এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ঈদবোশেখীর লেখা ১ : আরেক আমি শেষ পর্ব

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১০ এপ্রিল ২০২৫ | ৮১ বার পঠিত
  • | |
    পাখী উড়ে গেছে, পালক পড়ে আছে

    পাহাড়ী পাইনবনে অজ্ঞান হয়ে যাওয়া, জার্মানীর আলমের আর তার পরিবারের সঙ্গে দেখা হওয়া তারপর তার সঙ্গে তার গাড়িতে গ্রামে আসা সব মিলিয়ে এক দেড় ঘন্টার বেশী লাগেনি আলমের। কিন্তু গ্রামের লোকেরা যা বললো শুনে মাথা ঘুরে গেলো তার। ওর মনে ছিলো যে ও শুক্রবার মেজরদের সঙ্গে আসছিলো খিড্ডার দিকে। কিন্তু আজকে রবিবার। অর্থাৎ পাহাড়ী পাইনবনে ও অজ্ঞান হয় পড়েছিলো পুরো দুদিন ধরে !!! অদ্ভুত ব্যাপার জানতে অবশ্য আরো একটু বাকি ছিলো আলমের। মেজর বা ওই জিপের কেউই শুক্রবার এই গ্রামে আসেনি। গত দুদিনেও তাদের কেউই দেখেনি এই গ্রামে। মেজরের সঙ্গে আগেও দুতিন বার আসবার জন্যে আলমকে চিনতো গ্রামের লোকেরা। ওরা তার সঙ্গে মজা করবে না আর এরা সেরকম লোকও নয় একেবারেই। গ্রাম থেকে অনেক পরে হেঁটে মিলিটারী ক্যাম্পে ফিরেও আরেক চমক ! দুদিন আগেই মেজর জিপ নিয়ে বেড়িয়ে নিখোঁজ ! তাকে দুদিন ধরে খুঁজেও পাওয়া যাচ্ছেনা। জিপের অন্যদেরও খোঁজ নেই। গেলো কোথায় ওরা তাহলে? এরপর আর যতদিন আলম কাশ্মীরের ওই ক্যাম্পে ছিলো মেজরের বা জিপের অন্য লোকদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাহলে তারা গেলেন কোথায়? ক্যাম্পে ফিরে আরো বড় অদ্ভুত ব্যাপার দেখলো ও জার্মানীর আলমকে নিয়ে। ফেসবুকে জার্মানীর আলমকে ওর ফ্রেন্ডলিস্টে অ্যাড করে নিয়েছিলো কিন্তু এবারে সেই আলমকে ও খুঁজেই পেলনা। জার্মানীর আলমকে তার দেওয়া নম্বরে ফোন করে আর ফেসবুক প্রোফাইলটাতে আরো সার্চ করে যে আলমকে পেলো তিনিও মুর্শিদাবাদ থেকে পড়াশোনা করেই জার্মানি গিয়েই প্রোফেসর হয়েছিলেন কিন্তু তিনি নিঃসন্তান। তাছাড়া তিনি একেবারেই আমাদের আলমের মত দেখতে নন। বয়সেও অনেক বড় ইনি। অর্থাৎ সম্পূর্ণ অন্য একটা মানুষ। লেবার আলমকে ইনি চিনতেই পারলেননা। আর কাশ্মীর তো দূরের কথা, জার্মানী ছেড়ে ভারতবর্ষেও তিনি গত বেশ কয়েক বছর আসেননি। এত সব শুনে ভাবছিলাম নির্ঘাত আলম ছেলেটা ইউটিউবে কোন হরর চ্যানেলের কোন গল্প শুনে এসব বানিয়েছে। কিন্তু তার আগেই আমাকে অবাক করে দিয়ে আলম আমার হাতে একটা চকোলেটের প্যাকেট ধরিয়ে দিলো। দেখে একটা বেলজিয়ান ডার্ক চকোলেটের প্যাকেট মনে হলো। “এটাই সেই চকোলেটের প্যাকেট যেটা ওই কাশ্মীরের পাহাড়ী পাইন বনের আলম আমাকে দিয়েছিলো। “ বলতে বলতে চকোলেটের প্যাকেট খুলে অনেকখানি চকোলেট আমার হাতে তুলে দিলো আলম। খেলাম সেটা। বেশ ভালো জাতের ডার্ক চকোলেট। তবে চমকটা আরো বাকি ছিলো। আমার চোখের সামনেই আবার চকোলেটের প্যাকেটটা খুললো আলম। আমার স্পষ্ট মনে আছে আলম আমাকে চকোলেটটার অনেকটাই ভেঙ্গে খেতে দিয়েছিলো। চকলেটটা আগে যা সাইজ ছিলো তাই আছে। আমি অনেকটা খেয়ে নিলেও ওর সাইজ একটুকুও কমেনি। এবার চকোলেটটা পুরোটাই প্যাকেট থেকে বার করে মুখে পুরে নিলাম। চিবোনো শেষ হতেই আলম সেই আবার অদ্ভুত রকম হাসিটা হেসে আবার চকোলেটের প্যাকেটটা খুললো। চকোলেট যেরকম ছিলো তাই আছে। দুবছর আগে পাওয়া চকোলেট কি করে এতদিন টিকে থাকবে ভাবছিলাম, এবারে উত্তর পেয়ে গেলাম। কি মনে করে চকোলেটের প্যাকেটটার একটা ছবি মোবাইলে তুলে রেখে দিয়েছিলাম। সবুজ নীল মোড়কে মোড়া চকোলেট বাইরের প্যাকেটে একটা পাহাড়ী ঝর্ণার ছবি নাম ডাই লট। ওদিকে অনেকক্ষন কথা বলবার পরে আলম এবার তার কন্সট্রাকশন সাইটে ফিরে যাবার জন্যে উসখুশ করছিলো। ওকে জিজ্ঞেস করলাম, সে ওই পাইন বনের আলমের আর কোন খোঁজ পেলো কি না ? আবার সেই অদ্ভুত হাসিটা হেসে মাথা নাড়তে নাড়তে চলে গেলো আলম। পরে বাড়ী এসে মোবাইলে তোলা চকোলেটের প্যাকেটের ছবিটা ভালো করে রিসার্চ করে দেখলাম। যা ফলাফল এলো তার জন্যে প্রস্তুত ছিলামনা। ডাই লট কোম্পানী উঠে গেছে প্রায় চল্লিশ বছর হলো। অন্ততঃ কাশ্মীরের এক পাহাড়ী পাইন বন বা মুর্শিদাবাদের এক অজ পাড়া গাঁয়ের এক কন্সট্রাকশন মজুরের হাতে এ চকোলেট কিভাবে এলো ?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন