আমার একটা গল্প ছিল তোমার সাথে
গাছ গাছালি রোদের ছায়ায়
পলাশ ফুলের ডানদিকে যেই মোড় নিয়েছে
একটা মানুষ কুড়াল কাঁধে জঙ্গলেতে
বউটি উয়ার ' পলাশ ফুলের মালা গাঁথে
ওদের মেয়ে স্কুলে নয় ভর দুপুরে
টুরিস্ট মেলায় পান্তা পেটে মালা বেচে
আমরা এলাম শহর থেকে এসি গাড়ি
হাজার টাকার নেশা জিনে রামের পেগে
দশ হাজারী সুইট নিয়েছি সেই ভাড়াতে
নাচছে সবাই তাল মিলিয়ে ছ' এর লাফে
পর্যটনের শিল্প এবার উন্নয়নের
পাখির দেশের উড়ান গাছে হেই সামালো
বন হারিয়ে নীলকন্ঠ পথ হারালো
বিসর্জনের উদাস হাওয়া কৃষ্ণচূড়ায়
পলাশ শিমুল রঙ হারিয়ে ঝর্না তলায়
বান ডেকেছে তুর্গা প্রজেক্ট ' শিল্প মেলা
ভোট জিতেছি ভোট পেয়েছি কর্পোরেটের
রাজার মুকুট রানীর মুকুট সব পেয়েছি
কাঠ কুড়নি মুন্ডা মেয়ে আরও গভীর
পলাশ টিয়ার জঙ্গলে যায় ফুল কুড়োতে
বাসি ফুলের মালায় গাঁথা আর এক কাহন
আমার অনেক গল্প তখন বর্ষা ঝোরায়
পলাশবিহীন বামদিকে যেই মোড় নিয়েছে .....
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।