কয়েক লক্ষ মন ভিজিয়ে মেঘ ফিরলোআধেক লেখা চিঠি আবার পেলো কথা
নাকের কাছে ঘাম, চায়ের কাপে রাস্তা-ধুলো
মেঘের নামে কেউ শোনালো কিচ্ছু যা-তা
ভয় পাইয়ে বুক জাপটে ঘুম আনলো
মেঘের অনেক ছলচাতুরি কেউ বুঝলো না
ওসব সময় তোমায় পেতে মন চাইলো
বৃষ্টি জানে কবির পেটে ভাত জোটে না।
স্তব্ধ কাচের দেওয়াল পিছে কেউ ঘুমোলো
শিকল ভেঙে কেউ ভেজালো ষোলো-র শরীর
ছাদ বেয়ে তাই অন্য কারো গল্প শুরু
মেঘ জানে তার ফিরতে আছে একটু দেরি।
মেঘ জানে, হ্যাঁ, মেঘ জানে সব গোপন কথা
মেঘ জানে সব কান্না, হাসি, বিচ্ছেদ বা মিলন
তুমি ভাবো কেউ জানেনা আমাদের ওই গল্পটা
আমি জানি বৃষ্টি তাও জানে,
চুমু খেয়ে বকুল গাছে তারিখ লিখন।
MoRa মড়া
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।