এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ব্রাত্যবাবুকে...

    Sanhita Modak লেখকের গ্রাহক হোন
    ০৪ মার্চ ২০২৫ | ৭৫৮ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • ব্রাত্য বাবু, নমস্কার।

    আপনি আমায় চিনবেন না। কিন্তু আমি আপনাকে চিনতে বাধ্য। কারণ, যে রাজ্যে আমি শিক্ষকতা করি, আপনি সেখানে শিক্ষামন্ত্রী। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়েই আজ আপনাকে লিখতে বসেছি। একটু আগেই টিভি-৯ কে দেওয়া আপনার একটি ইন্টারভিউ দেখলাম।
     

     
    সব দেখেশুনে, একজন প্রাক্তনী হিসেবে সত্যিই খুব খারাপ লাগল। আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা শিক্ষকদের গায়ে হাত তুলেছে, গালিগালাজ-ভাঙচুর করেছে। এটা একেবারেই অভিপ্রেত নয়। যা বুঝেছি, দীর্ঘদিন ছাত্র-সংসদ নির্বাচন না হওয়ায় তাদের এই অসন্তোষ। আপনি নিজেও আসার আগে জানতেন পরিবেশ মোটামুটি উত্তপ্ত; না হলে হয়তো মেন গেট ছেড়ে অন্য কোনো গেট দিয়ে ঢুকতেন না। খুব জানতে ইচ্ছে করছে: একজন রাজনীতিবিদ হিসেবে আপনি এদের সঙ্গে ঠিক কী কী কথা বলার পরিকল্পনা করে গেছিলেন? এরা আটক করতে না আসুক, কথা বলতে আসবেই। তাই না? ভোট কবে হবে সেটা আপনার পক্ষে বলা সম্ভব নয়—তা আপনি ইন্টারভিউতেই বললেন। কিন্তু এতদিন ভোট কেন হয়নি? তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় কিনা – এই জাতীয় কথোপকথনের কিছু চিন্তা আপনার মাথায় ছিল কি? SFI আর তৃণমূল ছাত্র-সংসদের ডেপুটেশন নিয়েছেন যা শুনলাম। গোলমাল করেছে অতিবাম সমর্থক রাজনৈতিক দলের ৪০-৫০ জন ছাত্র। তারা প্রোভোকেশন চাইছিল। চাইছিল আপনি পুলিশ ডাকুন…

    সবই আপনার কথা। আমার নয়। নিশ্চয়ই বেজায় বেয়াদব ছেলেপুলে এরা। কিন্তু এর মধ্যেও আপনার কিছু বক্তব্যে একটু খটকা লাগল।
    • এইসব কথার মাঝে আপনি, একইরকম গলার স্বরে, প্রথমে বললেন, ‘বিজেপি-শাসিত রাজ্যে এরা পারবে এরকম করতে?’ এর মানে ঠিক বুঝিনি… হয়তো পারবে না। তো? আপনার কথায় ছাত্ররা সন্ত্রাসের চেষ্টা করেছে। আর সেটা অন্যায় হলে যে কোনো দলের শাসিত রাজ্যেই অন্যায়। এখানে বিজেপিকে টেনে আপনি কি লেসার ইভল তত্ত্ব আরেকবার মনে করিয়ে দিতে চাইলেন?
    • তারপর প্রসঙ্গ আনলেন যাদবপুরে ছাত্রদের সাবসিডি পাওয়ার। সেই সাবসিডি রাজ্যসরকার দেয়। ঠিক… যে ক্ষমতায় থাকবে সেই দেবে। কিন্তু আপনি যখন বললেন, যেখানে রাজ্য সরকার সাবসিডি দেয়, মুখ্যমন্ত্রী সাবসিডি দেয়, সেখানে রাজ্যসরকারের শাসকদল ঢুকতে পারে না, কর্মী-সংগঠন করলে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়… এমনটা হয় কোথাও! - আপনার কথায় কোথায় যেন একটা যাদবপুরের ছাত্র-রাজনীতিতে তৃণমূলের ঢুকতে না পারার ক্ষোভ ফুটে ওঠে। তাই না চাইতেও মাথায় আসে, ভোট কি তাহলে এই কারণেই দীর্ঘদিন বন্ধ?
    • আপনি এও বললেন, এই দাঙ্গা করা ছেলেমেয়েদের কেউ কেউ হয়তো মুখ্যমন্ত্রীর দেওয়া বিবেকানন্দ স্কলারশিপ নেয়। দু-দিন বাদে বিদেশ যাবে। যে ক-টা দিন এখানে আছে, এইসব করে অরাজকতা করছে...

