এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মোদী দায়িত্ব নিন 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২৩ এপ্রিল ২০২৫ | ৫৭৫ বার পঠিত | রেটিং ৫ (৪ জন)
  • এই জঙ্গীহানার সম্পূর্ণ দায় কেন উনিজির নয়, এবং ওঁর জবাবদিহি চাওয়া হবেনা, বোঝা যাচ্ছেনা। পশ্চিমবঙ্গে তো একটা বোম ফাটলেই শুনি সরকারের দায়, ইভটিজিং এ মৃত্যুর গুজব রটলেও বড়-বড় করে প্রবন্ধ নেমে যায়, দিল্লিতে দুর্নীতি হল কি হলনা, আস্ত মন্ত্রীসভা জেলে চলে যায়, খালি উনিজি হলেন দুধের শিশু, কাশ্মীর গত দেড় দশক ধরে প্রায় ফ্রিহ্যান্ড নিয়ে চালাচ্ছেন, কিন্তু ওঁর কোনো দায় নেই।

    দায় আরও বেশি হবার কথা, কারণ এই নিয়ে ফাটিয়েছেন উনি অনেক বেশি।  পরশুরাম ১৭ বার পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করেছিলেন, উনিজিও প্রায় ততবারই কাশ্মীরকে জঙ্গিমুক্ত করেছেন। শুরু করেছিলেন ২০১৬ তে সার্জিকাল স্ট্রাইক দিয়ে। দুর্জনে বলে তাতে নাকি বেশ কিছু পাইনগাছ এবং একটি কাক মরেছিল, কিন্তু ঢাকঢোল বাজাতে উনি কিছু পিছপা হননি। তার ঠিক দুমাসের মধ্যে আবেগ থরো-থরো গলায় টিভিতে ঘোষণা করে উনি নিয়ে এসেছিলেন নোটবন্দী। মিডিয়া মুঘলরা প্রচার করেছিলেন, এই হল সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেক। এমন নাকি নোট হবে, তাতে চিপ লাগানো থাকবে, অস্ত্র কিনতে গেলেই ক্যাচ-কট-কট। কেমন ক্যাচ হল বোঝা গেল পুলওয়ামা কান্ডে। ২০১৯ এ। নিরাপত্তারক্ষার এমনই তেজ, যে, সন্ত্রাসবাদী হামলায় আবার খুন। রাজ্যপাল বলেছিলেন, ব্যাপারটা সন্দেহজনক। কিন্তু সেসব গোদী মিডিয়া সেন্সর করে দেয়, আর আরও এক দফা ঢাক পিটিয়ে উনিজি ৩৭০ ধারা বিলোপ করে দেন। শোনা যায়, এইবারই সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেক। কতগুলো পেরেকে শেষ পেরেক হয় অবশ্য জানা নেই। কারণ, হয়েছে ঘন্টা। আবারও হামলা, এবং মানুষের মৃত্যু। 

    এইটা স্রেফ অপদার্থতা তা নয়। কারণ প্রত্যেকটা হামলা বা সার্জিকাল স্ট্রাইককে উনি ব্যবহার করেন রাজনৈতিক ধান্দায়। সার্জিকাল স্ট্রাইকের ঢাল নিয়ে দুমাসের মধ্যে এসেছিল নোটবন্দী। পুলওয়ামার পরে তো এক ঢিলে দুই পাখি। ৩৭০ অবলুপ্তি হল ঝপ করে, আর সেই মাসেই বেরোলো এনআরসির শেষ তালিকা। পৃথিবীর বৃহত্তম ডিটেনশন ক্যাম্পে এখনও বেনাগরিক হয়ে হাওয়া খাচ্ছেন বহু বাঙালি, খবর থেকে যদিও সেসব উধাও হয়ে গেছে। স্রেফ যদি 'ক্রোনোলজি' মেনে চলেন, তো এবারও এর পরে বড় কিছু একটা আসবে। শিট-শো যাকে বলে। হবার যথেষ্ট কারণ আছে। বিন্ধ্যের উত্তরে যতই প্রায় সব রাজ্য দখল করে নিন, লোকসভায় ওঁরা এখনও ২৪০। বিহার নড়বড় করছে, ভোট সামনেই। পশ্চিমবঙ্গ এখনও অধরা। ফলে আক্রমণাত্মক তো হতেই হবে। কাশ্মীর একদা রাজ্যপাল ঘুরিয়ে যা অভিযোগ করেছিলেন, তাতে এসব ঘটনার পিছনে পরোক্ষে চক্রান্ত কিছু একটা থাকে, সেটা যদি সত্যি নাও হয়, মানুষের মৃত্যুকে ঢাল করে স্রেফ রাজনৈতিক ধান্দাবাজিতে লাগানো, নতুন দমন নামিয়ে আনা, সেটার আশঙ্কা তো একেবারেই মিথ্যে নয়। 

