এক বন্ধু প্রচণ্ড উত্তেজিত হয়ে বললো, "ঐ সিনেমাটা দেখিস নি, বেঁচে আছিস কেন?"আরেক বন্ধু বললো, "এই ওয়েব সিরিজটা দেখ ভাই, জীবন পাল্টে যাবে।"পাড়ার দিদি বললো, "এই বইটা এখনো পড়িস নি? নাবালক হয়ে আছিস তো! ছ্যাঃ!"পাশের ফ্ল্যাটের বোন বললো, "এই র্যাপটা শোনো, দাদা। যা দিয়েছে না—উফফ্!"এক ভাই বললো, "এই গেমটা খেলো নি এখনো, এ বাবা!" এরসাথে পড়ে আছে হাজারটা বন্ধুর ইউটিউব চ্যানেলের কন্টেন্ট, তার সাথে নাটক করা বন্ধুদের শোয়ের বিজ্ঞাপন—কারো লেখা গল্প, কবিতা, বই, ছবি ইত্যাদি। এই চক্করে কত গান ভালোভাবে শোনা হয় নি, খেলার মাঠে নামা হয় নি, নাচটা তোলা হয় নি, দুর্দান্ত গল্পের কনসেপ্টটা নিয়ে লেখা শুরু করা হয় নি—আরো ... ...
সফল প্রেমিক, তাই বিফল জীবন। ... ...
Sumit Mandal আপনি দেশপ্রমী না মনিপুরি? ... ...
Sumit Mandal আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ টোকিওয় টোকাটুকি ... ...
বোমা পড়ে সম্পূর্ণ ভেঙে গেছে বাড়িটা। সেখানে সবাই ধ্বংসস্তূপ দেখে, তবে জলিল আর ফারাহ্ কিন্তু এখনো তাদের ঘরগুলো ঠিকঠাক দেখতে পায়। কত ঝগড়া আর অনেকটা ভালোবাসা জমিয়ে তৈরি বাসা, তা কি এত সহজে হারিয়ে ফেলা যায়! বলা তো যায় না? রাত পোহালেই যার জন্মদিন, তেমন আরো একটা বিপ্লবী হয়তো আবার জন্ম নেবে এই অস্থায়ী তাঁবুগুলো থেকেই। আরো কটা তাঁবু আর কম্বল ঝোলায় ঢুকিয়ে নিলো। রেডক্রসের গাড়িটির থেকে বাঁদিকে ঘুরে, আগের বছরের মতোই এবারেও পথ চিনতে পারলো না সে। কোনটা রাস্তা আর কোনটা ঘর, কিচ্ছু বোঝার উপায় রাখে না ইজরায়েলি প্লেন। হতাশ হয়ে থমকে দাঁড়িয়ে যেতে হলো অগত্যা। ... ...