এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বিলিতি ভোটের গপ্প 

    Tirtho Dasgupta লেখকের গ্রাহক হোন
    ০৪ জুলাই ২০২৪ | ৪১২ বার পঠিত
  • আজ ব্রিটেইনে ভোট। গত দুবছরে তিনজন প্রধানমন্ত্রী দেখেছি - কী আনন্দ ! যাদের একজন ও জনতার ভোটে নির্বাচিত হয়নি - কী আনন্দ ! শেষ নির্বাচন আর এবারের মধ্যে অনেক কিছু গড়িয়ে গেছে। মানে থেমস আর টে (স্কটল্যান্ডের গঙ্গা, যদিওএর জল দিয়ে উইস্কি তৈরি হয়) দিয়ে জল গড়ানোর কথা বলছিনা।

    ব্রেক্সিট হয়ে গিয়ে ব্রিটেইন EU এর সিঙ্গেল মার্কেট থেকে আলাদা হয়ে গেছে, কোভিড নামক এক অতিমারি ঘটে গেছে, ন্যাটোর নাক কেটে পুতিনবাবা ইউক্রেনে দাবড়ে বেড়াচ্ছে, ইংল্যান্ড দেশের মাটিতে বেশি বাউন্ডারি মারার এক অদ্ভুত নিয়মে প্রথমবার ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, ব্রিটেইনে মসনদে প্রথমবার বসেছে এক এথনিক ভারতীয় জামাই বাবাজীবন এবং অবশেষে - অবশেষে চার্লস রাজা হয়েছে। ট্যান-টা-ন্যান!

    আরও অনেক কিছু হয়ে গেছে আমাদের মত আম্রমানবদের জীবনে - ব্যাংকের সুদ বেড়ে গিয়ে বাড়ির মর্টগেজ ( লোন ) বেড়ে গেছে, বাজার পড়ে গিয়ে শিল্প ধুঁকছে, মূল্যবৃদ্ধি হয়ে লোকের আয় কমে গেছে, ফুডব্যাংকের সামনে লাইন বেড়ে গেছে - কী আনন্দ! তা সে যাক। সেই কবেই দুহাত ছড়িয়ে রাহুল বলে গেছিল - বড়ি বড়ি দেশ মে এ্যাইসি ছোটি ছোটি হাতে হোতি রহেতি হ্যায় (সরি সৈকতদা) !

    এবারের আন্তর্জাতিক ভোটবর্ষে এখন ব্রিটেনের পালা চলছে প্রতিবেশী ও ‘চিরহিংসুটে’ফরাসীদের পাশাপাশি। ব্রিটেইনের ভোটপালায় এবার অনেক চরিত্র। মূলত কনজার্ভেটিভ টোরি ও লেফট-লিবারেল লেবারের দুই গায়ক-নায়ক ঋষি সুলভ সুনক (ঠোঁটে সবসময় এক মৃণ্ময় হাসি) ও কীথ ‘রবিনহুড’ স্টার্মার (সুযোগ পেলেই তীরছোঁড়েন টোরিদের )। সুনকের বাজনদারেরা অনেকে ‘কাজ করার সুযোগ না পেয়ে’ তাদের দল ছেড়ে শেষমূহর্তে নতুন দল রিফর্ম পার্টিতে চলে যাচ্ছে দেখে প্রধানমন্ত্রী চিন্তিত যদিও মুখে প্রকাশ করছেন না।

    নতুন দল রিফর্ম ইউকে পার্টির নায়ক নাইজেল ফ্যাসাদ থুড়ি ফ্যারাজ। তিনি পুরোনো খেলোয়াড়। ব্রেক্সিটের কিংবদন্তী নায়ক। প্রথমে ভোটে দাঁড়াবেন না বলেছিলেন তারপর জনতার কথা ভেবে ফিরে এসেছেন। যদিও জনতা তার কথা ভাবেনা। সাতাবারে সাতবার ফেইল তবুও তাকে হাল ছাড়তে বারণ করেছে তার বন্ধুরা। তিনিও তাই সুর চড়িয়েছেন। চার্চিল সাহেব পারলে কবর থেকে উঠে আসেন - কী আনন্দ !

