এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • প্রলাপ

    Mahua Dasgupta লেখকের গ্রাহক হোন
    ০৯ অক্টোবর ২০২০ | ১৪১৪ বার পঠিত
  • দুর্গাপুজো মানে তো শুধু মূর্তিপুজো নয়। দুর্গা মানে বাঙালির নস্টালজিয়া। নতুনজামার গপ্পোটাও আসল নয়। বার বার মনটাকে ওই স্মৃতির জলে ভিজিয়ে নতুন করা! এবার চোখটা বন্ধ করুন, দুর্গাপুজো বলতেই কী মনে আসে দেখুন তো! আমার তো মনে হয়, শরতের নীল ঝকঝকে আকাশ আর তার উপর সাদা মেঘ দিয়ে লেখা — পরীক্ষা শেষ! আমি ঘরের আয়নায় নতুন খচমচে জামা গায়ে চড়িয়ে নিজেকে দেখছি মুগ্ধ হয়ে! তারপর প্যান্ডেল, প্রতিমা, ভিড় ছাপিয়ে আমি এগরোলে কামড় বসাচ্ছি। তারপরেই ছুটে যাচ্ছি ফুচকা খেতে। পনেরো মিনিটের মাথায় হাতে আইসক্রীম! পাড়ার প্যান্ডেলে অন্তাক্ষরী আর একটা ঝলমলে শহর! প্রথম পাখনা গজানোর দিনে দুটি ছেলেমেয়ে হাত ধরে উত্তর কলকাতার গলিতে ঘুরে ঘুরে ঠাকুর দেখতো — এই ছবিটা একেবারে বুকের মধ্যিখানে আঁকা আছে। হেঁটে হেঁটে পায়ে খুব ব্যথা! অথচ বাড়িতে ফিরে বাবা মার সঙ্গে আবার ঘুরতে যাবো! তাই বাড়ি ফিরে পা গরম জলে ডুবিয়ে ফের বেরিয়ে পড়া! দুর্গাপুজো আমার সেই ভালোবাসা! প্রতিবার অষ্টমীতে বেশি খিদে পায়। দশমীতে এগারো বছর ধরে সিঁদুরখেলা আর ঢাকের বাদ্যি! দুর্গাপুজোর চারদিন ভাগ বাটোয়ারা করে বাপের বাড়ি শ্বশুরবাড়ি !

    কিন্তু এই বছরটা এক্কেবারে আলাদা। চেনাছকের বাইরে। ভাবুন, দুর্গা তো লড়াই করেছেন। পায়ের তলায় অসুর! এইবছর লড়াইটা আমাদেরও। পুজোয় উপোস করেন তো? উপোস হল সংযমের প্রতীক। এই বছর ভিড় না করে ঘরে বসে পুজোর নস্টালজিয়াকে উপভোগ করুন। প্রিয় খাবারগুলো বানিয়ে ফেলুন ঘরে। হারিয়ে যাওয়া সেই বোঁদে, কুঁচো নিমকি, মিষ্টি গজার ঐতিহ্য ফিরিয়ে আনা যায়। দূরদর্শনে পুজোপরিক্রমা আর ঘরেই নতুন জামা পরে সেজেগুজে হুল্লোড় হোক। গানে নাচে কথায় অনলাইন আড্ডা হোক। দুর্গা আমাদের ঘরের মেয়ে! কিচ্ছুটি মনে করবেন না। আরে বাঙালি সব পারে। সকলে ভাবছে, পুজোর ভিড়ে করোনা জাঁকিয়ে বসবে। তাই তো? আরে মশাই এসব গপ্পো মিথ্যে প্রমাণ করতে আমাদের কতক্ষণ লাগবে? আমরা তো আর বুদ্ধি হাঁটুতে আর মাস্ক গলায় রাখি না। তাই না? সারা পৃথিবী বাঙালির পুজো মণ্ডপে ভিড় দেখেছে তো? এইবার অনলাইন হুল্লোড় দেখবে। দুর্গা সহায়! এই বিশে বিশ বছরে শুনশান পথে শুভ মঙ্গল ছায়া নিয়ে মা আসবেন। কিন্তু মনের তরঙ্গে যুক্ত হবো আমরা।বছর বছর যেন উপচে পড়ে ভিড় — এই স্বপ্ন দেখে পুজো হোক অন্যরকম।

    প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করবেন না প্লিজ! মনে মনে নস্টালজিয়ার পুজো হোক। একটা বছর বাঙালিও দেখিয়ে দিক করোনার ভয়কে উড়িয়ে দেবে তাদের ইচ্ছাশক্তি। জ্ঞান দিচ্ছি না বাপু!

    ওহে বাঙালি জোরসে বলো ——
    আবার হবে আর বছরে—
    এবার পুজোয় থাকবো ঘরে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kajari Roychowdhury | ০৯ অক্টোবর ২০২০ ১৪:৫১98197
  • একমত। কিন্তু কতজন এভাবে ভাববে সময়‌ই তা বলে দেবে।

  • π | ১১ অক্টোবর ২০২০ ১২:০১98266
  • কিন্তু কথা হল, যে ইকনমির দোহাই দিয়ে পুজো হচ্ছে, লোকে ঘরে বসে থাকলে তার কী হবে?  


    যদিও অনলাইন্র দেখালে স্পনসরারদের বিজ্ঞাপন দিতে তেমন অসুবিধা হওয়ার কথা না। প্যান্ডেল প্রতিমা ঢাকীরাও নাহয় মোটামুটি রোজগার পেলেন।


    ফুচকাওয়ালা বেলুনওয়াল রোলওয়ালারা?  


    জামাজুতো তো যা বুঝছি হুলিয়েই বিক্রি হচ্ছে।


    তবে বাসে অটোতেই যা ভিড়ভাট্টা ঠেলে রোজ লোকজনকে যাতায়াত করতে হচ্ছে, এতপর আর কতটাই বা কী বাড়বে? 


    শুধু রেল আর স্কুল বন্ধ রেখে কী হচ্ছে কে জানে! 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন