
(ক) এথিস্ট রিপাবলিক নামক পেজ থেকে পৌরাণিক চরিত্রের মধ্যে সমলিঙ্গ ভালোবাসার ছবি শেয়ার করলাম।
(খ) শ'খানেক মবলিঞ্চিং-এর হুমকি আমায় দেওয়া হলো।
(গ) আইনরক্ষক পুলিশ আমাকে ওয়ার্নিং দিয়ে, আমাকে দিয়ে ক্ষমা চাওয়ালো।
কোন কোন চরিত্র?
কালী এবং সীতা
তাদের মধ্যে সমলিঙ্গ প্রেমের কোনও রেফারেন্স আছে?
aranya | 162.115.***.*** | ২৯ অক্টোবর ২০২০ ০০:১৭99298পুলিশ কোত্থেকে আসে? ঋক কি বেআইনী কিছু পোস্ট করেছিলেন?
অব্শ্য একুশে আইন আছে অনেক, কোথায় কি বিধিভঙ্গ হচ্ছে, বলা কঠিন
আর এই মব লিঞ্চিং - ভারতীয় উপমহাদেশের একটা অভিশাপ :-(
@somnath roy না। তবে সীতার কালীমূর্তি ধারণ গল্পে আছে।
@aranya ব্ল্যাসফেমী আইন অনুযায়ী যদি পুলিশ পোস্ট ডিলিট করতে বলে তবে পুলিশকে প্রমাণ করতে হবে বক্ষমর্দ্দন এবং সমকামিতা 'malicious'। তবে আজকাল তো রায়ট এক্টের যুগ।
কোন গল্প? একটু বিশদে জানাতে পারবেন?
অদ্ভুত রামায়ণে রণক্ষেত্রে সীতা ভদ্রকালী মূর্ত্তি ধারণ করেন। শান্তিলাল নাগরের একটি বই আছে বোধহয়।
বইটি পড়িনি। কিন্তু সেটার কি সমকামী ইন্টারপ্রিটেশন পাওয়া যায়? মানে আমি বুঝতে চাইছিলাম, এখানে সমপ্রেমের সূত্রগুলি কী?
পোস্টটি দেখেছি। অত্যন্ত জঘন্যভাবে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছিল। কলকাতা পুলিশকে ধন্যবাদ তৎপরতার সাথে ব্যবস্থা নেওয়ার জন্য।
@subhajit এরকম অনেক আঘাত আসা বাকি আছে যে!
a | 61.68.***.*** | ১৫ নভেম্বর ২০২০ ২১:২৫100253পোস্টটা কি এখানে শেয়ার করার প্ল্যঅন আছে? নইলে বোঝা মুশকিল কি চলছে।
নাঃ থাক। হিন্দুদের *নুভুতিতে আঘাত লেগে যাবে। রায়ট এক্ট লাগিয়ে দেবে আইন*ক্ষকের দল।