এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জুমলা যখন

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৪ এপ্রিল ২০২৪ | ৭৪৭ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • বছরের শুরুতে দিল্লিতে জোর মিটিং। অবস্থা অতীব কঠিন, এবার বৈতরণী পার হওয়া যাইবে কী করিয়া? অমিত শাহেনশাহ কহিলেন, হোক রামমন্দির। যেমন কথা তেমন কাজ। ঢাক ঢোল ও টিভি চ্যানেল আনিয়া, ধাঁইধপাধপ ডিজে চালাইয়া উদ্বোধন হইয়া গেল। চারদিকে হই হই কান্ড। শাহেনশাহ ঢেকুর তুলিয়া মিডিয়া ম্যানেজারকে তলব করিলেন। কী সংবাদ  হে? সে কাষ্ঠহাসি হাসিয়া কহিল, সংবাদ  অতি উত্তম। কেবল বঙ্গাল মুলুকে দুষ্ট বালকেরা ছড়া কাটিতেছেঃ

    জলে ভেজেনা পদ্মপাতা 
    শুকনো কথায় চিঁড়ে
    জুমলা করে মন ভেজাবে
    একখানা মন্দিরে? 

    শুনিয়া শাহেনশাহ কহিলেন, বটে? এত স্পর্ধা? লাগাও পরের ধামাকা। দেখিয়ে দাও দেশের কী উন্নতি, দেখি কতদিন ব্যাটাদের দম থাকে। মিডিয়া ম্যানেজার শুনিয়াই দৌড় দিয়া পরের ধামাকা শুরু করিয়া দিল। শুভ অনুষ্ঠানের নাম 'আম্বানির পোলার বিয়ের আগে'। তাহাতে দুনিয়ার তাবৎ বড়লোকেরা উপস্থিত হইলেন, ভারতবর্ষের আড়ম্বর দেখিয়া তাহাদের চক্ষু চড়কগাছ। এই দেশে সকলেই হাতির পৃষ্ঠে চড়ে, নারীরা নূরজাহানের গহনা পরে, কী উন্নতি কী উন্নতি। সঙ্গে বলিউডি নায়করা বাঁদর-নাচ নাচিল, মিডিয়া পায়ে পড়িয়া সাতদিন ধরিয়া সরাসরি সম্প্রচার করিল। সব মিটিবার পর শাহেনশাহ মিডিয়া-ম্যানেজারকে তলব করিয়া কহিলেন, এবার? সে কিয়ৎক্ষণ কিন্তু কিন্তু করিয়া কহিল, আপদ গেছে, কিন্তু পুরোটা না। এবারও ছোঁড়ারা ছোটো একটা পদ্য লিখিয়াছে। 

    আম্বানিকে শ্রদ্ধাজ্ঞাপন
    ঘন্টাখানেক সঙ্গে বাপন। 

    শাহেনশাহ কহিলেন হুম। ভাবিয়া দেখি কী করা যায়। হয়তো ভাবিয়া ঢিট করিয়াই ফেলিতেন, কিন্তু এর মধ্যেই সাম্রাজ্যের অন্য কোণে  এক বিপর্যয় ঘটিয়া গেল। অর্বাচীন সর্বোচ্চ আদালত বলিল নির্বাচনী বন্ডের সংবাদ প্রকাশ্যে আনিতে হইবে। এতদিন যে দেশপ্রেমীরা নাম ভাঁড়াইয়া গোপনে দেশকে সাহায্য করিতেছিল সকলের নাম ফাঁস হইয়া গেল। মুখচোরাদের আর মুখ দেখানোর জো রইলনা। বঙ্গাল মুলুকে দেয়াল লিখন হইলঃ 

    দিনের বেলা ইডি পাঠায় রাত্রে তোলে তোলা
    বেওসা করে দেখিয়ে দিল গুজরাটি  চা ওলা

    এবার শাহেনশাহের ভুঁড়ি কাঁপিয়া উঠিল। এই পদ্য উনিজির চোখে পড়িলে বিপদ। শাহেনশাহ প্রথমে ভাবিলেন আদালতের মুন্ড লইবেন কিনা, তারপর ভাবিলেন, নাঃ অন্য ধামাকা প্রয়োজন। আদালত  দুর্নীতির কথা কহিতেছে, ভগবানকেই ক্রয় করিয়া ফেলা যাক। যেমন কথা তেমনই কাজ। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের নায়ক, প্রাক্তন বিচারপতি হইয়া মাঠে নামিয়া পড়িলেন। হইচইয়ের চূড়ান্ত হইল। সুতানুটি ডুবু ডুবু, মেদিনী ভাসিয়া যায়। কিন্তু মিডিয়া-ম্যানেজার দিনের শেষে মুখ-চুন করিয়া বলিল, আবার এক দেয়াল-লিখন ভাইরাল হইয়াছেঃ 

    নিলাম করে টিম বানিয়ে হার হল নিশ্চিত
    নিজের গোলেই শট মারবে গোলকি অভিজিৎ

    বিষম ক্রোধে জ্বলিয়া উঠিয়া শাহেনশাহ কহিলেন, লাও সিএএ লাও। এই অনাচার আর সহ্য হয়না। ব্যাটাদের বাংলাদেশেই পাঠাইতে হইবে। আবারও সেই একই নাট্যের পুনরাভিনয়। মিডিয়া জুড়ে কেবল ক্যাক্যা এবং কোনো ছিছি নাই। সকলে ধন্যধন্য করিল। কিন্তু ফচকে ছোঁড়ারা তাহাতেও ভয় না পাইয়া আবার লিখিলঃ 

    চ্যানেল ভরা সূর্যতারা বিশ্বভরা প্রাণ
    তোলা দিলে ঠিকাদারি নইলে ডিটেনশান

    এবার বঙ্গালে শাহেনশাহ কেন্দ্রীয় বাহিনী পাঠাইয়া দিলেন। যে যত পড়ে, সে তত মূর্খ হয়, তাই তাহারা ইশকুল দখল করিয়া বসিল। তাহাদের বাংলায় কথা বলা বারণ হইল। এইসকল লইয়া কোথাও বিশেষ আলোড়ন দেখা যাইলনা। কোনো ছড়াও লেখা হইলনা। ব্যাটারা তবে জব্দ হইয়াছে। কিন্তু শাহেনশাহ তাহাতেও শান্ত না হইয়া পুরাতন সৈন্যবাহিনীকে ডাকিয়া আনিলেন। মীরজাফরের সন্ধান মিলিলনা, তাই মহারাজা কৃষ্ণচন্দ্রকেই আসরে নামাইয়া দিলেন।  একদিকে ভগবান, অন্যদিকে কৃষ্ণচন্দ্র, জয় আর আটকায় কে, এই ভাবিয়া নাসিকায় তৈল মর্দন করিয়া, অবশেষে একটু ঘুমাইতে যাইবেন ভাবিতেছেন, এমন সময় কোথা হইতে মিডিয়া ম্যানেজার দৌড়াইয়া আসিল। শাহেনশাহ, উহারা আবার লিখিয়াছে। বলিয়া সম্মুখে আইপ্যাড খুলিয়য়া দিল। চার লাইনের পদ্য এবং এবার বার্তা আরও বিপজ্জনকঃ 

    মীরজাফররা গদ্দারি করে
    বেনিয়ারা বজ্জাতি
    উনিজি শুধুই গদ্দার না
    একই সাথে গুজরাতি। 

    দেখিয়া শাহেনশাহর নিদ্রা উড়িয়া গেল। সেই হইতে আজ অবধি তিনি দুই চোখের পাতা এক করেননি।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ০৪ এপ্রিল ২০২৪ ২৩:২৭530248
  • ছড়াগুলো সব খুবই দরকারি, খুবই চমৎকার।
  • dc | 2402:e280:2141:1e8:2801:6508:15e9:***:*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৬:৫৬530251
  • এমনিতে লেখাটা ভালো লাগলো, তবে গুজরাটিদের নিয়ে স্টিরিওটাইপিংটা ভালো লাগলো না। "উনিজি শুধুই গদ্দার না
    একই সাথে গুজরাতি।" - এটা অতি বিচ্ছিরি ​​​​​​​মনে ​​​​​​​হলো। ​​​​​​​
     
  • Kuntala | ০৫ এপ্রিল ২০২৪ ০৯:২৭530252
  • দারুণ লাগল 
  • b | 14.139.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ১০:২০530255
  • ডিসিকে ক 
  • Arindam Basu | ০৫ এপ্রিল ২০২৪ ১২:০৯530256
  • রঙ্গা-বিল্লা কে নিয়ে ব্যঙ্গকৌতুক অবধি ঠিক আছে, "গুজরাতি" নাম করে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করাটা অসমীচিন।
  • পাপাঙ্গুল | ০৫ এপ্রিল ২০২৪ ১৭:৩৫530263
  • জুমলার বাংলা প্রতিশব্দ খুড়োর কল হতে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন