ্গে একঘটি জল নিয়ে গিলে নিয়ে দাঁতে গুল ঘষে, একদিনই।
    মাকে দেখি আর ওষুধের স্ট্রিপগুলোকে দেখি। বছর দশেক ধরে এরকম চলছে।
  • dc | 182.65.***.*** | ১৬ মে ২০২২ ২৩:২৯736742
  • আমার মেয়ের হিন্দি পরীক্ষা এই বুধবার, তাই মা এখন নাতনির সাথে হিন্দিতে কথা বলার চেষ্টা করছে। তাতে নাকি নাতনির হিন্দিটা সড়গড় হবে। কয়েকদিন ধরে বাড়িতে এক সাংঘাতিক অবস্থা চলছে।  
  • kk | 2601:448:c400:9fe0:f94a:6701:7f2e:***:*** | ১৬ মে ২০২২ ২৩:৪৬736743
  • দেখতা নেহি ইধার খরগোশ হ্যায়? খরগোশ তোমাকে কামড়ে দেগা? :-))
  • dc | 182.65.***.*** | ১৬ মে ২০২২ ২৩:৫৬736744
  • হ্যাঁ ওই লেভেলের laugh
  • * | 223.29.***.*** | ১৬ মে ২০২২ ২৩:৫৮736745
  • অভ্যু কি এখন কল্যাণীতে? আমার এই সপ্তাহেই একবার কল্যাণী যাওয়ার কথা বা হয়ত কল্যাণীবাসী একজন আসবেন।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন