এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অপ্রকাশিত সংলাপ - ১

    Manali Moulik লেখকের গ্রাহক হোন
    ২২ সেপ্টেম্বর ২০২৫ | ২৮ বার পঠিত
  • পর্ব ১
    [ মানুষ লেখে কেন? খুব সহজে এর উত্তর হলো, যা বলতে পারা যায় না তার জন‍্যই লেখা। অর্থাৎ যা প্রকাশ করার প্রয়োজন, অথচ মাথার মধ‍্যে ক্রমাগত আবর্তিত হতে থাকা সেই সংলাপগুলি অন‍্য মাধ‍্যমে প্রকাশ করা যাচ্ছে না, তার জন‍্যই লেখা। কয়েকটি পর্বে তেমনই কিছু শব্দের জলছবির আয়োজন। চরিত্রদুটি নেহাতই মানবমনের দুটি দ্বিধাবিভক্ত অংশ। কল্পনার স্বার্থে যারা পুরুষ ও নারী। আলো ও তমিস্রা। আসলে কেউই তারা কোনো বাস্তবচরিত্র নয়। কিছু কথা ও প্রশ্নমালার নিরাবয়ব রূপকমাত্র।]
     
    তমিস্রা : আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, দেখেছো আলো? যেন অবিরত ধারাপতনের সঙ্গে জলতরঙ্গের খেলায় মেতেছে প্রকৃতি! 
     
    আলো : হ‍্যাঁ।
     
    তমিস্রা : এমন সজলঘন মেঘময় দিনেই ভানুসিংহের পদাবলী যেন বড়ো সত‍্য হয়ে ধরা দেয়,
          গগন সঘন অব                তিমির মগনভব
       তড়িৎ চকিত অতি​​​​          ঘোর মেঘরব।।
        শাল - তাল তরু         সভয়ত বধ সব
                পন্থ বিজন অতি ঘোর।।​​​​​​
    কী হলো? কথা বলছো না কেন, আলো? 
     
    আলো : কিছু মনে কোরো না, এই বৃষ্টির প্রকৃতি, মেঘমেদুর আকাশতল দেখলে কতো কবিতা আমাদের মনে আসে। কতো রোমান্টিক  কল্পনা... আজকের খবরের কাগজটা দেখেছো? 
     
    তমিস্রা : রোজই তো দেখি। আজ বিশেষ কী আছে? 
     
    আলো : পথশিশুদের আর শিশুশ্রমিকদের উপর একটা সার্ভে করা হয়েছিলো। কতো মানুষ আজও এই প্রেমময় বৃষ্টিতে পথে পচছে, প্লাষ্টিকের আড়ালে নিজেকে বাঁচাচ্ছে তারই একটা ভয় ধরানো খতিয়ান। এরপরেও আমরা কোমল মুহূর্ত উদযাপন করবো,তমিস্রা? 
     
    তমিস্রা : আলো, কেবল পথশিশু নয়, বৃদ্ধ, শ্রমিক,ভবঘুরে,মানসিক ভারসাম‍্য ও গৃহহীন এমন কতো ভাগ‍্যহতই তো রয়েছে। যাদের নিয়ে এই সার্ভেগুলি পড়লে ভয় করে সত‍্যি। কিন্তু তাদের দায়িত্ব তো রাষ্ট্রের। আমরা সামান‍্য মানুষ ; কী করতে পারি? 
     
    আলো : হয়তো কিছুই নয়। তবু ভুলে যাওয়া কি উচিত যে তারাও আমাদের সহনাগরিক? 
     
    তমিস্রা : কখনোই নয়। আমরা বড়জোর কয়েকজনকে খাদ‍্য-বস্ত্র দান করতে পারি। কোনো চ‍্যারিটেবল-ট্রাস্ট থেকে সহায়তা করতে পারি। কিন্তু সবসময়ে এসব ভেবে নিজেদের মুহূর্তগুলি মাটি করে আমরা কী দায়িত্ব পালন করতে পারি?
     
    আলো : দ‍্যাখো, তোমার কি মাঝে মাঝে এমন ভেবে ভয় করে না, যদি নিজেকে ওই জায়গায় দ‍েখতে হয়? 
     
    তমিস্রা : করে আলো, করে। জানিনা, কেন এসব উৎকট সংশয় আর ভয় আমার মনে আসে।  যেন আমার পরিজন, মা বাবাকে হঠাৎ ডেকে ডেকে খুঁজে পাচ্ছি না, আমার চতুর্দিকে যা যা আছে সব একনিমেষে আঁধারে ঢেকে গেছে...আমি একা....কাউকে পাচ্ছি না...তখন হাত পা কাঁপতে থাকে ! আমি প্রতিক্ষণে চেষ্টা করি সবকিছুর প্রতি কৃতজ্ঞ থাকার। কিন্তু কেন এই যন্ত্রণা? আমি কি অযথা বেশী ভাবি? 
    আলো : মায়াকোভস্কি লিখেছিলেন, 
     "আমার যা প্রতিষ্ঠা, তাতে জীবিত অবস্থাতেই আমার একটা মূর্তি স্থাপিত হতে পারতো। সেক্ষেত্রে আমিই সেটা বিস্ফোরণে উড়িয়ে দিতেম গুঁড়ো গুঁড়ো করে।"   শুনেছি, শ্রেষ্ঠ নাস্তিকেও নিজের ছবিতে থুথু ফেলতে ডরায়। আমরা নিজেকে যতোখানি ভালোবাসি, ততোটা যে আর কাউকে নয়।
     
