আড্ডা জমে বাউণ্ডুলের তল্লাটেকাব্য নয়, হাওয়ায় ভাসে খিস্তি-খেউড়
কক্ষনো ঐ আড়াল পেতে নেশার মেঘ
উল্টোডাঙার ন্যাঙটো ক্ষেপীর আমরা দেওর।
কথা চাট্টি বেশ ক্যাজুয়াল
তবুও কেমন রাতজেগে জমে ধুকপুকুনি
একলা একলা থাকার এই বাওয়াল
চাঁদনী রাতে চোখের জলে নাকানিচুবুনি।
তোমার তখন কলেজ ক্লাস, রোজ দশটা
উইকডে গুলো তাই বেঁধে নিই উল্টো ফুটে
চোখাচুখিতেই রেকর্ড নয়া, নজির গড়া
বুঝিনি তখন ভীড়বাস দেখে করো অ্যাভয়েড।
চায়ের ভাঁড়ে চৈত্রদুপুর, টিনশেডে
হোর্ডারে হাসে মন্ধানা আর মেগ ল্যানিং
চুলে জল মেরে রেডি আমি অফসাইডে
কইতে বাধে, তুমিই আমার এলিস পেরী।
এ ব্যর্থতা উতরোয় না চারবছর
তোমার গায়ে প্রেমিকজনের ছাই ওড়ে
ভীড়বাস ছেড়ে বাইক, মুখে কৃত্রিম রং
লালচে ঠোঁটে প্রেমিকজাতির পকেট পোড়ে।
এই সিজনে ফ্লপ খেয়ে হতে চাই দেবদাস
দুঃখ-কষ্ট ভাসিয়ে দেব বমির সাথে
সেথাও বাধা পকেট ফাঁকা জীবনটা থার্ডক্লাস
তবু তারা নরিস খুঁজছি এবার রিপ্লেসমেন্টে।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।