চিত্র ১
ধরে নেওয়া যাক ছেলেটির নাম শুভ। ১৪/১৫ বছরের( বয়স শুধু নম্বরমাত্র) ছেলেটি আর একটি ছেলের প্রেমে পড়ল, উথাল পাথাল প্রেম, বয়সে তুলনায় বড় তার সঙ্গীটি চাইলেন বিনা কন্ডোম এ সেকস করতে, সে রাজীও হল, কিছুদিন বাদে আর সম্পর্কটি দানা বাঁধলনা।
কিছুদিন মন খারাপ, আবারও কেউ তাকে প্রেম নিবেদন করল, এবারে শুরুটা কনডম দিয়ে হলেও কিছুদিন বাদে সেটা বন্ধ হল, কেননা শুভ মনে করে নিজের লোকের সাথে কন্ডোম ব্যবহারের প্রয়োজন নেই, তার ওপরে তার তো বাচ্চাকাচ্চা হবেনা সে কেন কন্ডোম ব্যবহার করবে?
এভাবেই একটার পর একটা সম্পর্ক আসে, প্রেমজ ভাবনায় তাই কোথাও কখনও কন্ডোম আসে কখনও আসেনা...
চিত্র২
রাজু মনে মনে মেয়েলি হলেও স্কুলে পাড়ায় এমন কি বাড়িতেও এ নিয়ে প্রকাশ করতে পারে না।যদি তাকে নিয়ে তার তথাকথিত মেয়েলিপনা নিয়ে অশান্তি হয়। একমাত্র সাপোর্ট প্রাইভেট টিউটর নিখিল, প্রেমটা শুরু ১৪/ ১৫ তেই, নিখিল তাকে আশ্বস্ত করেছে অন্য কোনও ছেলের দিকে সে তাকাবেও না, রাজু যেন সব ভুলে পড়াশোনা করে, ৪/৫ বছর বাদে রাজুর সঙ্গী নিখিলের বিয়ে হয়ে গেল, সত (সতী?) রাজু র মনে হল বহুগামিতা র মানেও তো আত্মহত্যা, বেঁচে থেকে কি লাভ? তাকে তো কেউ ভালবাসেনা.... কনডম ব্যবহার করে কি লাভ, এডস হলে তাড়াতাড়ি বেঁচে যাবে।
চিত্র ৩
ছেলেবেলা থেকেই মেয়েলি হওয়ায় প্রবালকে নিয়ে সবাই হাহা হি হি করে। পাড়ায় স্কুলে তো বটেই বাড়ীতে মা বাবারও দুচোখের বিষ। মা তো সকলের মাঝে দুঃখ করতে ছাড়েনা, একতরকারি নুনে পোড়া।আর বাবা তো মাকে দোষ দিয়েই খালাস। মদ খেলে শুধু মায়ের ওপরেই নয়, দুচারঘা তার গায়েও পড়ে কেননা মেয়েলি ছেলের বাবা হয়ে পাড়ায় তাঁর সম্মান থাকেনা যে। তবুও প্রবালেরর মেয়েদের পোশাক পরা বা মেয়েলি সাজগোজ কমে না, এমন কি টিভি দেখে দেখে মাধুরী ঐশ্বর্যর নাচে তার কোমরের বিভঙ্গ বাড়তেই থাকে। পাড়ার ছেলেরা ক্লাবের কালীপুজোর রাতে যেদিন তাকে অন্ধকার মাঠে টেনে নিয়ে গেল সেদিনও পাশে কাউকে পায়নি। মা বাবা তো তার দিকেই আঙুল তুলেছিল সবার আগে। বাড়ি ছেড়ে সেদিনই বেরিয়ে গেছিল সে । মরতে গিয়েও মরেনি। রেল লাইন থেকে টেনে এনে আশ্রয় দিয়েছিল ট্রেনে তালি মেরে টাকা তোলা হিজড়েরা । আর তারপর, বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের ছোঁয়া পেতে পেতে আজ সে মনে করে কি লাভ এভাবে মরে বেঁচে থেকে! তাই তাড়াতাড়ি মরে যাওয়ার জন্য কন্ডোম ব্যবহার সে করেনা, কেননা সে ভাবে কন্ডোম ব্যবহার না করলে এডস হবে আর সে তাড়াতাড়ি এ পৃথিবী থেকে চলে গিয়ে বেঁচে যাবে...
শুভ বা রাজু বা প্রবালের সঙ্গে কতজন পরিচিত জানিনা, তবে এগুলোও যে কন্ডোম ব্যবহার না করার কারণ কজন ভাবতে পারি! যৌন রোগ ও এইচ আইভি প্রতিরোধে কন্ডোমের ব্যবহার নিয়ে অনেক কথাই হয় কিন্তু সামাজিক স্বাস্হ্যের এই দৈন্যতাগুলো নিয়েও কথা বলাটা জরুরি। একটু নিজেদের গন্ডীটা আগে বড় করুন,ভাবুন...