    [তমিস্রা কাগজটা সরিয়ে রাখে ]
     
    তমিস্রা : আচ্ছা বলো তো, খবরের কাগজ কি সাহিত‍্য? 
    আলো : হঠাৎ এ প্রশ্ন? 
    তমিস্রা : আসলে নিত‍্যকার কারেন্ট অ‍্যাফেয়ার্সের সিলেবাস ছাড়াও খবরের কাগজ ছাড়া আমাদের চলে না। অথচ বই বা পত্রিকার কথাসাহিত‍্যও আমাদের চাই। কিন্তু এই খবর কি আদৌ সাহিত‍্য পদবাচ‍্য? 
    আলো : দ‍্যাখো, খবরের কাগজ নিত‍্যদিন একই ভঙ্গিতে রোজকার সত‍্য(?) রোজ পরিবেশনা করে। আর সাহিত‍্য চিরন্তন সত‍্যকে পরিবেশন করে নিত‍্যনতুন ভঙ্গিতে। তাই খবরের কাগজ হলো প্রতিদিনের, আর সাহিত‍্যটা চিরদিনের। কবি বোদলেয়ার কি সাধে একে ' lothsome appetizer' বলেছেন? 
     
    তমিস্রা : তাহলে বলছো সত‍্য পরিবেশনার ভঙ্গির পার্থক‍্যই নির্ধারণ করে দেয় খবরের কাগজ আর সাহিত‍্যের পৃথক ভবিষ‍্যৎ?
     
    আলো : কিছুটা তাই। সেজন‍্যই তো কিছুদিন পরে এই খবরের কাগজ হয় মুড়ির ঠোঙা, বৃষ্টিভেজা ঘরের ছাউনি, কাঠের জানালার পাশে ঠেকনা দিতে তিনপুরু খবরের কাগজ ঠুসে দেওয়া হয়। নিম্নবিত্ত বাড়িতে খাবারের টেবিলে খবরের কাগজ পাতে। এমনকী ট্রেনে-বাসে বমির সমস‍্যা থাকলেও লোকে খবরের কাগজ দিয়ে সামাল দেয়। সাহিত‍্যের এমন দুর্দশা হতেই পারে না।         (হাসি)
     
    তমিস্রা : আমার মামাবাড়ির অতি পুরোনো বারান্দাটার কথা তো তুমি জানো? 
     
    আলো : সে আর বলতে! দেড়শো বছরের অন্ধকার আর ঝুলজমা ওই ঝুলবারান্দায় বসে তুমি করতে টেস্ট পেপার সমাধান! তারপর গুচ্ছের গল্পের বই পড়া আর ভাবনাবিলাস তো বটেই !  বাই দ‍্য ওয়ে,  মৈত্রেয়ী দেবীর 'ন হন‍্যতে'  ওখানে বসেই শেষ করেছিলে না? 
     
    তমিস্রা : নিশ্চয়ই!  বারবার মনে হচ্ছিলো জানো, ঈস্, কেন যে মির্চাকে ওইভাবে চলে যেতে হলো! 
     
    আলো : আবার প্রসঙ্গান্তরে যাও কেন?  কী বলছিলে ওই বারান্দা নিয়ে বলো।
     
    তমিস্রা : শেষবার মামাবাড়ি গিয়ে দেখি বারান্দার এককোণে ছেঁড়া আর স‍্যাঁতস‍্যাঁতে ভিজে একটা খবরের কাগজ পড়ে আছে। তারিখ দেখিনি। উপরের খবরটা হলো, মানসিক ভারসাম‍্যহীন কিশোরীর নিরুদ্দেশের বিজ্ঞাপন। এসব তো কতোই থাকে রোজ রোজ। কিন্তু ওই ঠান্ডা হাওয়ার বিকেলে, সোঁদা গন্ধের প্রকৃতিতে ওই খবরটাই চোখে পড়তে আমার কী ভীষণ কান্না পেল...আমি..নিজেকে সামলাতে পারিনি, আলো। ভীষণ কেঁদেছিলাম একা একা। 
     
    আলো : ও। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো, এই 'মানসিক ভারসাম‍্যহীন' বা 'অস্বাভাবিক' শব্দটির অর্থ কী? কী বোঝায় এটা বলতে ? 
     
     তমিস্রা  :    যার মানসিক গঠনে ত্রুটি রয়েছে বা স্বাভাবিকের মতো নয়। তাই তো?
     
    আলো : বেশ। তবে এবার বলো,  'স্বাভাবিক'  বলতে কী বোঝায়?  
            
                                                                        (চলবে)
                          
     
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    পর্ব ১
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন