
Amit | 203.***.*** | ১৫ মে ২০২১ ০২:৪৩734391খুব ভালো আর দরকারি লেখা রঞ্জনদা। যাদের মন বিষিয়ে গেছে তারা তো লস্ট কেস। কিন্তু যারা এখনো দোলাচলে ভোগেন সারক্ষণ হিন্দু মুসলিম নিয়ে তাদের কে পড়ানো দরকার।
অরিন | 161.65.***.*** | ১৫ মে ২০২১ ০৫:৫৯734392রঞ্জনবাবু, এসব পড়ে লোকে আবার না আইডিয়া পেয়ে বসে। এমনিতেই জনতার গুণের ঘাট নেই।
বলতে ভূলে গেছি লেখাটা শীতকালে লেখা। আগে অশোক মিত্র প্রতিষ্ঠিত (বাংলাটা ঠিক লিখেছি?) "আরেক রকম" ডিজিটালে প্রকাশিত হয়েছিল। লেখাটায় সেই ছাপ রয়েছে। কিন্ত মূল বক্তব্যের প্রাসঙ্গিকতা অপরিবর্তিত।
গবু | 223.223.***.*** | ১৮ মে ২০২১ ১৫:৪৪734412অরিনবাবু - এই আলোচনা থেকে এরকম একটা বক্তব্য আসতে পারে, যে মুসলমানদের যদি শরিয়া চলতে পারে তাহলে হিন্দুদের মনু স্মৃতি কি দোষ করলো?
কিন্তু সেই ভয়ে আলোচনা বন্ধ করে দিলে তো আলোকমুখী কোনো আলোচনাই সম্ভব হবে না - কাজেই ওটা ভেবে লাভ নেই।
রঞ্জনদা - ভালো লাগছে, এগিয়ে চলুন
-- | 43.239.***.*** | ১৮ মে ২০২১ ২২:০৬734413https://www.arekrakam.com/issues/9th-Year-4th-Issue-16-to-28-February-2021/details/?details=192
এই লিংক দিলে, বা এখান থেকে কপি পেস্ট করলেই হত।
আসলে আরও কিছু জুড়ে দেয়ার ইচ্ছে ছিল, কিন্তু ল্যাদ খেয়ে--।
পরের কিস্তি 'নারী'। তাতে কিছু জুড়ে দেবার ইচ্ছে।
গবু , আমার কমেন্ট-টা হালকা চলে করা ছিল, রঞ্জনবাবু লিখবেন না কেন? না লিখলে আলোচনাই বা হয় কি করে? চলুক! চালিয়ে যান রঞ্জনবাবু ।
অরিন
আমি ঠিকই বুঝেছি।:)))
হীরেন সিংহরায় | ২১ মে ২০২১ ২৩:৪০734425আপনাকে হাজার হাজার ধন্যবাদ। কত কিছুই যে জানতাম না। দুর্বার বিতর্কের মুখোমুখি হতে পারি জেনেও বলি মনুর জাতিভেদের মূল তত্ত্বের সঙ্গে আমার সংগ্রাম গ্রন্থের একাদশ অধ্যায় ( জাতি ও জনতা ) অসম্ভব মেলে - একটি সম্প্রদায় বিশেষের প্রসঙ্গে .
হীরেন সিংহরায় | ২২ মে ২০২১ ০০:০৬734426উপরের শ্রী গৰু প্রশ্ন করেছেন
'অরিনবাবু - এই আলোচনা থেকে এরকম একটা বক্তব্য আসতে পারে, যে মুসলমানদের যদি শরিয়া চলতে পারে তাহলে হিন্দুদের মনু স্মৃতি কি দোষ করলো?"
এর উত্তরে হয়তো বলা যায় কোন আব্রাহাম পন্থী ধর্মে জন্ম দিয়ে সামাজিক অবস্থান নির্দিষ্ট হয় না। তাই মনু সংহিতা একেবারে অন্য সিলেবাসের বই। প্রসঙ্গত শরিয়ার অর্থ " জল কে যাবার পথ ".