এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আয় যাইগা

    Nahid Ul Islam লেখকের গ্রাহক হোন
    ১৭ সেপ্টেম্বর ২০২১ | ৫৯৯ বার পঠিত
  • তোমাদের সাথে সেই ভূতনাথ
    পরে তার প্রিয় আলখাল্লা -
    কি যে কয়, কারে কয় - কে জানে?
    এক জানে তাঁর প্রিয় (হক) আল্লা ।

    বলে সে ''মহা ঘোর বাঁধবে'
    প্রানপাখি আসহায়
    পিঞ্জর ছেড়ে হায় -
    অজানিত দুনিয়ায় ভাগবে''।

    বহু খুজে ভজে তার
    মন পাওয়া খুব ভার,
    সে যদি বেঁকে বসে
    কি দেন প্যাঁচ কোষে?
    কি জানি কি যে হয় মাসাআল্লাহ!
    এক জানে তাঁর মহা (হক) আল্লাহ।

    আমাদের ভূতনাথ ওই সেই ধার্মিক
    কর্মী ও কারণিক, 'চেন নাকি'?
    আমাকে কে জানি শুধালো!
    আমিও ভাবছি, মনে ছড়া কাটছি -
    ঘাটে এসে খল-শঠ,
    তরি বুঝি এইবার ডোবালো?
    ডুবে যাও-ডুবে যাক
    টাইটান তরীও ডুবেছে।
    যে যা লুটেছে, জুটেছে ও মেগেছে
    না মুরাদ সবগুলা মরেছে!

    সবটাই অকারণ!
    পুরোটাই ব্যাকরণ?
    অভাবিত জাগতিক,
    আকসার এসেছে কথাটাই।–
    কেবলই কি আচানক
    নজির এক ভৌতিক ~
    বহুভেবে কিনারা পাই নাই ~

    সইবে বা কাঁহাতক?
    করেছো যা সহজে,
    বুঝে ও সে না বুঝে
    হাজারো উহাদের বারণে!
    বাড়াবাড়ি ভাল না।
    তেঁরামো বা ছলনা,
    এ বেলা এভাবেই কাটবে?
    মাইরের ভিটামিন
    চোর-হোর-ধনহীন-
    চিদাকাশ আউটক্রায়ে ফাটাবে।

    গালি দেয় আসহায় অক্ষম,
    ঝুটে বাত ছাড়া কিছু জানে না!
    দেখো গিয়ে মাইকে ওয়াজ করা 'ও ব্যটা
    শেষ তাক কোন কিছু মানে না!
    ধর্মের হাহুতাশ, প্রপঞ্চ-প্রাণনাশ
    পাইলাট গাজা খেয়ে ঘুমাবেই -
    সেকেটারি আন্টি-সে নাকি খাঙ্কি?
    লোকে তাকে টিটকারি কাটবেই ~

    তাহাদেরে বলছি করমই করছি -
    খুলেছিল যেটা সেই ভূতনা্‌থ,
    ভিটামিন দিয়ে যিনি
    সেইপে রাখে তিনি -
    মহাশঠ্-বিট-খল কাম্বাখত ।

    পরে আলখাল্লাহ,
    তিনি নেন সেলামি -
    সোজা আর সহজে
    কাউরে বা প্রনামি,
    দিয়েদেন না বুঝে,
    বেনামী ও পাড়াতে
    নামি দামি না খুজে!
    কে যে কি করেছো!
    না ভাবে বা বলেছ?
    সেগুলাই মহা ভের বাঁধাবে ।

    তাহারাই ভেল্কি-তাহারই দুনিয়ায়
    দুনিয়ার কারোয়াই মেটাবে -
    তোমরাও বলবে এমনই তো ভূতনাথ!
    বলেছিল আদিনাথ -
    চোর, খোর-হোরমাগি
    বদখদ সব ধরে পেটাবে

    সং-বগ জোব্বায়
    কে কোথা চলে যায় -
    না বুঝে কথা বলে মূর্খ!
    গাইল পারে বোবাটায়,
    মুঢ়, মূক - ভাড়, শঠ অযথায়
    মিছে করে ট্যাক্স ছাড়া তর্ক!
    নিন্দুকে গাল পাড়ে 'বড়ে ঠগ'
    তুলে আনে মাঝ রাতে অর্ক ।
    আন্তাজে মারে বগ
    ফকিরের কারামতি বেড়ে যায়
    জুটে যায় অগুনতি ভক্ত ।

    খুব চেনা কাগজের মলাটে,
    হায় খুলে খেরো খাতা,
    নিজেকে সামলাও
    ববা ধরা ভোলাটে,
    যদি না সামঝাও
    নিশি পাওয়া হাভাতে
    যদি না ঘাবড়াও,
    মিছে যদি না পারো
    কপালটা থাবড়াও।
    ভাড়া করা লোক পাবে হাজারো....

    আমি এক প্রানে বাঁচা তুচ্ছ,
    সাদা মাঠা ত্রিবিধ গল্পে -
    যেথা চাই চলে যাই
    প্রাণে বড় 'বেঁইচেছি' অল্পে।

    স​​​জীব ইসলাম
    ২০১৯ ঢাকা ..
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন