আপনি কিন্তু পারবেন না, স্যার। আপনি হেরে যাবেনই। আপনার সমস্ত ভাগাভাগির চেষ্টা ব্যর্থ হবেই।
আসলে আপনি তো জানেনই না এই দেশের, এই উপমহাদেশের আসল চরিত্র।
আপনি জানেনই না, ইউরোপ-আমেরিকার কোনো দেশে কোনো ভারতীয়-পাকিস্তানির দেখা হলে তাঁরা কতটা আন্তরিকভাবে "একবার গলে মিলনা হ্যায়, ইয়ার"- বলে থাকেন।
বাংলাদেশী ভাই ভারতীয় দিদির কাছ থেকে ট্যাক্সি ভাড়া না নিয়ে, "রেখে দেন আপা, আমার নাম করে কফি খেয়ে নিবেন" বলে থাকেন। টুইটারে '#helpindia' লিখে চাপ সৃষ্টি করা আর এমন কি!
গত বছরও আমরা দেখেছি, তিরিশ ঘন্টা পরে সামনে খাবার দেখে কেঁদে ফেলা পরিযায়ী শ্রমিক ছেলেটির পিঠে একটি হাত এসে পড়েছিল ঠিক, "মাত রোও বেটা, পহঁছ যাওগে সহিসালামত। খা লো।"
এবারও প্রথম ধাক্কাটা সামলে নিয়েই, সবাই হাতে হাত ধরে উঠে দাঁড়াবেই। অসুস্থ মায়ের সামনে অসহায় ছেলে কেঁদে ফেললে "হিম্মত সে কাম লো, বেটা। সব ঠিক হো যায়েগা..." বলার হাতটাও ঠিক এসে যাবেই।
আপনি তো 'আতমা নিরভর' হওয়ার পরামর্শ দিয়েই খালাস হয়ে গেলেন। আপনি জানেনই না, এ দেশ আপনার উপর নির্ভর করেইনি কোনো কালে।
দিল্লির গুরুদ্বোয়ারা থেকে অক্সিজেন সাপ্লাই করা হচ্ছে। কেউ আর আপনার শেখানো বুলি, 'ফান্ড কোথা থেকে আসছে', প্রশ্ন করছে না কিন্তু, স্যার।
আপনি চিন্তা করবেন না। কোনো না কোনো সোনু সুদ জুটে যাবেই এ দেশের। আপনি বরং কুর্সি জেতার দিকে মন দিন।