এতগুলো বছর কাটিয়ে দিলাম যে-এখন আর অভিযোগ করি না।
ভুল বুঝলেও কিছু মনে হয় না।
বন্ধু হওয়া অনেক বড় কাজ;
বন্ধুত্বের দাবি কি সহজে যায় করা?
বলার কথা আছে অনেক- সবার।
শোনার লোক আছে কটা?
আমি তোমার কথা শোনার মানুষ হতে পারি।
কথা বোঝার মতো একটা মন করছি তৈরি।
দুটো দিন, দুটো মানুষ, দুটো কথা;
তারপর দুটো আলাদা পথে চলে যাওয়া।
ব্যস- এটাকেই কি জীবন বলা যায় না?
এতগুলো বছর কাটিয়ে দিলাম যে—
এখন আর অভিযোগ করি না।
ভুল বুঝলেও কিছু মনে হয় না।
বন্ধু হওয়া অনেক বড় কাজ;
বন্ধুত্বের দাবি কি সহজে যায় করা?
বলার কথা আছে অনেক— সবার।
শোনার লোক আছে কটা?
আমি তোমার কথা শোনার মানুষ হতে পারি।
কথা বোঝার মতো একটা মন করছি তৈরি।
দুটো দিন, দুটো মানুষ, দুটো কথা;
তারপর দুটো আলাদা পথে চলে যাওয়া।
ব্যস— এটাকেই কি জীবন বলা যায় না?
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।