    রিফর্ম ইউকে রিফিউজি ও ইমিগ্র্যান্টদের ‘চড়াম চড়াম’ ঢাকের বাজনা শোনানোয় আবার তাদের দলের দু-একজন কান বাঁচাতে টোরি পার্টিতে চলে আসছে। একেবারে ম্লেচ্ছ ব্যাপার-স্যাপার আর কি ! জাত- ধর্মের কোনো হিসেব নেই গা।

    ওদিকে লেবার পার্টি আবার তাদের দলের শুদ্ধিকরণ যজ্ঞ শুরু করেছে লেফট দের বাদ দিতে। পালের গোদা করবিনকে তো গত নির্বাচনের পরই ফুটিয়েছিল এখন সব তার চেলা-চামুন্ডাদের ও ধরেছে। তবে বাজারে পাক্কা খবর লেবারকেই এবার জনতা করবে ফেভার। তাই স্ট্র্যামার বাবাজী সুনকের সাথে টিভি ডিবেটে পিছিয়ে পড়লেও ক্যামেরার সামনে ভাবী প্রধানমন্ত্রীর মতই পোজ দিচ্ছেন - কী আনন্দ !

    আর ও দুই খান পার্টি আছে - একখানি কিছু প্রবীণ আরেকখান একেবারে পোলাপান। উনবিংশ শতাব্দী র লিবারেল আর বিংশ শতাব্দীর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির বিক্ষুব্ধরা (আপনারা শুধু আমাদের দিদির পার্টিকে দোষ দেন) মিলে লিবারেল ডেমোক্র্যাট নামক এক পার্টি তৈরি করে গত শতাব্দীর আশির দশকে। এড ডেভি তাদের ন্যাতা। ১১ জন মত এম পি রয়েছে। তবে তাদের বক্তব্য যে কী পরিষ্কার করে বুঝি না। লিবারেল তো। হতিই পারে।

    আর পোলাপানগো পার্টিটা হইল গিয়া সবুজ পার্টি (Greens) ! আমাদের দিদির সবুজ পার্টির মত তাদের ও স্লোগান মাটি আর মানুষ নিয়ে। পোস্কার ব্যাপার। মা -এর বদলে শুধু জল, বায়ু, গাছ। বিলেতের মাটি, বিলেতের জল/ বিলেতের বায়ু, বিলেতের কল/ পূণ্য হউক, পূণ্য হউক / পূণ্য হউক হে ভগবান !

    গরম যত বাড়ছে, এদের দল ও তত ভারী হচ্ছে। এর মধ্যে সুনক ২০৩০ এ ‘কংগ্রেস মু্ক্ত ভারতের’ মত পেট্রল ডিজেল মুক্ত বিলেত এর স্বপ্ন দেখিয়ে মই সরিয়ে নিয়েছে টোরিদের ধর্ম মেনে তাতে গ্রীণরা চটে লাল। এবার তারা কোমড় বেঁধে নেমেছে।

    এই বিলিতি ভোট পালায় বিবেকের ভূমিকা যদি বাকিংহাম প্যালেস নেয়, তবে ভাঁড়ের ভূমিকায় আছে ক্যাপ্টেন বিনি (Beany)। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। ১৯৯১ থেকে ভোটে দাঁড়ান। ১৯৮৬ তে এক বাথটাব ভর্তি বিনের (Beans) মধ্যে ১০০ ঘন্টা কাটিয়ে রেকর্ড করেছিলেন (এই জন্যেই কবীর সুমন ইচ্ছে নিয়ে অমন একটা গান লিখে ফেলেছিলেন)। ক্যাপ্টেন বিনের দাবী তিনি হাওয়া বোঝেন। কিন্তু জনতা তাকে বোঝে না - কী আনন্দ!

    গত দেড় মাসের ভোটরঙ্গ শেষ। সবাই বলছে সব করে দেব। কিন্ত গৌরি সেন কে যে খুঁজে পাওয়া যাচ্ছেনা সে বিষয়ে কোনো দল রা কাড়ছেনা। সবাই শুধু বলছে খেলা হবে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্রিটেন ভোট | 2607:fb91:220b:48a:d41d:959b:a5bb:***:*** | ০৪ জুলাই ২০২৪ ২২:২৩534165
  • কঠিন অবস্থা। লিব-ডেমদের কিছু সংখ্যা বাড়বে সম্ভবত। ফল বের হলে তারা কি লেবারদের সাপোর্ট করবে?
  • Tirtho Dasgupta | ০৫ জুলাই ২০২৪ ০২:৩৭534178
  • লেবারদের সাপোর্ট লাগবে না । নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে । হ্যাঁ লিব ডেম একটু বাড়বে হয়ত ।
  • কী আনন্দ ! | 97.8.***.*** | ০৫ জুলাই ২০২৪ ১৮:৫৭534217
  • সুধা মূর্তির জামাইটা বিদায় হয়েছে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:363e:1948:b757:***:*** | ০৫ জুলাই ২০২৪ ১৯:৪৬534220
  • ফ্যারাজ কিন্তু অনেক ভোট পেয়েছে। লিব ডেমদের চেয়ে বেশী। সিট অবশ্য কম।
     
    কর্বিন জিতেছে। সেটা ভাল খবর।
  • :|: | 174.25.***.*** | ০৫ জুলাই ২০২৪ ২০:১৫534221
  • শাশুমা বলেছিলেন আম-আ-র মেয়ে ফি বিষ্যুদবার উপোস করে বলে জামাই পোধানমন্তিরি হয়েছে। এখন কোশ্চেন হোলো বিষ্যুদবারের উপোস মেয়ে কি কন্টিন্যু করবেন? 
  • Tirtho Dasgupta | ০৭ জুলাই ২০২৪ ০১:৪৬534285
  • হাহাহা ! এমন ব্রত নিয়েছে যে ১৯০ বছরের টোরি ইতিহাসে এমন হার কখন ও হয়নি । ওরা বিদায় নিতই । লোকে অসম্ভব খচে ছিল । অনেক কনজার্ভেটিভ ও এবার লেবার কে ভোট দিয়েছে । তবে রিফর্ম ও ভাল ভোট পেয়েছে । সেটা চিন্তার । তবে ঐতিহাসিক ভাবে ব্রিটিশরা কখনও এক্সট্রিম পলিটিক্সে যায়নি  বাম হোক বা ডান । 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:aeda:3df9:80dc:***:*** | ০৭ জুলাই ২০২৪ ০৬:৩৭534290
  • লোকে টোরিদের ওপরে ক্ষেপে ছিল কি কারণে? গভর্নমেন্ট সার্ভিস কাটার জন্য? নাকি অন্য কারণ আছে?
  • Tirtho Dasgupta | ০৭ জুলাই ২০২৪ ১৩:৪৩534321
  • টোরিদের উপর খেপে থাকার অনেক কারণ আছে । বেসিক যেটা সেটা হল কস্ট অফ লিভিং সাংঘাতিক বেড়ে যাওয়া । গত বছর মূল্যবৃদ্ধি বাড়তে বাড়তে প্রায় ১১% পৌঁছে গেছিল যেখানে ২-৩% স্বাভাবিক । মর্টগেজ বা বাড়ির লোনের গড় সুদ ২% থেকে৬-৬.৫% হয়ে যাওয়া । গ্যাসের ( এখানে হিটারের জন্য ব্যবহৃত হয় ) দামেও অস্বাভাবিক বৃদ্ধি । বাড়ি ভাড়া সাংঘাতিক বেড়ে গেছে । বাড়ি কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে । আর এখানে বাবা-মা র সাথে তো কেউ থাকেনা । পাবলিক সার্ভিসে ধর্মঘট লেগেই আছে । চিকিৎসা পেতে লোককে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে । কর্মসংস্থান নেই । সব মিলিয়ে যাচ্ছেতাই অবস্থা । অনেক ঢাকঢোল পিটিয়ে ব্রেক্সিট হয়েছিল । কিন্তু লাভ তো হয়নি উল্টে লোকসানের পাল্লাই ভারী । আরো আছে । সব লিখতে গেলে আলাদা একটা আর্টিকল লিখতে হয় । টোরিদের পাবলিক ইমেজ বলে কিছু ছিল না । হারবে সেটা ওরাও জানত । 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন