বাসের মধ্যে সিনিওর সিটিজেন সীটে বসা নিয়ে দুজনের মধ্যে তর্ক লেগেছে। একজন বলছে- আমি বেশী বয়স্ক, আমি বসবো
আর একজন বলছে- ধুর মশাই আপনার চুল এখনো কালো, কি বলছেন!
- আরে! চুল সাদা মানেই বেশী বয়স?
- ঠিক আছে,আপনার আধার কার্ড বের করুন, দেখি আপনার বয়স
- এ রে! আমার আধার কার্ডে ডেট অফ বার্থ ভুল এসছে!
- চলবে না, আধার কার্ডে যা থাকবে, সেটাই মানা হবে।
কনডাকটর্ দাদাও এটাই বললো- আপনারা নিজেদের মধ্যে মেটাতে পারেন না যখন, তখন আধার কার্ডের জন্মসাল দেখেই মিটমাট হোক!
এটা শুনে অন্য এক মধ্যবয়স্ক প্যাসেঞ্জার বলে উঠলো- বাহ! আমার আধার কার্ডে জন্মসাল এত ভুল এসছে যে সেই হিসেবে আমার বয়স এখন আড়াই বছর! তিন বছরের উর্ধ্বে ভাড়া লাগিবে যখন, আমার ভাড়া ফেরৎ দাও।
কিছু করার নেই। কনডাকটরদা বলেও ফেলেছে আধার কার্ডের কথাই চূড়ান্ত! ভাড়া ফেরৎ দিতে হলো বাধ্য হয়ে।
মাঝখান দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে যাচ্ছিলাম, এই সুযোগে আধার কার্ড বের করে বললাম- 'আমার আধার কার্ডে আমার লিঙ্গ 'ফিমেল' এসছে', এই বলে লেডিস সীট থেকে একটা মেয়েকে তুলে দিয়ে বসে পড়লাম।
মেয়েটিও আধার কার্ড বের করেছিলো। কিন্তু আধার কার্ডে ওর ছবি দেখে কেউ প্রমান করতে পারলো না যে ওটা ওরই আধার কার্ড। এমনকি মেয়েটা নিজেই নিশ্চিত না যে ওটা ওর ছবি কিনা। অতএব আমি লেডিস সীটেই বসে রইলাম। কারন 'আমার আধার, আমার পরিচয়'।
বাস চলতে থাকলো।