এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kaatakutu | 65.82.***.*** | ১৫ মার্চ ২০১০ ২৩:১৪443476
  • গালে দুব্বো ঘাসের মতো সদ্য দাড়ি বেরিয়েছে, সেই সবজান্তা বয়সের একটা লেখা খুঁজে পেলাম।

    দেখুননা, আপনাদেরো জদি এমন কোনো লেখা থকে, কোনো এডিট না করে, লেখাটা পাঠিয়েদিন। দিব্য হবে কিন্তু ব্যাপারটা

    রাতে বাজ পড়ার শব্দে, ঘুম ভাঙলো পাশে মা ছিলোনা।
    আমি ভয় পেলাম।

    স্কুলের পড়া তৈরি হয়নি, মাস্টার মশাই বকবেন।
    আমি ভয় পেলাম।

    আমার ফ্যামিলি প্ল্যানিং না জানা বাবা, মিউনিসিপ্যালিটী হাসপাতালে পড়ে , বাড়ীতে সাত ভাইবোন।
    আমি ভয় পেলাম।

    ঝাড়ের রাতে, টিনের চাল উড়ে গেলো।
    আমি ভয় পেলাম।

    সন্তান আসার সময় বৌয়ের শরীরে রক্ত ছিলোনা, হস্পিটালে ডাক্তার ছিলোনা।
    আমি ভয় পেলাম।

    চাকরী নিয়ে মালিক চোখ রাঙায়।
    আমি ভয় পেলাম।

    এই মড়া পেটে দুবারের বেশী তিনবার খিদে পেলে
    আমর ভয় করে।

    আর কত ভয় করবো? একবার ইচ্ছে করে সাহস দেখাই!!

  • Lama | 203.99.***.*** | ১৫ মার্চ ২০১০ ২৩:৩২443487
  • কাতকুতু,

    লেখাটা পড়ে ভালো লাগল।

    আমার কলেজবেলার একখানা লেখা (ঠিক "লেখা' নয়, মুখে মুখে তৈরী- ব্যাদের মতই অপৌরুষেয় এবং নিত্য)- কিঞ্চিৎ নোংরা:

    আমার এ কূল ওকূল দুকূল গেল বকুলতলায় বসে।
    যুবকবেলার মুকুল আমার খসল স্বভাবদোষে।
    "সামাল জওয়ান' হাঁক ওঠে ঐ, কে কাকে সামলায়?
    প্রথম রিপু বাজায় ভেঁপু গেরিলা হামলায়।
    বসন খসন দৃশ্য যত রূপোলি পর্দার
    কু-স্বপনে নাড়ছে কড়া মনের দরোজার।
    নোংরামত ভাবনা যত রাত্রিবেলা জ্বালায়।
    কত ইঞ্জিনীয়ার হায় ভেসে যায় হোস্টেলের ঐ নালায়।
    খাটিয়ে তাঁবু সোফায় বাবু পাপবোধে তাই ভুগি।
    মদন ঠকুর বানায় আমায় রাত্রি জাগার রুগী।
  • aka | 168.26.***.*** | ১৫ মার্চ ২০১০ ২৩:৩৪443498
  • :)))
  • kaatakutu | 65.82.***.*** | ১৬ মার্চ ২০১০ ০০:২২443500
  • 'প্রথম রিপু, বাজায় ভেঁপু গেরিলা হামলায়

    অনবদ্য, অসাধারণ, লেখাটা। আরো চাই
  • Nina | 66.24.***.*** | ১৬ মার্চ ২০১০ ০২:০৪443501
  • যায় ভেসে যায় হোস্টেলের নালায় :))))
  • M | 59.93.***.*** | ১৬ মার্চ ২০১০ ০৮:৩০443502
  • :D
  • debu | 72.13.***.*** | ১৬ মার্চ ২০১০ ০৮:৫৮443503
  • এতো দেখছি খান্দানি কবি
  • Samik | 122.162.***.*** | ১৬ মার্চ ২০১০ ০৯:২৯443504
  • একঘর উইথ অ্যাটাচ বাথ :-)
  • Manish | 117.24.***.*** | ১৬ মার্চ ২০১০ ১৩:০৩443505
  • কত ইজ্ঞিনীয়ার হায় ভেসে যায় হোস্টেলের ঐ নালায়।
    হাহাহাহা ।অপিসে বসেই হাসছি। অনেকটা
    সেফটি ট্যাঙ্ক থেকে ভেসে আসে শিশুদের হাহাকার।

  • vikram | 193.12.***.*** | ১৬ মার্চ ২০১০ ২২:৩২443477
  • আমার বন্ধু লিখেছিলো;

    নাকে আমার হয়েছিলো ফোঁড়া
    যাবো আমি লন্ডন
    আমার ফোঁড়া করে টনটন
  • debu | 170.213.***.*** | ১৬ মার্চ ২০১০ ২৩:৪৬443478
  • লামা কি হোলো? নোবেল না পেলে আর কি লিখে্‌বনা?

  • kaatakutu | 69.137.***.*** | ১৭ মার্চ ২০১০ ০৪:৫৮443479
  • এমন কতশত ইঞ্জিনীয়ার প্রতিদিন মাতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে। তুমি শোকে মুহ্যমান হোয়োনা লামা। প্রথম রিপুর চারাগাছটা এতোদিনের ঝড়ঝাপটা সহ্য করে নিসচই এখন মহীরুহু। হাত গুটিয়ে বসে থাকলে চলবেনা, আগের মতই হাত চলুক সাথে লেখা বেরোক গলগলিয়ে!!!
  • kaatakutu | 65.82.***.*** | ২৫ মার্চ ২০১০ ১৮:৪০443480
  • এই টাইটা এত অপুস্টিতে ভুগছে কেন? কিছু প্রকশিত/অপ্রকাশিত লেখা বেরুক সবার ডাইরী থেকে।
  • Netai | 125.19.***.*** | ২৫ মার্চ ২০১০ ১৯:৫৮443481
  • আমিও ডায়েরি লিখেছিলম কিছুদিন। ছোটোবেলায়। উল্টোপাল্টা, হাবিযাবি। ডয়েরিটা বিলুপ্ত হয়েগেছে। একটা ছড়া মনে আছে।

    আম আনো, জাম আনো, আনোতো কাঁঠাল।
    আমাদের বাড়িতে যে আসবে ভোজোনলাল।
    খাদ্য রসিক তিনি, গল্পেও মন্দ না।
    ভুতোর দাদু যে তিনি, শুনে ভয় পেয়োনা।
    আসলে নতিটা তার মোটেই তো ভুত না,
    নাম্‌টা রেখেছে তার বড়ো মেয়ে ঝর্না।

    [ ক্লাস সিক্স এ রচনা :) ]
  • aka | 168.26.***.*** | ২৫ মার্চ ২০১০ ২০:০৯443482
  • বাঘের মাসি
    আমার পুসি
    খাবার পেলেই
    ভীষণ খুশি

    কলকাতাতে ছোড়দি মাসি
    চিড়িয়াখানায় হাসাহাসি
    ট্রামে উঠে হঠাৎ দেখি
    বসে আছে আমার পুসি

    (ক্লাস টুতে আমার আর দাদার একটা ম্যাও পুসি ছিল। তখন শীতকালে আমরা শহরে বেড়াতে আসতাম, কলেজ স্ট্রীটে মাসির বাড়িতে থাকতাম, চিড়িয়াখানা, মিউজিয়াম দেখতাম, ট্রামে চড়তাম। সেই সময়ে পুসির বিরহে রচিত। ডায়রি নেই, স্মৃতি থেকে লেখা, আর আমার স্মৃতির ওপর খুব একটা ভরসা নাই :)), এইরকমই কিছু ছিল। )
  • Samik | 219.64.***.*** | ২৫ মার্চ ২০১০ ২১:৫৪443483
  • আমার পোতিভা, রবীন্দ্রনাথের সমসাময়িক।

    ছ বছর বয়েসে। ক্লাস ওয়ানে উঠতে না উঠতেই বাবার দেওয়া একটা দু-বছরী পুরনো ডায়েরির পাতায় প্রথম কবিতা লিখেছিলাম। সেই আমার প্রথম লেখা দীর্ঘ কবিতা।

    এক যে ছিল গুপী
    মাথায় ছিল টুপী
    হারিকেন নিয়ে চলত
    ধপাস করে পড়ত।

    আমায় কেউ পাঁচশো টাকার নোটও দেয় নি, কেউ অ্যাপ্রিশিয়েটও করে নি। তাই আমার রবীন্দ্রনাথ হওয়া হল না।
  • dd | 122.167.***.*** | ২৫ মার্চ ২০১০ ২২:০৯443484
  • দিদা, দিদা
    পেলো না কি ক্ষিদা?'

    এই অদ্ভুত ভাল পদ্দেরো উন্নততর সংস্করন ছিলো। শুনুন।

    ছোটোমামা,ছোটোমামা
    দাদা তোমার বড়োমামা।
    হুম হুম হা
    তুই আরো খা।
  • Netai | 122.163.***.*** | ২৫ মার্চ ২০১০ ২৩:৩১443485
  • একঘর :))
  • saikat | 202.54.***.*** | ২৬ মার্চ ২০১০ ১০:৫৫443486
  • আমি কালকেই ডায়েরিতে এই পদ্যটা লিখলাম, কিন্তু এখানে প্রকাশ করে দিলাম।

    প্রিয়, ভাটাবার দিন নয় অদ্য,
    কর্মের মুখোমুখি আমরা,
    বেছে নাও গুরু নিতম্ব
    (বা) ঐক্যের বাম বার্তা।
  • vikram | 193.12.***.*** | ২৬ মার্চ ২০১০ ১৫:০০443488
  • মেলেনি
  • saikat | 202.54.***.*** | ২৬ মার্চ ২০১০ ১৫:০৪443489
  • জানি তো।
  • kaatakutu | 65.82.***.*** | ২৭ মার্চ ২০১০ ১৯:১৩443490
  • দারুন লাগছে কিন্তু। ভাবা জায়না,ক্লাস টু, সিক্স থেকে লেখা শুরু করেছে। সত্তি আমাদের পিঠে চড়, চাপড়ের সাথে জদি একটু বাহবা মিলতো, আর কিছু না হোক ডাইরী গুলোর অকাল মৃত্তু হতোনা, আর আমাদের স্মৃতি নির্ভর্শীল হতে হোতো না।

    জনান্তিকে জানিয়ে রাখি, আমার প্রথম ডাইরী লেখা, চুরী করে দাদার ডাইরী পড়ে, তারই অনুকরনে।

    "শান্তি আর স্থৈর্য্য সাদা ফ্রক পরে পাসের বাড়ীর বারান্দায় দাঁড়িয়ে ছিলো। ওরা কিন্তু আমার ষোলো বছরের প্রবৃত্তিটাকে উস্কে দিতে পারেনি'।
  • Lama | 117.194.***.*** | ২৭ মার্চ ২০১০ ২৩:০৪443491
  • আদি কবির প্রথম কবিতা (তিন বছর বয়সের):

    "টিকটিকি রে টিকটিকি,
    তুই এক্কেরে ফিকফিকি!'
  • Nina | 76.124.***.*** | ২৮ মার্চ ২০১০ ০০:৩৬443492
  • বলি কি বলি না--ভাবছি-----ছোটবেলায় শুনেছিলাম। মানে এই মিললনা শুনে মনে পড়ল।
    বেদম ঝগড়া করছে কুন্ডু আর পাল।
    পাল বল্ল চোখ লাল করে
    ওরে ব্যাটা কুন্ডু
    ছিঁড়ে খাই তোর মুন্ডু!

    কুন্ডু ক্ষেপে গিয়ে চেঁচাল
    হতভাগা পাল
    ছঁড়ে খাই তোর------
    অ্যা ছি ছি থু থু খাইনা খাইনা---:))
  • Netai | 122.16.***.*** | ২৮ মার্চ ২০১০ ০০:৫১443493
  • :)))
  • Netai | 122.16.***.*** | ২৮ মার্চ ২০১০ ০০:৫৯443494
  • কদিন অগেই Md Jafar Iqbal এর লেখ "আধ ডজন স্কুল" এ পড়ছিলাম.......উনিও ডয়েরি লেখ শুরু করেছিলেন উনার দাদা humayun Ahmed এর ডয়েরি থেকে টুকে

    পুরোপুরি আপনার মতন.........kaatakutu বাবু :-)
  • kaatakutu | 65.82.***.*** | ২৮ মার্চ ২০১০ ০২:৫১443495
  • নিনা, এক ঘর :))
  • Netai | 122.16.***.*** | ২৯ মার্চ ২০১০ ০০:২৬443496
  • আমার ঐ ডায়েরি লেখার সময়কালে, আরো কিছু কবিতা/ছড়া লিখেছিলাম। সাথে অল্প আকিবুকিও থাকতো। একটা ছড়ার একটু খানি মনে পড়ছে

    এই আমার ঘর
    হেথায় নেইকো আপন পর
    এই আমাদের বাড়ি
    নেই ঝগড়া মারামারি :)))
    ...................
    ...................

    সাথে এঁকেছিলাম সমুদ্রের কিনারায় ভেসে থাকা আল্প দ্বীপের অংশ বিশেষ। আর একটা নারিকেল গাছ। নার্কেল গাছে বেঁধে রাখা নৌকা। গাছে হেলান দিয়ে বোসে এক উদাসি বালক (মনে মনে ভেবেছিলাম ওটাই আমি)

    সময়ের সাথে সাথে লেখার হাত আরো পরিমার্জিত ও পরিশিলিত হয়ে উঠলে সমসাময়িক ঘটোনাপ্রবাহ নিয়েও কিছু কাব্য রচনা করেফেলেছিলাম।।।
    একটার প্রথম দু লাইন মনে আছে।।।

    চুরানব্বই এর প্লেগ
    ওরে বাবা, দিলো কি ভীষন বেগ
    .....................
    .....................

    [এটা ক্লাস সেভেন এ]

    লিখেছিআম সুর্যগ্রহন নিয়েও। ছড়ার বিষয় বস্তু ছিলো এক কুসংসকারাছন্ন খুড়ো ও তার যুক্তিবাদি ভাইপোর কাথোপোকথন। রাত্তিরে খেতে বোসে মা কে যখোন এই ছড়াটা ও আমার অন্যান্য বৈপ্লবিক চিন্তাভাবনার(গ্রহন সম্পর্কিত) কথা শোনাছিলাম, বাবা পাস থেকে বল্লেন..... 'দিনকে দিন ডেঁপো হয়ে যাচ্ছিস, খাওয়া দাওয়ার পর পড়াশোনায় কতোটা উন্নতি হোলো হিসেব দিয়ে যাবি'

  • chhuti | 117.194.***.*** | ০৭ এপ্রিল ২০১০ ০০:৩২443497
  • কুন্তল আর ১৫দিন বাঁচবে।
    ওর মনে র ফুল হয়ে ফোটার স্বপ্নটা, ওর সাথেই ঝরে যাবে। /আবার যখন বসন্ত ফিরে আসবে, কৃষ্ণচূড়া গাছে আগুন- ফুল ফুটবে, ওর রক্ত তখন কালো হয়ে মিশে যাবে মাটিতে।/ হাওয়ায় ভেসে আসা ফুলের গন্ধ ফিরে যাবে ক্যন্সারের বিষাক্ত জীবানু নিয়ে। /৭০২নম্বর বেডে বসে বসে ও প্রহর গুনছে ,কখন মৃত্যু এসে ওকে ছিনিয়ে নেবে।/ আবার কাশফুলে মাঠ ভরে যাবে ,বন্ধুরা দলবেঁধে যাব পূজো-মন্ডপে, কিংবা "বম্বে" সিনেমা দেখতে।/কিন্তু ততদিনে কুন্তল মুছে যাবে এই গ্রহ থেকে। /কাল যা ছিল ,আজ যা আছে ,কাল ও হয়তো থাকবে। ফুলের গন্ধ একটু ও কম হবেনা, সূর্যের আলো একটু ও ম্লান হবেনা।/ শুধু ১৫দিন পরে কুন্তল আর থাকবেনা।
    --ডাইরির পাতা থেকে উদ্ধার করলাম ১৯৯৫ সালে লেখা কবিতা। কেমো নিয়ে বিদ্ধস্থ বন্ধুকে কোঠারি হাসপাতালে দেখে এসে লিখেছিলাম। পরে দেখি কবিতা হয়ে গেছে! আমার জীবনের প্রথম মৃত্যু-শোক।আমার সহপাঠীর ক্যান্সারে মারা যাওয়া। আমরা একসাথে কোচিং, কলেজ করতাম। ক্যান্টিনে আড্ডা মারতাম। পুরোনো ডাইরি অনেক দু:খ দেয়।

  • kaatakutu | 69.139.***.*** | ০৭ এপ্রিল ২০১০ ০৭:১৪443499
  • সময় প্রায়শই নিস্‌ঠুর, তাঁর কলঙ্কিত হাতে জাকে একবার ছুঁয়েছে, তারই নামের আগে একটা স্বর্গগত(ঁ) চিহ্ন জুড়ে দিয়েছে। সে খেত্রে বয়সের কোন পারে কে বসে আছে, সময় সে সম্পর্কে উদাসীন। নির্মম অতীত কে ভুলতে গিয়ে, আপনি জে আপনার বন্ধুকে ভোলেন নি, ১৫ বছর পরে ডাইরীর পাতা তারি প্রমান রাখে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন