
&/ | 151.14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৭:১০103088এই যে, এখানে আছে দেখছি। এইভাবে ধাপে ধাপে পর্বে পর্বে পড়ে গেলে হয়তো বোঝা যাবে। :-)
dc | 2405:201:e010:501c:d12b:60f9:590a:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২৭103089জয় শ্রীরাম, জয় প্রধানসেবক। গুরুতেও জ্যোতিষ চর্চা শুরু হলো? সত্যি, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। গৌমাতার কি অপার কৃপা!
&/ | 151.14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৪৪103090হনুমান এসে গেলেই ষোলোকলা পূর্ণ হয়। :-)
ম | 2601:247:4280:d10:e414:fb40:938e:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৯103092আপনাদের কোনও অনুসন্ধিৎসা নেই কেন? খালি ইয়ার্কি! কুষ্ঠি নেই, এমনিতে জানার কি কোনও উপায় নাই?
kk | 97.9.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১০:০৪103093এই যে কোন রাশির কে অধিপতি গ্রহ বলে দেওয়া আছে। তাহলে সেই গ্রহেরই জাতক হওয়া যাচ্ছে তো , নাকি? তাহলে তো আর কোনো চিন্তা নেই। আমার সুন্দরী স্ত্রী পাওয়া কেউ আটকাতে পারবেনা!
Kaushik Saha | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৪103099ভদ্রমণ্ডলিকে একটি প্রশ্ন করছি। জ্যোতিষবিদ্যা ও কোষ্ঠিবিচার পদ্ধতির সমালোচনা করতে হলেও তো তাদের সম্বন্ধে জানতে হবে, নয়কি?
dc | 27.62.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০২103100যাকলা বুজরুকির সমালোচনা করতে হলে সে নিয়ে জানতেও হবে, এরকম প্রথম শুনলাম।
হাহাহাহা
অ ডিসি, এইখানে একবার উঁকি মেরে নাও
dc | 2405:201:e010:501c:d12b:60f9:590a:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৮103102দ দি, ধন্যবাদ :-) কেন জানিনা, সিরিজটা চোখে পড়েনি :d
হিজি-বিজ-বিজ | 149.142.***.*** | ০২ মার্চ ২০২১ ০৬:২৪103130বাপস ! ইটি তো পুরো জ্যোতিষী হওয়ার ক্র্যাশ কোর্স। আগেও রামকৃষ্ণ ভট্টাচার্য্য বলে কেউ একজন লিখ্তেন। তিনি জোত্যিষ আসলে বিজ্ঞান এটা সপ্রমাণ করতে পাতার পর পাতা লিখেছিলেন। যদিও বৈজ্ঞানিক তত্ব টি আসলে কি ?যুক্তি টি কি সেটি আর লেখেন নি।