একেকটা প্যানডেমিক আসে অন্তত একশো বা দেড়শো বছর পরপর, আর অনেক সময়েই তার ফলে বহু সামাজিক রীতি নীতি পাল্টে যায়, নতুন নীতি, নতুন অভ্যাস ইত্যাদি তৈরি হয়। কোভিডও সেরকম, অনেকেই বলেছেন কোভিড পূর্ববর্তী পৃথিবীর অনেক অভ্যাস পাল্টে যাবে, কোভিড পরবর্তী জমানায় অনেক নতুন ব্যবস্থা তৈরি হবে।
কোভিডের ফলে আমাদের দেশে একটা খুব গুরুত্তপুর্ণ আর খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছি শিক্ষাব্যবস্থায়। অবশ্য বলা যেতে পারে আগেও পরিবর্তন হচ্ছিল, কোভিড সেটাকেই দ্রুততর করেছে। গত দুই বা এক বছর ধরে দেখতে পাচ্ছি, অনলাইন শিক্ষাব্যবস্থা খুব তাড়াতাড়ি বাড়ছে। অনলাইন ক্লাস, অনলাইন পরীক্ষা, অনলাইন ফিডব্যাক ইত্যাদি। লকডাউন ইত্যাদি শেষ হওয়ার পর বেশীর ভাগ স্কুলই খুলে গেছে, ছাত্রছাত্রীরাও স্কুলে গিয়ে ক্লাস করছে, কিন্তু অনেক কিছু পাকাপাকিভাবে অনলাইনে চলে গেছে। শিক্ষকরা এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ রাখেন, মাইক্রোসফট টিম বা জুমে এখনও অনেক সময়েই কোচিং ক্লাস নেওয়া হয়। বেশ কিছু কম্পিটিটিভ এক্সাম এখন অনলাইনে নেওয়া হচ্ছে বা নেওয়ার কথা ভাবা হচ্ছে।
অন্যদিকে, অনলাইন শিক্ষাব্যবস্থার সুযোগ আমাদের দেশের কজন ছাত্রছাত্রীর আছে? সারা দেশের ৫% পরিবারে হয়তো হাই স্পিড ইন্টারনেট, ল্যাপটপ/ কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদি আছে। গ্রামে তো ছেড়েই দিলাম, এমনকি শহরেও বেশীর ভাগ পরিবারে এসব সুবিধে নেই। অথচ ন্যাশনাল এডুকেশান পলিসি বা NEP তেও অনলাইন সার্ভিস ডেলিভারি বা এড টেক ইত্যাদির কথা বলা হয়েছে। আরেকটা মডেলের কথা বলা হয়েছে, হাইব্রিড মডেলঃ
"Karun Tadepalli, CEO and Co-founder at byteXL, a platform for self-learning coursework and guided training, said that with the implementation of the National
Education Policy, the need for advanced skilling has reached the top of the education sector’s priority list. The policy, which was released in 2020, calls for a complete overhaul of the school system, with ed-tech and hybrid learning at the forefront. However, Tadepalli said: “Post pandemic, the major drift from traditional learning has been to hybrid learning.”
হাইব্রিড মানে হলো, কিছুটা অনলাইন, কিছুটা অফলাইন। অর্থাত কোন একটা মডিউল ইস্কুলের ওয়েবসাইটে আপলোড করা হলো, কোন ছাত্রী সেটা একটা স্মার্টফোনে ডাউনলোড করে নিয়ে খাতায় লিখে নিলো, আবার সেই ফোনেই ফটো তুলে শিক্ষককের ইমেল করে দিলো বা হোয়া গ্রুপে আপলোড করে দিলো।
এইসব নানান ব্যাপার আর কি। আমাদের দেশে এই মডেলগুলো কতোটা কার্যকরী হবে, শহরের বাইরে নানান জায়গায় ছড়িয়ে পড়বে কিনা, কি ইনফ্রাস্ট্র্রাকচার দরকার ইত্যাদি নানান দিকে নিয়ে আলোচনা করা যেতে পারে।