যেসব অতন্দ্র মন্ত্রকূট পাহাড় ঢেকেছিল গোধূলিতে,সেসব নিবিদ,নিবিড় আঁধার ভেদ করে এল ফুলটুলিতে।
কত মরুভূমি পার হয়ে পেখম মেলা নীল হাওয়ার স্রোত,
এসেছে লাল পাথরের গায়ে -জোছনা ভারি ওলটপালট।
সাবন মুর্মু,আপনি কি শুনতে পাচ্ছেন শিঙ বোঙার বিষাণ,
ঐ যে অন্ধ বায়ে উড়ছে কালো এলো চুল,ছেঁড়া সব নিশান?
এই যে দুলছে মত্তহস্তী শাল,তমাল,কৃষ্ণচূড়ার মাথা,
দূরে মাঠ ডিঙিয়ে গোরু খুঁজতে ছুটেছে কোন রাধা।
কি বললেন?আপনার সাদা ভুরুর মতো ঐ দিকচক্রবাল,
সেখানেই সিত দেবালয়,শুকনো রক্ত ফুলপাতা,কাকচক্ষু জল।
শুখা ডুংরিতে জল ভরে এল,সোঁদা গন্ধে খেজুর চ্যাটাই,
মেঘে মেঘে বান এল,চলে আসুন,জেঠু,ঘরকে যাই।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।