    এই সোজা কথাটা বলতে অনেকে দেখছি আমতা-আমতা করছেন। পাছে লোকে সেকু ভেবে ফেলে। কিংবা বলে চটিচাটা। একদল তো ছুপা বীর হয়েই গেছেন, তাঁদের কথা বাদ দিলাম। কিন্তু বাকিদের এত আমতা-আমতা করার কী আছে? টিভিতে বললে তবে শুনে শুনে বলবেন?  তাহলে আর কোনোদিনই বলা হবেনা, ওটাই গোদি মিডিয়ার কামাল। সন্ত্রাসবাদের একশবার নিন্দে করুন। ইসলামি জঙ্গীবাদের নিন্দে করুন। কিন্তু উনিজির দায় উনিজিকে দিতে আটকাচ্ছে কে? কাশ্মীরের লোকেরা কিন্তু এটা বলতে পারবেনা। সেইজন্যই ওখানে সামরিক বাহিনী আছে। বিক্ষোভ একদম নিষিদ্ধ। সেজন্যই পাঁচ বা দশ লাফ সৈন্য আছে ওই রাজ্যে। প্রতি দশ মিটারে একজন সৈন্য দেখা যায়, বিক্ষোভ দেখালে তুলে নিয়ে যায়, গণতন্ত্রের চূড়ান্ত যাকে বলে, খালি জঙ্গীহানার সময় তাদের টিকি দেখা যায়না। এ পশ্চিমবঙ্গ তো নয়ই, এমনকি কুনাল-কামরা মুম্বই ও এর তুলনায় স্বর্গ। ফলে বলতে গেলে আপনাকেই বলতে হবে, আপনার এইটুকু গণতান্ত্রিক অধিকার থাকতে থাকতে। গোদি-মিডিয়ার অপেক্ষায় থাকবেন না, রাত কাবার হয়ে যাবে। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৩ এপ্রিল ২০২৫ ০৭:৫০542579
  • এদিকে পড়লাম, '  এই রিপোর্টে আহতরা বলছে আড়াল থেকে চার পাঁচজন র‍্যান্ডাম গুলি ছুড়েছে, কয়েক হাজার লোক ছিল ওখানে। zee র রিপোর্টার অনেক বার, নাম জিজ্ঞেস করে , ধর্ম জিজ্ঞেস করে মেরেছে কিনা জিজ্ঞেস করছিল। সবাই বলছে অনর্গল ফায়ার হচ্ছিল ২০-৩০ মিনিট। পালিয়ে বেঁচেছি। ধাক্কাধাক্কি হচ্ছিল প্রাণ বাঁচাতে। ওখানে কোন আর্মি ছিলনা।' https://fb.watch/z7QlbHB6JL/?mibextid=wwXIfr
  • π | ২৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৭542582
  • এও পড়লাম,  ৮টা পর্যন্ত সংবাদমাধ্যমে প্রকাশিত তালিকা অনুযায়ী সেখানে হিন্দুর সাথে মুসলমানও খুন হয়েছে। 
    তালিকা দেখলামও। আপনারাও পেয়ে যাবেন।  

    অথচ মিডিয়া,  সোসাল মিডিয়া ভর্তি, বেছে বেছে ধর্ম দেখে দেখে খুন করা হয়েছে।
  • সুতীর্থ | 23.106.***.*** | ২৩ এপ্রিল ২০২৫ ০৮:২৫542583
  • একদমই তাই। উনিজির পদত্যাগ চাইছি। দেবেননা সেটা আলাদা কথা। সিকিউরিটি ফেলিওরের দায় স্টেটের।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ এপ্রিল ২০২৫ ০৮:৪২542584
  • পাহেলগামের মতো জায়গায় সেনার টিকিও না দেখা যাওয়া খুবই সন্দেহজনক ঘটনা যেখানে কাশ্মীরের অন্যত্র সেনা থিক থিক করে।
    আর সে সন্দেহ যদি করতে না করেন,তাহলে বলবো এটা মেজর মেজর ইন্টেলিজেন্স ফেলিওর। রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ।
  • MP | 2401:4900:731a:c6ac:7a65:1cfb:d52f:***:*** | ২৩ এপ্রিল ২০২৫ ০৮:৪৯542585
  • সৈকত বাবু পিনপয়েন্ট এনালাইসিস করেছেন l শুভেচ্ছা নিন l ভালো থাকবেন l
  • MP | 2401:4900:731a:c6ac:7a65:1cfb:d52f:***:*** | ২৩ এপ্রিল ২০২৫ ০৮:৫২542586
  • পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল l সেখান থেকে মুখ ঘুরোতেই এই হামলা ঘটানো হয়েছে l তবে আবার কি আমরা আরেকটা বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক দেখতে পাবো নাকি অন্য কিছু ?
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৩ এপ্রিল ২০২৫ ০৯:৪৮542588
  • গোদি বলছে কাশ্মীরে নির্বাচন করানো উচিত হয়নি। সীমান্ত পেরিয়ে এসে জঙ্গিরা গুলি চালালে সেই ইন্টেলিজেন্স বিপর্যয়ের দায় ভারত সরকারের না হয়ে কাশ্মীর সরকারের কি করে হয় কে জানে। কাল থেকে অজিত ডোভালের টিকিটি দেখা যাচ্ছেনা।  
  • :|: | 2607:fb91:386:d7c8:8d65:3c0f:e389:***:*** | ২৩ এপ্রিল ২০২৫ ১০:৫৬542592
  • "প্রতি দশ মিটারে একজন সৈন্য দেখা যায়, বিক্ষোভ দেখালে তুলে নিয়ে যায়, গণতন্ত্রের চূড়ান্ত যাকে বলে, খালি জঙ্গীহানার সময় তাদের টিকি দেখা যায়না।" -- এইটাই সবচেয়ে আশ্চর্য ব্যাপার। এটার সত্যিই তদন্ত হওয়া দরকার -- কেন প্রায় সীমান্তের কাছে বেশ বড়ো জমায়েতে কোনও সেনা বা পুলিশ পাহারায় ছিলো না? জেনেরালি থাকেনা নাকি ওইদিন ওইসময়ে বিশেষ করে ছিলো না? 
  • PRABIRJIT SARKAR | ২৩ এপ্রিল ২০২৫ ১১:৩৫542593
  • ২০১৬ তে কোন পাইন বিধ্বংসী সার্জিক্যাল স্ট্রাইক হয়নি। ওটা ২০১৯ এ ভোটের মুখে হয়েছিল। ২০১৬ তে কালো টাকা বিধ্বংসী নোট বাতিল হয়েছিল। পাই বলছে বটে কিন্তু অনেক সূত্রে খবর হিন্দু কিনা জিজ্ঞেস করে প্রয়োজনে পুরুষদের প্যান্ট খুলে বা কলমা পড়িয়ে মুসলিম নয় শিওর হয়ে গুলি করেছে। একজন মুসলিম (২৮ জনের মধ্যে) নাম নিহতের তালিকায় আছে। পাই কটা মুসলিম পেয়েছে জানি না।
    ট্রাম্পের মদতে এবার পক (পি ও কে) পাব হয়তো। পাকিস্তানের সেনাপতি কদিন আগে হিন্দু বিদ্বেষ ভর্তি একটা বক্তৃতা দিয়েছিল। ওকেও জবাব দিতে হবে। ৫৬ ইঞ্চি খেলা দেখাবে এবার।
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৩ এপ্রিল ২০২৫ ১১:৫৪542595
  • ১০:৫৬ - বরফ গলতে শুরু করলেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিরা ঢুকতে চেষ্টা করে। সামনে অমরনাথ যাত্রা। আজ সকালেও উরিতে দুজন জঙ্গি সীমানা পেরোনোর সময় নিহত।
  • @ | 2401:4900:3bd0:b202:7c8c:5c1e:e8b8:***:*** | ২৩ এপ্রিল ২০২৫ ১৯:০১542608
  • চতুর্দিকে শুধু রিপোর্ট, পহেলগাঁও থেকে বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছিল এবং সেই বাড়ির লোকে কী বলেছে। কর্ণাটকের বাড়ির লোকের কথাও আবাপ তুলে দিচ্ছে, কোথা থেকে টুকছে তারা সেও জানা যায় না।

    ভিডিও কেউ দিতে পারবেন যেখানে মৃত ব্যক্তিদের আত্মীয়রা কথা বলছেন ? একটা ভিডিও দেখেছি, ঘটনার পরেই, একজন মহিলা কাঁদছে, "শায়েদ" কথাটা ব্যবহার করছেন ঐ মুসলিম সংক্রান্ত কথায়।

    এমপি র একজন মারা গেছেন, LIC তে কাজ করত, খ্রীস্টান, সেও দেখি তার বাড়ির লোকে বলেছে যে কলমা পড়তে বলা হয়েছিল আর সে নিয়ে রিপোর্ট। অজ্জিনাল ভিডিও থাকলে শেয়ার করুন, এসব রিপোর্ট আর "বাড়ির লোক" আর নেওয়া যায় না।

    আর যত এরকম রিপোর্ট ততো ওনার সুবিধে, দায়িত্ব নেই, এগুলোই যেন তদন্ত রিপোর্ট ! এমনি এমনি মিডিয়াকে তো পকেটে রাখা হয়নি বা শিক্সিত প্রফেসরদের পোষা হচ্ছে না।
  • Ashis Kumar Mal | ২৩ এপ্রিল ২০২৫ ২০:৩৪542611
  • অমিত কুমার তো এই সুযোগে কাশ্মীর এর এল টি সি নিয়ে বেড়াতে গেছেন। সঙ্গে কয়েক ডজন সিপাহী। বলিহারি তোদের ৫৬ সেন্টিমিটার বুকের পাটা। সাহস থাকে তো একা ঘুরে এসো বাছাধন। দিল্লিতে বসে বসে যত সব পায়ঁতারা , কিভাবে এক দল মানুষকে অমানুষিক যন্ত্রনা  (Wakof)  দিয়ে ভোট টানা যায়। এরপর শুরু হবে কুম্ভিরাশ্রু বর্ষণ। যাতে বিভাজনের ফল একটাও বাইরে না পড়ে।  
  • আশিস না আশিফ, মাল না পয়মাল? | 116.206.***.*** | ২৩ এপ্রিল ২০২৫ ২১:০৪542613
  • ওয়াকফ সংস্কার অমানুষিক যন্ত্রণা???
  • আজ | 2401:4900:707e:6b16:280c:5db8:1fc2:***:*** | ২৩ এপ্রিল ২০২৫ ২৩:১৭542616
  • জলচুক্তি abeyance এ রেখেছি, না scrap করতে পারিনি। আশা করি অর্ণব মালব্যরা এটা লোককে 'খাওয়াবে' , লোকে বুঝবে চীনের অ্যাপ ব্যান করে কেমন ওদের ধ্বসিয়ে দিয়েছিলাম। খুনীগুলোকে ধরার ব্যাপারে বলতে পারছি না, কোন কিছুর ওপরেই আমার কন্ট্রোল নেই, অর্ণব মালব্যরা আছে বলে চেয়ারে আছি, কফিনের সামনেও আমার ডান হাত রেড কার্পেটও পাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন