এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গুপ্ত বৃন্দাবন

    স্বনন্দিনী Swanandini লেখকের গ্রাহক হোন
    ০৪ জুলাই ২০২৩ | ৬২৫ বার পঠিত
  • ইতিহাস নাকি ফিসফিসিয়ে কথা কয় ! যদি অনুভূতির দরজা থাকে খোলা তবেই শোনা যায় সে অনুরণন। নতুবা সে ইট-কাঠ- কংক্রিটের পাথুরে প্রমাণ বৈ অধিক নয় !

    সপ্তদশ শতকের মাঝামাঝি। গৌড়বঙ্গে তখন বৈষ্ণব সংস্কৃতির জোয়ার চলছে। পূর্ব বর্ধমানের এক ছোট্ট গাঁয়ে জনৈক বৈষ্ণব পদকর্তার গৃহমন্দিরের আগুন লেগে যায়। অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে ভষ্মীভূত হয়ে যায় বেশ কিছু মূল্যবান পুঁথি। অক্ষত রয়ে যায় বেদিমূলটি। আজও যেখানে সাড়ম্বরে বিরাজ করছেন কুলদেবতা রাধাগোবিন্দের যুগলমূর্তি। একদা এই গর্ভগৃহেই নাকি বিলীন হয়ে গিয়েছিলেন কবির দুই পুত্র। এরকম অজস্র কাহিনী ছড়িয়ে রয়েছে এই মাটির জল হাওয়ায়।
     
    গুপ্ত বৃন্দাবন। মধ্যযুগের বৈষ্ণব সমাজে নাকি এই নামেই পরিচিত ছিল গ্রামটি। কথাগুলি বলছিলেন কবির দৌহিত্র বংশের অষ্টাদশ পিঁড়ির এক প্রতিনিধি।
     
    কাটোয়া বোলপুর ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে গেলে, কাটোয়া থেকে আনুমানিক ২৬ কিলোমিটার দূরে অবস্থিত গ্রাম কান্দরা। নরহরি চক্রবর্তী ‘ভক্তিরত্নাকর’ গ্রন্থ থেকে জানা যায়, আনুমানিক ১৫৩০ খ্রিস্টাব্দে এই গ্রামেই জন্ম চৈতন্য পরিমণ্ডলের অন্যতম শক্তিমান কবি জ্ঞানদাসের।
     
    কবি ছিলেন দীক্ষিত বৈষ্ণব। চৈতন্য সহচর নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর কাছে দীক্ষিত হয়েছিলেন তিনি। গৃহদেবতার মন্দির সংলগ্ন এলাকাতেই ছিল জ্ঞানদাসের বাসভূমি । আজ সেখানে তাঁর উত্তর পুরুষরা বসবাস করছেন। মন্দির চত্বরেই শায়িত রয়েছে কবি বংশের নয়জন বংশধরের সমাধি। স্থানীয় মানুষজনের কাছে এই এলাকাটি জ্ঞানদাস পাটবাড়ি নামে পরিচিত।
     
    “ রূপের পাথারে আঁখি ডুবি সে রহিল
    যৌবনের বনে মন হারাইয়া গেল।
    ঘরে যাইতে পথ মোর হইল অফুরান
    অন্তরে বিদরে হিয়া কি জানি করে প্রাণ।"
     
    ইন্দ্রিয়দুর্বলতা এবং নিজের আবেগেকে নিয়ন্ত্রণ করতে না পেরে জ্ঞানদাসের রাধা করেছেন এই কাতোরক্তি। ভাবা যায় ,পাঁচশ বছর আগে এক দীক্ষিত বৈষ্ণব কবি রাধার মনবেদনা প্রকাশ করতে গিয়ে এমন লিরিক্যাল এবং আধুনিকতম চরণ সৃষ্টি করেছেন! একুশ শতকের কোন মদনাহত নারীকন্ঠের উচ্চারণ কি এর থেকে একটুও পৃথক? তাই বোধহয় শঙ্করী প্রসাদ বসু থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত সকলেই ছিলেন জ্ঞানদাসের গুণমুগ্ধ।
     
    রাজতন্ত্রে নগরের প্রবেশ দ্বারে রাজারা ফটক বানাতেন। গণতন্ত্রে চোখে পড়ে সাইনবোর্ড। স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ দিতে হয় এই মর্মে যে, গ্রামের প্রবেশমুখেই রয়েছে জ্ঞানদাস কান্দরা নামাঙ্কিত একটি সুসজ্জিত প্রবেশতোরণ।
     
    প্রতিবছর ২৯ শে পৌষ থেকে ৪ঠা মাঘ কবির তিরোধান দিবস উপলক্ষে গ্রামে পালিত হয় জ্ঞানদাস স্মৃতি উৎসব। ছয়দিনব্যাপী চলে নামসংকীর্তন। স্থানীয় কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষের উদ্যোগে প্রকাশিত হয় জ্ঞানদাস পত্রিকা। এভাবেই বড়সড় কোন সরকারি কৌলিন্য ছাড়াই সহৃদয় মানুষের চেষ্টায় জারি রয়েছে জ্ঞানদাসচর্চা।

    শক্তি ও বৈষ্ণবচর্চার পিঠস্থান হল রাঢ়ভূমি। জ্ঞানদাস- কান্দরা গ্রামের এক প্রান্তে রয়েছে নবদ্বীপ-মায়াপুরের বৈষ্ণব সংস্কৃতির দাপট। আবার অনতিদূরেই শক্তিপীঠ তারাপীঠ। মহাভারতকার কাশীরাম দাসের জন্মভূমি সিঙ্গিগ্রাম ও বিশেষ দূর নয়। এহেন হাইপ্রোফাইল ঐতিহাসিক স্থানগুলির চাপে কিছুটা উপেক্ষিতই যেন জ্ঞানদাস পাটবাড়ি। তবে প্রচারের আলো না থাকলেই কি আর ইতিহাস মিথ্যে হয়ে যায় !
     
    “ সুখেরও লাগিয়া           এ ঘর বাঁধিনু
                       অনলে পুড়িয়া গেল।
    অমিয়া সাগরে                  সিনান করিতে
                     সকলই গরল ভেল।।"
     
    একদা যে ভিটেতে বসে বৈষ্ণব পদকর্তা রচনা করেছেন এমন জীবনরসছাঁচা পদ, চর্চা করেছেন গৌর-নিতাই কথা, গৌড়ীয় বৈষ্ণব দর্শনশাস্ত্র; সে মাটিতে পা দিলেই সংবেদনশীল পাঠক শুনতে পান কবির কণ্ঠস্বর । নাইবা থাকলো প্রচারের আলো। শুধু অনুভূতির দরজা যেন থাকে খোলা।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Aranya | 2600:4040:ac7d:5000:bc87:4432:e849:***:*** | ০৫ জুলাই ২০২৩ ০৮:১১521013
  • বেশ 
  • উৎপল সাহানা | 2409:4061:6e80:36cc:4422:f0e0:7d22:***:*** | ০৪ আগস্ট ২০২৩ ২০:৫২522103
  • ধন্যবাদ,আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য।খুব সুন্দরভাবে অল্প পরিসরে যেভাবে বৈষ্ণব কবির স্মৃতিচরণা করেছেন সত্যিই অসাধারন !অ এর স্বাদ অনুভব করতে পারবে।.... নমস্কারান্তে বৈষ্ণব আশ্রিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন