এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সব কান্ড কাল্পনিক#৪

    Prasun Das লেখকের গ্রাহক হোন
    ১৫ ডিসেম্বর ২০২৫ | ১৫২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • চক্রব্যুহ

    আমার বাড়ি থেকে একটু দূরে একটা জিম আছে। মানে পাশ-পাড়াতুতো জিম আর কি। নাম gym trim. তার মানে ভেবো না শুধুমাত্র স্বাস্থ্যবান স্বাস্থ্যবতীদের কেটে ছেঁটে ট্রিম করে দেবে; এখানে দেখেছি আমার মতো তালপাতার সেপাইরা সব ঢুকছে আর বেরোচ্ছে ইয়া বড় বড় বাইসেপ-ট্রাইসেপ-টেট্রাসেপ আরো কতকিছু সেপ টেপ বানিয়ে। মানে একদম আমূল পরিবর্তন। এর মূল কারণটা জানতে না পারলে, মানে, একেবারে মুলোদ্ধার না করতে পারলে মনে শান্তি পাবোনা সেটা বিলক্ষণ বুঝতে পারছি।

    সেই অভিপ্রায় নিয়ে একদিন গেলাম জিমে নাম লেখাতে। তা, খরচাপাতির বহর দেখে বুঝলাম মানি ব্যাগ ট্রিম করার ভালোই কল বার করেছে এরা। অবশেষে একদিন সক্কাল সক্কাল গিয়ে হাজির হলাম সেখানে। ও হরি, এ কি কর্মকাণ্ড চলছে এখানে! দেখি সাড়ে চারশো মিটার দূর থেকে গাড়ি চালিয়ে এসে, এসি ঘরে ওয়াকারে বেদম হাঁটাহাঁটি করছে একটি ছেলে। ওই দূরে একজন মুসকো মতন ছেলে দাঁত মুখ খিঁচিয়ে বিশাল একটা বারবেল তুলছে। আর তারও দূরে...না থাক, এবার বোধহয় ইন্সট্রাক্টর এর আশ্রয়ে যাওয়াই ভালো। প্রথম দিন, তাই উদ্যমও প্রচুর। ইন্সট্রাক্টর কে একটা বেশ বড়সড় ডাম্বেল দেখিয়ে বললাম এটাকে তুলে দেখাবো নাকি? তিনি চোখ নাচিয়ে ওটার পাশের দিকে দেখালেন। অল্প একটু ছোট আর একটা ডাম্বেল দেখিয়ে বললাম, "এটা?"
    উত্তর এল, "উহু"। তার পাশে আর একটু ছোট, "এটা?"...."নাহ্"। তার পাশে, "এটা?"..." না না"। এই ভাবে চলতে চলতে সব শেষে একটা পুঁচকে ডাম্বেল দেখিয়ে বললেন, "এটা দিয়ে শুরু করুন"। কি অপমান বোঝো.....

    তারপর, দিন যায় রাত যায়। আমি যাই জিমে। কিন্তু, বাই-ট্রাই তো দূরে থাক দিন দিন যেন শুকিয়ে কম্বলের সেপ হয়ে যাচ্ছি। মনে শান্তি নেই। অল্প কয়েক দিনের মধ্যেই বুঝলাম, নাহ্, এই জিম-টিম আমার দ্বারা হবে না। একদিন সকালে দাঁত চিপে ঠিক করলাম, আজই শেষ। কিন্তু, সেখানে যে এমন চমক অপেক্ষা করছে তা কে জানতো!

     দেখি, gym trim এর ঠিক পাশেই খুলেছে একটা নতুন রেস্টুরেন্ট। নাম পেটুকরাম। এই আট সকালেই দেখছি বেশ একটা বিরিয়ানি বিরিয়ানি ভাব রেস্টুরেন্টে। আরো কত কি সুখাদ্য পাওয়া যাবে এখানে তারও একটা তালিকা করা রয়েছে দোকানের একেবারে সামনেই। আমাকে দেখেই এক গাল হেসে একটা খাদ্যতালিকা হতে ধরিয়ে দিল রেস্টুরেন্টের মালকিন। 
    "আসবেন"।
    দু কান ছোঁয়া একটা হাসি হেসে বললাম, "নিশ্চয়"।
    ফুরফুরে মন নিয়ে জিমে ঢুকলাম। নে, আজ যত খুশি খাটিয়ে নে। তারপর তো ঢুকবো পাশের দোকানে। ফুর্তির চোটে কসরৎ আজ অনেকটা বেশিই হয়ে গেল। ঝিমঝিমে মাথায় জিম থেকে বেরিয়েই ঢুকে পড়লাম পেটুক রামে। 

    আহা, সেদিনের খ্যাটন বেশ জবরদস্ত হয়েছিল। জিম থেকে নাম কাটানোর কুচিন্তা কাটিয়ে উঠে আমি নতুন উদ্যমে যাওয়া আসা শুরু করলাম। মানে, জিম আর পেটুক রামের মধ্যে আসা-যাওয়াটা ভালোই চলতে লাগলো। জিমের বাকিরাও তার ব্যতিক্রম থাকলো না। দিন আনা দিন খাওয়া মজুরের মতো হাড়ভাঙ্গা জিম-খাটনির পর অল্প একটু বিরিয়ানি আর সঙ্গে যৎসামান্য কোরমা দিয়ে আহার। আহা..

    তবে.....তারসঙ্গে ছিল একটা খটকা।

    জিমের বাড়বাড়ন্ত বেশ ভালোই মালুম হচ্ছিল পাড়া ময়। কান পাতলেই শোনা যাচ্ছে " জিমে যাচ্ছি।" "পেটুক রাম থেকে আসছি।" - এই সব কথাবার্তা।
    ইন্সট্রাক্টর-এর গোমড়া মুখে সে কি চওড়া হাসি। আর ওদিকে রেস্তোরাঁর মালকিন হাসি আর রাখবেন কোথায়। 

    তারপর, একদিন আসল খবরটা পাওয়া গেলো। স্বামী-স্ত্রী ও পাড়ায় নতুন এসেই ব্যবসার পরিকল্পনাটা ভালোই ফেঁদেছে। কাদের কথা বলছি? ওই যে জিমবাবু স্বামী আর তার পেটুক স্ত্রী থুড়ি রেস্তোরাঁর মালকিন। একেবারে চক্রব্যুহ। ব্ল্যাকহোলও বলতে পারো। একবার ওই চক্করে ঢুকলে সারাজীবন জিম-পেটুক জিম-পেটুক করেই গেলে। আমি এখনও পারিনি এর অমোঘ আকর্ষণ কাটিয়ে উঠতে। তোমাদের কাছে এই মায়া কাটানোর কোনো উত্তর আছে কি?

    প্রসূন
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:1ca:51b4:2c33:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৬736686
  • খাওয়ার দোকানের পাশেই একটা ওষুধের দোকানও থাকে :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন