এঁটে বসে মুখোশ, মুখে ধুরন্ধরের হাসিসব নীল নায়িকার দোষ, যদি শরীর ভালোবাসি
ভেলকি যৌবনজ্বালায় উপোষ
তাই সাত পাকেরই আপোস
কে বলবে কার সত্যি মুখ খুললেই ওড়ে মাছি।
আরো গল্প ছিল মজার, এই তো সবে শুরু
কাঁটা বেছে খেত বেড়াল, স্টক বাড়ছে সজারু-র
এদিকে আলগা পেলেই স্ক্যান্ডাল
পরকীয়া নামের ক্যাচাল
আকাশ ছুঁতে একটু বাকি প্রতিবেশীর ভুরু।
দুরু দুরু বুকে রাত্তির, পথে ছায়া চলাচল
হচ্ছে উন্নয়ন সব বাতিল, আর কেচ্ছা বিস্তর
মুখে কালি ছিটলেই শান্টিং
মাঠ মাপছে রিকি পন্টিং
ভীড় করছে শুনতে সব দু নম্বরী ভাষণ।
সেই ভিড়ে পকেটমার, দাদা একটু এগিয়ে..
প্রেমিকার থেকেই ধার, শোধ দিতে হবে বিয়ে
জাত চিনছি চোলাই চানা-র
স্বপ্ন দেখেই যতো বাওয়াল
মিছে ঠাউরে হোঁচট, বুঝতে বাস্তবের ওয়ান-ওয়ে।
আসলে সবই জনশ্রুতি, আই মীন সবই হলো রিউমার
বাড়তে থাকে প্রতিদিন, ক্যান্সার না হোক টিউমার
ঘর ভর্তি সব অতিথি
চেনা নয় কেউই এ পৃথিবীর
অচেনা লাশে ঠিক ঝগড়া, শেষ কবর নাকি চিতা?
MoRa মড়া
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।