
Дж লেখকের গ্রাহক হোনএই টইয়ে রুশ ভাষা শেখানোর চেষ্টা করব। ব্যাপারটা আদৌ দাঁড়াবে কি না, সে নিয়ে সংশয়ে রয়েছি।
Дж | ০৩ মে ২০২০ ১৪:৩০731051
Дж | ০৩ মে ২০২০ ১৫:২৩731052পাঠ -১
-----------
У - এই বর্ণটির নাম "উ"; উচ্চারণ উ।
Р - এই বর্ণটির নাম "এর", উচ্চারণ বাংলা র এর মতই তবে আরও জোর দিয়ে, অর্থাৎ "র্র" এর মতন।
O - এই বর্ণটির নাম "ও"; উচ্চারণ ও।
К - এই বর্ণটির নাম "কা"; উচ্চারণ ক এর মতন।
পাশাপাশি এই চারটি হরফ সাজিয়ে আমারা একটা শব্দ পেয়ে গেলাম - УРOК
শব্দটির উচ্চারণ উরোক।
উরোক শব্দটির অর্থ পাঠ। ইংরিজিতে যাকে বলে lesson.
অক্ষরগুলির সঙ্গে আপাতত বড় হরফে পরিচয় হল।
বাংলা বর্ণমালায় বড় হরফ ও ছোট হরফ বলে আলা কিছু নেই, তবে রুশ বর্ণমালায় আছে। ঠিক যেমনটি থাকে ইংরিজির সময়ে। তবে বড় হরফ ও ছোট হরফের ব্যবহার রুশ ভাষার নিজস্ব নিয়ম মেনে চলে। সেসব দেখব আমরা পরে, সময়মত।
বড় এবং ছোট হরফ মিলিয়ে উরোক শবদটিকে দেখাবে এইরকম।
Урок
বলা যেতে পারে এই ছিল পাঠ-১, অর্থাৎ Урок-1.
কিন্তু 1 কে কী বলে রুশ ভাষায়? কী কী অক্ষর লাগে?
সেসব হবে পরে, ধীরে ধীরে অক্ষর পরিচয়ের সঙ্গে সঙ্গে।
Дж | ০৩ মে ২০২০ ১৫:২৭731053বাংলা বর্ণমালায় বড় হরফ ও ছোট হরফ বলে আলাদা* কিছু নেই, তবে রুশ বর্ণমালায় আছে।
Дж | ০৩ মে ২০২০ ১৫:৫২731054
ব্যোমকেশ | 162.158.***.*** | ০৩ মে ২০২০ ১৬:০৩731055Дж কে ধন্যবাদ। কতদূর শিখে উঠতে পারব জানিনা। শিখতে পারলে মূল রুশ ভাষায় “চুক আর গেক” এই গল্পটি পড়ার ইচ্ছে।
Дж | ০৩ মে ২০২০ ১৬:০৭731056
Дж | ০৩ মে ২০২০ ১৬:৪৮731058পাঠ -২
--------
আগের পাঠে অর্থাৎ Урок-1 এ আমরা চারটে অক্ষরের হরফ ও উচ্চারণের সঙ্গে পরিচয় করে ফেলেছি।
বড় হাতের হরফ, ছোট হাতের হরফও শিখে নিয়েছি তার সঙ্গে। সম্পূর্ণ ছোট হরফে লিখলে, অর্থাৎ বাক্যের মধ্যে লিখলে урок এইভাবে লিখতে হবে।
এখন শিখি আরেকটি বর্ণ।
Т - এই বর্ণটির নাম তে; উচ্চারণ বাংলা ত এর মত।
ছাপার হরফে এই বর্ণটিকে Т দেখতে হলেও হাতে লিখবার সময় একে অন্যরকম দেখাতে।
ছোট হরফে ছাপার সময়ে এইরকম দেখতে হবে т.
ট এর অনুরূপ কোনও বর্ণ রুশ বর্ণমালায় নেই। ঠ ও নেই।
বেশ, এবার আমাদের পরিচিত অক্ষরগুলো দিয়ে কয়েকটা শব্দ শিখে ফেলি।
тут - উচ্চারণ তুৎ
এর অর্থ এখানে।
এবার আরেকটি বর্ণ М।
М - এই বর্ণটির নাম এম; উচ্চারণ বাংলা ম এর মত।
ছোট হরফে ছাপার সময়ে এইরকম দেখতে হবে м.
এমনকি হাতে লেখার সময়েও অমন করেই লিখতে হয়।
এবার শেখা অক্ষরগুলো দিয়ে আরেকটা শব্দ শেখা যাক।
там - উচ্চারণ তাম্
এর অর্থ ওখানে বা সেখানে।
тут - там
এখানে - ওখানে
হাতে লেখা т কেমন দেখতে হয়, তা রইল এইখানে।
postmyimage.com/img2/496_T.png
এই ছিল урок-2. উঁহু, ২ এর রুশ ও পরে আসবে। সময়মত।
Дж | ০৩ মে ২০২০ ১৬:৫২731060
Дж | ০৩ মে ২০২০ ১৭:২৫731061আপন্র শেখানোর ধরণটি ইন্টারেস্টিং, আগ্রহ পাচ্ছি শিখতে। দেখি চেষ্টা করে।
Дж | ০৩ মে ২০২০ ১৭:৩৭731063দ
:-)
b | 172.68.***.*** | ০৩ মে ২০২০ ১৭:৫৭731064
Дж | ০৩ মে ২০২০ ১৮:১৬731065
Дж | ০৩ মে ২০২০ ১৮:২২731066
Дж | ০৩ মে ২০২০ ১৮:২৮731067আবার
Это мама?
Это мама.
Мама там?
Мама там.
Тут мама?
Тут мама.
শুধু বলবার ধরণেই বাক্য প্রশ্নবোধক, বা উত্তরে পরিণত হচ্ছে।
o | 173.245.***.*** | ০৩ মে ২০২০ ১৮:৩০731068বাঃ, বাঃ, চমৎকার লাগছে।
b | 162.158.***.*** | ০৩ মে ২০২০ ১৮:৩৮731070
Дж | 162.158.***.*** | ০৩ মে ২০২০ ১৯:৩৬731071
Дж | 162.158.***.*** | ০৩ মে ২০২০ ১৯:৪৩731072
quark | 162.158.***.*** | ০৩ মে ২০২০ ২২:০৯731074
Дж | ০৩ মে ২০২০ ২৩:০১731075
Дж | ০৩ মে ২০২০ ২৩:৪৪731077পাঠ -৪
-------
গত তিনটে পাঠে কিছু অক্ষর, শব্দ, বাক্য ও বাক্যের বিন্যাস দেখেছি আমরা। সঙ্গে ছোট দুটি অডিও, যেটা উচ্চারণ বুঝতে সহায়ক হবে।
এবার আরও তিনটিঅক্ষরের সঙ্গে পরিচয় হোক।
И - এই বর্ণটির নাম ই; উচ্চারণ বাংলা ঈ এর মত।
И и বড় এবং ছোট হরফ।
হাতে লিখলে и - ইংরিজিতে u যেমন করে লিখি, সেইরকম।
Й й - এই বর্ণটির নাম ছোট ই; উচ্চারণ বাংলা ই এর মত।
হাতে লিখলে й
Д - এই বর্ণটির নাম দে; উচ্চারণ বাংলা দ এর মত।
Д - ছাপার অক্ষরে বড় হরফ
д অথবা д ছাপার অক্ষরে ছোট হরফ
g - হাতে লিখলে, ইংরিজিতে g যেমন করে লিখি, সেইরকম।
Д অক্ষরটি দেখলে একটা কুটিরের ছবির সঙ্গে মিল পাওয়া যায়, অর্থাৎ বাড়ি।
এবার কটি শব্দ তৈরি করে ফেলা যাক।
Дом দোম, অর্থ বাড়ি।
мой মোই, অর্থ আমার।
Это мой дом. অর্থাৎ, এটা আমার বাড়ি।
আরেকটা শব্দ শেখা যাক।
три - উচ্চারণ ত্রি। অর্থ শুনেই আন্দাজ করা যাচ্ছে, তিন। এই সংখ্যাটাই প্রথম শেখা হলো অক্ষর পরিচয়ের এই ধাপে।
সঙ্গে সঙ্গে আগের পাঠটির শিরোণাম সম্পূর্ণ করে বলতে পারব।
আগের পাঠটি ছিল Урок - три
Дж | ০৪ মে ২০২০ ০২:২১731084
Дж | ০৪ মে ২০২০ ০২:২৩731085
Дж | ০৪ মে ২০২০ ০২:৩৭731086পাঠ -৫
-------
и এই অক্ষরটির নিজস্ব একটি অর্থ আছে।
и এর অর্থ এবং।
д দিয়ে একটা দরকারি শব্দ হচ্ছে да.
Да মানে হ্যাঁ।
এখন আরও একটি অক্ষরের সঙ্গে পরিচয় করি।
П - এই অক্ষরটির নাম পে; এর উচ্চারণ বাংলা প এর মত।
П п য্থাক্রমে বড় এবং ছোট হরফে ছাপার অক্ষরে।
হাতে লিখতে হলে ইংরিজি ছোট হরফের n এর মতো করে লিখতে হবে।
П দিয়ে প্রথম যে শব্দটি শিখব সেটি Папа(পাপা)।
দুটি আকারের উচ্চারণ অবশ্যই দীর্ঘ হবে। শব্দটির অর্থ বাবা।
এবার কয়েকটি বাক্য গড়বার পালা।
Это папа?
Да, это папа.
Папа там?
Да, папа там.
Тут папа?
Да, тут папа.
Дж | 162.158.***.*** | ০৪ মে ২০২০ ০২:৫১731087
নিবেদিতা মিত্র | 162.158.***.*** | ০৪ মে ২০২০ ১৭:৫১731108ভীষণ interesting !
অর্জুন | 162.158.***.*** | ০৪ মে ২০২০ ১৯:১১731116স্বাগত ।
সময় করে আসব ।
avi | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০০:৫৯731141খুব ভালো লাগছে।