      এতটা বলতে পারলেন? এ রাজ্যেরই শিক্ষামন্ত্রী আপনি তো? রাজ্যের হিসেবনিকেশ জানেন না? বলতে বাধ্য হচ্ছি, শিক্ষামন্ত্রী নয়, দলের মুখপাত্র কথা বলছে মনে হচ্ছে। হয়তো আপনার সঙ্গে ঘটা ঘটনার আফটার শকে, ফ্লো-এ বলে ফেলেছেন। হতেই পারে। আর কীভাবে ভাববো, জানি না।
    • সেদিনের পর অনেকেই আপনাকে নাকি ফোন করে বলেছেন (মনে হয় শিক্ষকেরাই) – যাদবপুরে তারা কতটা সাফোকেশনের মধ্যে আছেন, দিনের পর দিন তাদের কত অত্যাচার সহ্য করতে হচ্ছে। ছাত্ররা হাতে মাথা কাটছে। আচ্ছা, এই “সন্ত্রাস” করা ছেলেমেয়েদের সংখ্যা মোট ছাত্রসংখ্যার ঠিক কত শতাংশ, একবার বলবেন? কারণ, আপনাকে ফোনে যারা দুঃখের কথা জানান, তাঁরা আমার মতো সাধারণ মানুষ নন। একটু বড় মাপের তো বটেই… তাঁরা যদি এত ভয়ে থাকেন, তাহলে সংখ্যাটা জানার একটা কৌতূহল তো হয়ই।
     
    এসবের মাঝে আপনি কিছু ভালো কথাও বলেছেন বটে। আপনি ঘৃণার কথা বলতে চান না, ছাত্রদের শ্রেণীশত্রু ভাবেন না, পুলিশ আপনি ডাকতে চাননি – ইত্যাদি ইত্যাদি। এগুলো খুবই বিচক্ষণতার কথা। শুধু যদি আরেকটু ভেবে আসতেন – এই উত্তেজিত জনতাকে আরো উত্তেজিত করার বদলে কিছু প্রতিশ্রুতি দিয়ে কী করে শান্ত করা যায়, তাহলে বড় ভালো হত। আপনার ড্রাইভারকেও প্রাণের ভয়ে গাড়ি চালাতে বাধ্য হতে হত না, দেহরক্ষীরাও একটু নিস্তার পেতেন। সর্বোপরি একটা শিক্ষাকেন্দ্রে, যেখানে এই প্রাইভেটাইজেশনের যুগে আজও গরীব মেধাবী ছাত্ররা উন্নতমানের শিক্ষার সুযোগ পায়, ছাত্র-শিক্ষক সম্পর্কের ছবিটা এত কালিমাময় হত না।
     
    আপনি বলেছেন, এই ঘটনার রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। পুলিশ-প্রশাসন কড়া পদক্ষেপ নেবে। আশা করি, যা যা ভুল – তার সঠিক বিবেচনা হবে, আহত ছাত্রটি দ্রুত সেরে উঠবে, ছাত্ররা এইরকম ভুল আর করবে না, রাজ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা শিক্ষাদুর্নীতি ক্রমে কমে আসবে। এবং ছাত্রদের মূল দাবি, মানে তাদের ভোটটিও খুব শিগগির হবে… তবে তার ফলাফলে এই ঘটনার থেকে লাভ কারা বেশি কুড়োবে, সে তো সময়ই বলবে।
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath | ০৪ মার্চ ২০২৫ ১০:৫৭541481
  • খুব অ্যাপ্ট লেখা। যদিও ওঁদের পয়েন্টে কথা শোনার অভ্যেস নেই, তবে এই পয়েন্টেড প্রশ্নগুলো তুলে  যেতে হবে অন্য উত্তেজনায় না ঢুকে।
  • PRABIRJIT SARKAR | ০৪ মার্চ ২০২৫ ১১:১৭541482
  • এরা ক্ষমতায় আসার পরই বলতে শুরু করেছে আমরা টাকা দি (বলতেই পারত বাপের জমিদারির আয় থেকে টাকা দি) তাই ভিসি আমাদের কথায় উঠবে বসবে। যাদব পুরে স্টুডেন্ট উনিয়ন ভোট হয় না কেন কে জানে! সারা পশ্চিমবঙ্গে করতে গেলে মার দাঙ্গা হয়। যাদবপুরে হয় না। আমি অর্থনীতির হেড হিসাবে আমার বিভাগে নির্বাচন করে ছিলাম। পুলিশ বাইরে ছিল। সব গেট খোলা ছিল।
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ০৪ মার্চ ২০২৫ ১১:২৭541483
  • ২০২৬ এর আগে ছাত্র নির্বাচন করানো তৃণমূলের পক্ষে বড় ঝুঁকি। 
  • PRABIRJIT SARKAR | ০৪ মার্চ ২০২৫ ১১:৩৫541484
  • আসল ঝুঁকি নিজেদের দলা দলি। তার থেকে খুনো খুনি। বাম আমলে ভোট হত। গোলমাল ও হত। এদের আমলে একবার পুলিশ খুন হল। তারপর থেকে স্টুডেন্ট উনিয়ন ভোট বন্ধ করে দিয়েছে।
  • স্বাতী রায় | 117.233.***.*** | ০৪ মার্চ ২০২৫ ১৪:১৯541488
  • বারে বারে এই প্রশ্নটা তুলে যেতেই হবে। ক্যাম্পাসের ভিতরের যা কিছু হয় সব কিছুকে endorse করার কোন প্রশ্ন নেই। কিন্তু ছাত্র নির্বাচনের দাবি অত্যন্ত সংগত দাবি।  সেটা কেন শোনা হবে না ? 
     
    আর এক তো যাদবপুর বলে নয় সব জায়গাতেই সেটার দাবি তোলা হোক। নদিয়ার বা দিনাজপুরের গ্রামের কলেজ ই বা কেন নির্বাচনের অধিকার পাবে না? 
     
    বিশুদ্ধ ইতিহাস জানার ইচ্ছে থেকে আমার জানতে ইচ্ছে করে কলেজের ছাত্র নির্বাচন তো কলেজের অভ্যন্তরীন ব্যাপার হওয়ার কথা ছিল। সেখান থেকে কোন আমলে কি ভাবে সেই সিদ্ধান্তের ভার সরকারের হাতে গেল? আমাদের ছাত্রাবস্থায় আমি ঠিক জানি না, তবু মনে হয় এটা কলেজ গুলো নিজেরাই ঠিক করত না ?  জানি না, তাই জানতে চাইছি। 
  • PRABIRJIT SARKAR | ০৪ মার্চ ২০২৫ ১৫:০০541489
  • নির্বাচন কবে হবে তা কলেজ বা বিশ্ব বিদ্যালয় ঠিক করত। তবে যেহেতু পুলিশ ডাকতে হত তাই সরকার বারণ করলে পুলিশ আসবে না। কিছু ঘটলে কর্তৃপক্ষ দায়ী হবে। আমি দু বছর হেড ছিলাম রোটেশন সিস্টেমে। প্রথম বছর তৃণমূল সরকার ভোট করতে বারণ করেছিল। ছাত্র ছাত্রীরা গণ ভোট করেছিল। আমার যদ্দুর মনে পড়ে বাম আমলে প্রতি বছর ভোট হত। সব জায়গায়। তবে কায়দা করে এস এফ আই অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতত। এই বুদ্ধি অবশ্য ওরা ৭২-৭৭ থেকে পেয়েছিল।
     
    তৃণমূল আসার পর ভোট করতে প্রচুর রক্ত ঝরত। খিদিরপুর এলাকায় একজন পুলিশ গুলি খেয়ে মারা গেল।তারপর থেকে ভোট অনিয়মিত হচ্ছে। যাদবপুরে আমার বারো বছরের কর্ম জীবনে ভোট নিয়ে রক্ত ঝরার কথা জানি না। প্রচুর মিছিল হয় কিন্তু বোমা পরে না। আমার বঙ্গবাসী কলেজের চাকরি জীবনে ভোটের ডিউটি পড়ত। বোমা পড়ত। গোলমাল হত। ভয়ে ভয়ে থাকতাম। যাদবপুরে বাম আর তৃণমূল দু সরকারে আমলেই শান্ত ভাবে ভোট হতে দেখেছি। 
  • sangeeta das | ০৫ মার্চ ২০২৫ ০৮:৫৮541496
  • স্কলারশিপে আর অনুদানে গুলিয়ে ফেলেছে সোনার চাঁদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন