এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মনে হল... 

    Jaydip Jana লেখকের গ্রাহক হোন
    ০৫ এপ্রিল ২০২১ | ১০৩৪ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • চিত্র ১ 


     ধরে নেওয়া যাক ছেলেটির নাম শুভ। ১৪/১৫ বছরের( বয়স শুধু নম্বরমাত্র) ছেলেটি  আর একটি ছেলের প্রেমে পড়ল, উথাল পাথাল প্রেম,  বয়সে তুলনায় বড় তার সঙ্গীটি চাইলেন  বিনা কন্ডোম এ সেকস করতে, সে রাজীও হল, কিছুদিন বাদে আর সম্পর্কটি দানা বাঁধলনা। 


    কিছুদিন মন খারাপ,  আবারও কেউ তাকে প্রেম নিবেদন করল, এবারে শুরুটা  কনডম দিয়ে হলেও কিছুদিন বাদে সেটা বন্ধ হল, কেননা শুভ মনে করে নিজের লোকের সাথে কন্ডোম  ব্যবহারের প্রয়োজন নেই,  তার ওপরে তার তো বাচ্চাকাচ্চা  হবেনা সে কেন কন্ডোম  ব্যবহার করবে?


    এভাবেই একটার পর একটা সম্পর্ক আসে, প্রেমজ ভাবনায় তাই কোথাও কখনও কন্ডোম আসে কখনও  আসেনা...


    চিত্র২


    রাজু  মনে মনে  মেয়েলি হলেও  স্কুলে পাড়ায় এমন কি বাড়িতেও এ নিয়ে প্রকাশ করতে পারে না।যদি তাকে নিয়ে তার তথাকথিত মেয়েলিপনা নিয়ে অশান্তি হয়। একমাত্র  সাপোর্ট  প্রাইভেট টিউটর  নিখিল, প্রেমটা  শুরু ১৪/ ১৫ তেই, নিখিল তাকে আশ্বস্ত  করেছে অন্য কোনও ছেলের দিকে সে তাকাবেও না, রাজু যেন সব ভুলে পড়াশোনা করে,   ৪/৫ বছর বাদে রাজুর সঙ্গী নিখিলের বিয়ে হয়ে গেল, সত (সতী?) রাজু র মনে হল বহুগামিতা র মানেও তো আত্মহত্যা,  বেঁচে থেকে কি লাভ?  তাকে তো কেউ ভালবাসেনা....  কনডম  ব্যবহার করে কি লাভ,  এডস হলে তাড়াতাড়ি বেঁচে যাবে।


    চিত্র ৩


    ছেলেবেলা থেকেই মেয়েলি হওয়ায় প্রবালকে নিয়ে সবাই হাহা হি হি করে। পাড়ায় স্কুলে তো বটেই বাড়ীতে মা বাবারও দুচোখের বিষ। মা তো সকলের মাঝে দুঃখ করতে ছাড়েনা, একতরকারি নুনে পোড়া।আর বাবা তো মাকে দোষ দিয়েই খালাস। মদ খেলে শুধু মায়ের ওপরেই  নয়, দুচারঘা তার গায়েও পড়ে কেননা মেয়েলি ছেলের বাবা হয়ে পাড়ায় তাঁর সম্মান   থাকেনা যে।   তবুও প্রবালেরর মেয়েদের পোশাক পরা  বা  মেয়েলি সাজগোজ কমে না, এমন কি টিভি  দেখে দেখে মাধুরী ঐশ্বর্যর নাচে তার কোমরের বিভঙ্গ বাড়তেই থাকে।  পাড়ার ছেলেরা ক্লাবের কালীপুজোর রাতে যেদিন তাকে অন্ধকার মাঠে টেনে নিয়ে গেল সেদিনও পাশে কাউকে পায়নি। মা বাবা  তো তার দিকেই আঙুল তুলেছিল সবার আগে। বাড়ি ছেড়ে সেদিনই বেরিয়ে গেছিল সে । মরতে গিয়েও মরেনি। রেল লাইন থেকে টেনে এনে  আশ্রয়  দিয়েছিল ট্রেনে তালি মেরে টাকা তোলা  হিজড়েরা ।  আর তারপর,  বিভিন্ন সময় বিভিন্ন  পুরুষের ছোঁয়া পেতে পেতে আজ সে মনে করে কি লাভ এভাবে মরে বেঁচে থেকে!  তাই তাড়াতাড়ি  মরে যাওয়ার জন্য কন্ডোম ব্যবহার সে করেনা, কেননা সে ভাবে কন্ডোম ব্যবহার না করলে এডস হবে আর সে তাড়াতাড়ি  এ পৃথিবী থেকে চলে গিয়ে বেঁচে যাবে... 


    শুভ বা রাজু বা প্রবালের সঙ্গে কতজন পরিচিত   জানিনা, তবে এগুলোও যে কন্ডোম ব্যবহার না করার কারণ কজন ভাবতে পারি! যৌন রোগ ও এইচ আইভি  প্রতিরোধে কন্ডোমের ব্যবহার নিয়ে অনেক কথাই হয় কিন্তু সামাজিক স্বাস্হ্যের এই দৈন্যতাগুলো নিয়েও  কথা বলাটা জরুরি। একটু নিজেদের গন্ডীটা আগে বড় করুন,ভাবুন...


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন