আমাদের কোনও পুলিশ টুলিস নেই
আমাদের শুধু একটা আকাশ আছে
মেঘের বাতাসে আবিরের রঙ মাখা
আমাদের শুধু ভালোবাসা গান আছে
আমাদের কোনও পুলিশ টুলিস নেই
শিউলির পথে শিশির ভেজানো ঘাসে
একটি পাহাড়ে জংলী গাছের ছায়া
দগ্ধ দুপুরে বাঁচার স্বপ্ন ভাসে
আমাদের কোনও পুলিশ টুলিস নেই
রাতের পাহারা আমরাই আছি ঢের
ধানের জমিতে লোনা জল যদি ঢোকে
লাঠিসোটা হাতে মানুষই জবাব নেবে
আমাদের কোনও পুলিশ টুলিস নেই
নদীতীর বাঁধে নদীকে যায় না রোখা
আমরাই আছি বন্যা নিরোধ হয়ে
গাছের শিকড়ে আমাদের প্রাণ আছে
আমাদের কোনও পুলিশ টুলিস নেই
আমরা স্বাধীন আমরা পাহারা দেব
তোমরা বরং নেতাকে পাহারা দাও
আমাদের হক আমরাই বুঝে নেব!
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।