এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • "বাঁচাও আরাবল্লী"

    Rajat Das লেখকের গ্রাহক হোন
    ২৯ ডিসেম্বর ২০২৫ | ১১ বার পঠিত
  • নীরবতার ভিতর থেকেও আর্তনাদ শোনা যায়—যদি কান খোলা থাকে। আরাবল্লী আজ ঠিক তেমনই নীরব এক আর্তনাদ। হাজার হাজার বছরের পুরোনো এই পর্বতমালা, যে পর্বত ভারতীয় উপমহাদেশের জলবায়ু, জীববৈচিত্র্য ও সভ্যতার ভারসাম্য রক্ষা করে এসেছে, আজ সে নিজেই অস্তিত্বের সংকটে। “আরাবল্লী পর্বত বাঁচাও”—এটা আর কোনো আবেগী স্লোগান নয়, এটা জাতীয় বিবেকের কাছে তোলা এক কঠিন প্রশ্ন।

    রাজস্থানের শুষ্ক ভূমিকে মরুভূমির গ্রাস থেকে রক্ষা করেছে আরাবল্লী। দিল্লি–এনসিআরের ফুসফুস হিসেবে কাজ করেছে এই পাহাড়ি অরণ্য। বৃষ্টির জল ধরে রেখে ভূগর্ভস্থ জলস্তরকে জীবিত রেখেছে সে। অথচ আজ এই পর্বতকে কেটে, চিবিয়ে, চূর্ণ করে আমরা বানাচ্ছি সিমেন্ট, পাথর, কংক্রিটের নগর। উন্নয়নের নামে আমরা যে খনন চালাচ্ছি, তা আসলে ভবিষ্যতের কফিনে একের পর এক পেরেক ঠোকার শামিল।

     পাঠক সাধারণত পরিসংখ্যান চায়, সরকারি নথি চায়। কিন্তু আজ আরাবল্লীর পক্ষে কথা বলতে গেলে তার আগে নৈতিকতা চাই। কারণ পাহাড় কাটা শুধু পরিবেশ ধ্বংস নয়, এটা রাষ্ট্রের আত্মঘাতী সিদ্ধান্ত। বেআইনি খনন বন্ধের নির্দেশ এসেছে বহুবার—সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ আছে—তবুও আরাবল্লীর গায়ে ক্ষতের সংখ্যা কমেনি। আইন কাগজে থাকে, পাহাড় ভাঙে বাস্তবে।
    আরাবল্লী ধ্বংস মানে শুধু গাছপালা হারানো নয়। এর অর্থ—ধুলোর ঝড়ে ঢেকে যাবে দিল্লি, তাপমাত্রা বাড়বে, বৃষ্টির প্যাটার্ন ভেঙে পড়বে, জল সংকট আরও তীব্র হবে। মরুকরণ এগোবে নির্দয় গতিতে। আজ যে সংকেত প্রকৃতি দিচ্ছে, তা উপেক্ষা করলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
    সবচেয়ে বেদনাদায়ক হলো—আমরা জানি, তবু নীরব। প্রশাসন জানে, রাজনীতিক জানেন, শিল্পপতিরাও জানেন। তবু লাভের হিসাব মানবিকতার চেয়ে বড় হয়ে ওঠে। উন্নয়ন কি এমনই হবে, যেখানে পাহাড় মরবে আর শহর শ্বাসরুদ্ধ হবে? উন্নয়ন যদি প্রকৃতির শত্রু হয়, তবে সে উন্নয়ন নয়—সে ধ্বংস।

    এখনো সময় আছে। আরাবল্লীকে বাঁচানো মানে পরিবেশ আন্দোলনের স্লোগান নয়, এটা রাষ্ট্রনীতি হওয়া দরকার। কঠোর আইন প্রয়োগ, বেআইনি খননের বিরুদ্ধে শূন্য সহনশীলতা, পুনরায় বনায়ন, স্থানীয় মানুষের অংশগ্রহণ—এই সবই করতে হবে একসাথে। কাগজে পরিকল্পনা নয়, মাটিতে কার্যকর উদ্যোগ চাই।

    আরাবল্লী আমাদের অতীতের সাক্ষী, বর্তমানের রক্ষাকবচ এবং ভবিষ্যতের ভরসা। আজ যদি আমরা তাকে রক্ষা না করি, তবে ইতিহাস একদিন প্রশ্ন করবে—তোমরা কী করেছিলে, যখন পাহাড় ডাকছিল? সেই প্রশ্নের উত্তর যেন লজ্জার না হয়। তাই আজই বলতেই হবে, দৃঢ় কণ্ঠে—আরাবল্লী পর্বত বাঁচাও, কারণ পাহাড় বাঁচলে তবেই দেশ বাঁচবে।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন