
মূলত রমিত এবং রঞ্জনবাবুর নিরন্তর উৎসাহে সাড়া দিয়ে এই টই খোলা। যেহেতু নির্বাচন কমিশন নিযুক্ত নির্বাচনকর্মীর দায়িত্ব পালন করতে হচ্ছে, তাই আচরণবিধির বিধিনিষেধের জন্য নিজস্ব ব্লগে এই প্রেডিকশন করা হল না। এটা নিছকই একটা আগাম ঘোষণা। আমি এমনকি শখের সেফোলজিস্টও নই। তবুও সমসাময়িক পরিস্থিতি, গত লোকসভার ফল এবং প্রাসঙ্গিক কিছু বিষয়কে মাথায় রেখে একদমই নিজের চিন্তাভাবনা অনুযায়ী এই ফল ঘোষণা। বলা বাহুল্য, এটি সম্ভাব্য ফল। তবে একেবারেই আজগুবি নয়। হিসেবের এদিক-ওদিক হওয়ার সম্ভাবনা শতকরা ১০ ভাগ।
এই ফল মিলে গেলে বা চূড়ান্ত ফলাফলের কাছাকাছি গেলে আমার কোনও কৃতিত্বই নেই। না মিললে নানাবিধ নিননিছারা, যাঁরা সারা বছর আমাকে প্রাণভরে গালি দিতে চাইলেও সর্বদা দিয়ে উঠতে পারেন না, তাঁদের হতাশার বহিঃপ্রকাশ সরবে এবং সানন্দে করতে পারবেন – সেই ঘাটতিটুকু মেটাতেই নিজ দায়িত্বে এই টই খুললাম।
ফলাফলের চুলচেরা ব্যাখ্যা আমি দেব না। চাইলে এখন থেকেই চুটিয়ে গাল দিয়ে গায়ের ঝাল মেটাতে পারেন। মনে রাখবেন, এমন মওকা রোজ রোজ আসে না।
প্রথম দফা – ৩০টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ২১২ | পূর্ব মেদিনীপুর | পটাশপুর | ১ | ||
২ | ২১৩ | কাঁথি উত্তর | ১ | |||
৩ | ২১৪ | ভগবানপুর | ১ | |||
৪ | ২১৫ | খেজুরি (ত) | ১ | |||
৫ | ২১৬ | কাঁথি দক্ষিণ | ১ | |||
৬ | ২১৭ | রামনগর | ১ | |||
৭ | ২১৮ | এগরা | ১ | |||
৮ | ২২০ | ঝাড়গ্রাম | নয়াগ্রাম (ত উ) | ১ | ||
৯ | ২২১ | গোপীবল্লভপুর | ১ | |||
১০ | ২২২ | ঝাড়গ্রাম | ১ | |||
১১ | ২৩৭ | বিনপুর (ত উ) | ১ | |||
১২ | ২১৯ | পশ্চিম মেদিনীপুর | দাঁতন | ১ | ||
১৩ | ২২৩ | কেশিয়াড়ি (ত উ) | ১ | |||
১৪ | ২২৮ | খড়গপুর গ্রামীণ | ১ | |||
১৫ | ২৩৩ | গড়বেতা | ১ | |||
১৬ | ২৩৪ | শালবনি | ১ | |||
১৭ | ২৩৬ | মেদিনীপুর | ১ | |||
১৮ | ২৩৮ | পুরুলিয়া | বান্দোয়ান (ত উ) | ১ | ||
১৯ | ২৩৯ | বলরামপুর | ১ | |||
২০ | ২৪০ | বাঘমুণ্ডি | ১ | |||
২১ | ২৪১ | জয়পুর | ১ | |||
২২ | ২৪২ | পুরুলিয়া | ১ | |||
২৩ | ২৪৩ | মানবাজার (ত উ) | ১ | |||
২৪ | ২৪৪ | কাশীপুর | ১ | |||
২৫ | ২৪৫ | পারা (ত) | ১ | |||
২৬ | ২৪৬ | রঘুনাথপুর (ত) | ১ | |||
২৭ | ২৪৭ | বাঁকুড়া | শালতোড়া (ত) | ১ | ||
২৮ | ২৪৮ | ছাতনা | ১ | |||
২৯ | ২৪৯ | রানিবাঁধ (ত উ) | ১ | |||
৩০ | ২৫০ | রায়পুর (ত উ) | ১ | |||
মোট | ১৭ | ৮ | ৫ | |||
প্রথম দফাতেই ঝাড়গ্রাম (৪) ও পুরুলিয়ার (৯) নির্বাচন পর্ব শেষ।
দ্বিতীয় দফা – ৩০টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ১২৭ | দক্ষিণ ২৪ | গোসাবা (ত) | ১ | ||
২ | ১৩০ | পাথরপ্রতিমা | ১ | |||
৩ | ১৩১ | কাকদ্বীপ | ১ | |||
৪ | ১৩২ | সাগর | ১ | |||
৫ | ২০৩ | পূর্ব মেদিনীপুর | তমলুক | ১ | ||
৬ | ২০৪ | পাশকুঁড়া পূর্ব | ১ | |||
৭ | ২০৫ | পাশকুঁড়া পশ্চিম | ১ | |||
৮ | ২০৬ | ময়না | ১ | |||
৯ | ২০৭ | নন্দকুমার | ১ | |||
১০ | ২০৮ | মহিষাদল | ১ | |||
১১ | ২০৯ | হলদিয়া (ত) | ১ | |||
১২ | ২১০ | নন্দীগ্রাম | ১ | |||
১৩ | ২১১ | চণ্ডীপুর | ১ | |||
১৪ | ২২৪ | পশ্চিম মেদিনীপুর | খড়্গপুর সদর | ১ | ||
১৫ | ২২৫ | নারায়ণগড় | ১ | |||
১৬ | ২২৬ | সবং | ১ | |||
১৭ | ২২৭ | পিংলা | ১ | |||
১৮ | ২২৯ | ডেবরা | ১ | |||
১৯ | ২৩০ | দাসপুর | ১ | |||
২০ | ২৩১ | ঘাটাল (ত) | ১ | |||
২১ | ২৩২ | চন্দ্রকোণা (ত) | ১ | |||
২২ | ২৩৫ | কেশপুর | ১ | |||
২৩ | ২৫১ | বাঁকুড়া | তালড্যাংরা | ১ | ||
২৪ | ২৫২ | বাঁকুড়া | ১ | |||
২৫ | ২৫৩ | বরজোড়া | ১ | |||
২৬ | ২৫৪ | ওন্দা | ১ | |||
২৭ | ২৫৫ | বিষ্ণুপুর | ১ | |||
২৮ | ২৫৬ | কোতুলপুর (ত) | ১ | |||
২৯ | ২৫৭ | ইন্দাস (ত) | ১ | |||
৩০ | ২৫৮ | সোনামুখী (ত) | ১ | |||
মোট | ১৭ | ১২ | ১ | |||
দ্বিতীয় দফায় পূর্ব (১৬) ও পশ্চিম মেদিনীপুর (১৫) এবং বাঁকুড়ায় (১২) নির্বাচন পর্ব শেষ।
তৃতীয় দফা – ৩১টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ১২৮ | দক্ষিণ ২৪ পরগণা | বাসন্তী (ত) | ১ | ||
২ | ১২৯ | কুলতলি (ত) | ১ | |||
৩ | ১৩৩ | কুলপি | ১ | |||
৪ | ১৩৪ | রায়দিঘী | ১ | |||
৫ | ১৩৫ | মন্দিরবাজার (ত) | ১ | |||
৬ | ১৩৬ | জয়নগর (ত) | ১ | |||
৭ | ১৩৭ | বারুইপুর পূর্ব (ত) | ১ | |||
৮ | ১৩৮ | ক্যানিং পশ্চিম (ত) | ১ | |||
৯ | ১৩৯ | ক্যানিং পূর্ব | ১ | |||
১০ | ১৪০ | বারুইপুর পশ্চিম | ১ | |||
১১ | ১৪১ | মগরাহাট পূর্ব (ত) | ১ | |||
১২ | ১৪২ | মগরাহাট পশ্চিম | ১ | |||
১৩ | ১৪৩ | ডায়মন্ড হারবার | ১ | |||
১৪ | ১৪৪ | ফলতা | ১ | |||
১৫ | ১৪৫ | সাতগাছিয়া | ১ | |||
১৬ | ১৪৬ | বিষ্ণুপুর (ত) | ১ | |||
১৭ | ১৭৭ | হাওড়া | উলুবেড়িয়া উত্তর (ত) | ১ | ||
১৮ | ১৭৮ | উলুবেড়িয়া দক্ষিণ | ১ | |||
১৯ | ১৭৯ | শ্যামপুর | ১ | |||
২০ | ১৮০ | বাগনান | ১ | |||
২১ | ১৮১ | আমতা | ১ | |||
২২ | ১৮২ | উদয়নারায়ণপুর | ১ | |||
২৩ | ১৮৩ | জগৎবল্লভপুর | ১ | |||
২৪ | ১৯৫ | হুগলি | জাঙ্গিপাড়া | ১ | ||
২৫ | ১৯৬ | হরিপাল | ১ | |||
২৬ | ১৯৭ | ধনেখালি (ত) | ১ | |||
২৭ | ১৯৮ | তারকেশ্বর | ১ | |||
২৮ | ১৯৯ | পুরশুড়া | ১ | |||
২৯ | ২০০ | আরামবাগ (ত) | ১ | |||
৩০ | ২০১ | গোঘাট (ত) | ১ | |||
৩১ | ২০২ | খানাকুল | ১ | |||
মোট | ৯ | ১৩ | ৯ | |||
চতুর্থ দফা – ৪৪টি আসন
ক্রম | আসন | জেলা | বিধানসভা | বিজেপি | তৃণমূল | মোর্চা |
১ | ১ | কোচবিহার | মেখলিগঞ্জ (ত) | ১ | ||
২ | ২ | মাথাভাঙা (ত) | ১ | |||
৩ | ৩ | কোচবিহার উত্তর (ত) | ১ | |||
৪ | ৪ | কোচবিহার দক্ষিণ | ১ | |||
৫ | ৫ | শীতলকুচি (ত) | ১ | |||
৬ | ৬ | সিতাই (ত) | ১ | |||
৭ | ৭ | দিনহাটা | ১ | |||
৮ | ৮ | নাটাবাড়ি | ১ | |||
৯ | ৯ | তুফানগঞ্জ | ১ | |||
১০ | ১০ | আলিপুরদুয়ার | কুমারগ্রাম (ত উ) | ১ | ||
১১ | ১১ | কালচিনি (ত উ) | ১ | |||
১২ | ১২ | আলিপুরদুয়ার | ১ | |||
১৩ | ১৩ | ফালাকাটা (ত) | ১ | |||
১৪ | ১৪ | মাদারিহাট (ত উ) | ১ | |||
১৫ | ১৪৭ | দক্ষিণ ২৪ পরগণা | সোনারপুর দক্ষিণ | ১ | ||
১৬ | ১৪৮ | ভাঙ্গড় | ১ | |||
১৭ | ১৪৯ | কসবা | ১ | ১ | ||
১৮ | ১৫০ | যাদবপুর | ||||
১৯ | ১৫১ | সোনারপুর উত্তর | ১ | |||
২০ | ১৫২ | টালিগঞ্জ | ১ | |||
২১ | ১৫৩ | বেহালা পূর্ব | ১ | |||
২২ | ১৫৪ | বেহালা পশ্চিম | ১ | |||
২৩ | ১৫৫ | মহেশতলা | ১ | |||
২৪ | ১৫৬ | বজবজ | ১ | |||
২৫ | ১৫৭ | মেটিয়াবুরুজ | ১ | |||
২৬ | ১৬৯ | হাওড়া | বালি | ১ | ||
২৭ | ১৭০ | হাওড়া উত্তর | ১ | |||
২৮ | ১৭১ | হাওড়া মধ্য | ১ | |||
২৯ | ১৭২ | শিবপুর | ১ | |||
৩০ | ১৭৩ | হাওড়া দক্ষিণ | ১ | |||
৩১ | ১৭৪ | সাঁকরাইল | ১ | |||
৩২ | ১৭৫ | পাঁচলা | ১ | |||
৩৩ | ১৭৬ | উলুবেড়িয়া পূর্ব | ১ | |||
৩৪ | ১৮৪ | ডোমজুড় | ১ | |||
৩৫ | ১৮৫ | হুগলি | উত্তরপাড়া | ১ | ||
৩৬ | ১৮৬ | শ্রীরামপুর | ১ | |||
৩৭ | ১৮৭ | চাঁপদানি | ১ | |||
৩৮ | ১৮৮ | সিঙ্গুর | ১ | |||
৩৯ | ১৮৯ | চন্দননগর | ১ | |||
৪০ | ১৯০ | চুঁচুড়া | ১ | |||
৪১ | ১৯১ | বলাগড় (ত) | ১ | |||
৪২ | ১৯২ | পাণ্ডুয়া | ১ | |||
৪৩ | ১৯৩ | সপ্তগ্রাম | ১ | |||
৪৪ | ১৯৪ | চণ্ডীতলা | ১ | |||
মোট | ২১ | ১৯ | ৪ | |||
চতুর্থ দফাতেই কোচবিহার (৯) ও আলিপুরদুয়ারে (৫) নির্বাচন পর্ব শেষ। এছাড়াও শেষ দক্ষিণ ২৪ পরগণা (৩১), হুগলি (১৮) ও হাওড়াতে (১৬)। চতুর্থ দফা পর্যন্ত ১৩৫টি আসনে বিজেপি ৬৪, তৃণমূল ৫২ এবং মোর্চা সম্ভাব্য ১৯ টি আসন পেতে পারে।
বাকি ফলাফল কাল।
এলেবেলে | 202.142.***.*** | ০৪ মে ২০২১ ১৭:৫৪734315খ, আবারও একবার মর্যাল সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। যেখানে সব্বাই ফেল করেছে সেখানে বেছেবেছে আমাকে গালাগাল দেওয়াটা খুবই আমোদজনক। আমি বুক চিতিয়ে প্রতিটা সিট ধরে ধরে প্রেডিকশন করেছিলাম এবং তা না মেলায় কোনও বেকার অজুহাত খাড়া করিনি। গোল গোল কথা বলার পরে লাগে তুক না লাগে তুকে আমি বিশ্বাসী নই।
এবারে এক এক করে আপনার চারটে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি।
১. ডেটার সোর্স - না নিজস্ব এজেন্সি নেই, থাকার প্রশ্নও নেই। তবে এটা আমাদের সমবেত টিমওয়ার্কের ফল। আমার নিজের দায়িত্ব ছিল নদীয়া-মুর্শিদাবাদ-পূর্ব বর্ধমান- আলিপুদুয়ার-কোচবিহার-জলপাইগুড়ি ও পুরুলিয়া। বুড়ো হওয়ার সুবাদে তিনটে জেলা বাড়ির কাছাকাছি, উত্তরবঙ্গে প্রচুর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব থাকার কারণে সেগুলো ফোনে সারা এবং পুরুলিয়ায় একেবারে নিজের ক্ষেত্রসমীক্ষা। সঙ্গে ছিল সিপিএম বন্ধুদের সুবাদে গত লোকসভায় প্রতিটি বিধানসভা ভোটের বুথওয়ারি ফল জোগাড়ের দায়িত্ব। তার সঙ্গে যোগ করুন পঞ্চায়েত ভোটে বিপুল কারচুপির কারণে মানুষের মনে সঙ্গত ক্ষোভ, তীব্র মেরুকরণের হাওয়া এবং অন্তত মালদা-মুর্শিদাবাদে কংগ্রেসের দুর্ভেদ্য গড় যার সিংহভাগ ভোটার সংখ্যালঘু। এর সঙ্গে ভাঙর সংলগ্ন এলাকায় আব্বাসের প্রভাব ও তিনোর গোষ্ঠীদ্বন্দ্ব। এর কিছুটা আমি পাইকেও বলেছিলাম। প্লাস বিক্ষুব্ধ হিন্দু তিনো ভোটের বিজেপিতে যাওয়া। এই সব মিলিয়েই আমার প্রেডিকশন ছিল। সেখানে লোকসভার ফলকে একমাত্র মাপকাঠি বিবেচনা করলে মোর্চাকে ৬০টা আসন দিই না।
এর মধ্যে কুচবিহারে একমাত্র মেখলিগঞ্জ, পুরুলিয়াতে বান্দোয়ান ও মানবাজার, জলপাইগুড়িতে জলপাইগুড়ি ও মাল বিজেপি পায়নি। এবারে শীতলখুচিতে গুলি এবং নির্বাচনের মানচিত্র সবার প্রেডিকশনকে পথে বসিয়ে ছেড়েছে। নাহলে প্রাইমারি টেটের মুল পাণ্ডা মানিক ভটচাজ নদীয়ায় জেতে না, জেতা সম্ভব নয়। সেখানেও দক্ষিণ নদীয়ায় তিনো দাঁত বসাতে পারেনি কারণ মতুয়া ভোট। এবং মালদা-মুর্শিদাবাদে কংগ্রেসের স্রেফ নেই হয়ে যাওয়া।
আপনি ও বড়েস খুবই প্রশংসিত হচ্ছেন বিজেপিকে জুজু হিসেবে না দেখার জন্য। আপনাদের দুজনকেই এই প্রশংসা প্রাপ্তির জন্য অভিনন্দন। কিন্তু আমি এটাকে এখনও এন্ডোর্স করছি না। বিজেপি জুজু শুধু ছিল না, প্রবলভাবেই ছিল তাই গোটা নির্বাচনটাই হল প্রো ও অ্যান্টি-বিজেপি আড়াআড়িতে। সেখানে সংখ্যালঘু ও মহিলা ভোটকে নিয়ে টেক্কা মেরে বেরিয়ে গেছেন মমব্যান। এখানে পিকে-ফিকে স্রেফ বাল। আসল কথা বিজেপি জুজু এবং মানুষ কোনও রিস্কেই যাননি। গেলে সিপিএম-কংবিহীন বিধানসভা হয় না। এবং ৩৮% ভোট পাওয়ায় এই বিজেপি জুজু কিন্তু রয়েই গেল। তাকে ঠ্যাকানো মমব্যানের দ্বারা পরের বার হবে কি না, সেটা ভবিষ্যৎ বলবে। এই ডেটা সোর্স নিয়ে আমি অভ্যুর মতো নিপাট ভালোমানুষের কাছেও 'গ্রামেগঞ্জের বিশেষজ্ঞ' জাতীয় শ্লেষাত্মক বিশেষণ পেয়েছি। হয়তো এটা আমার পাওনা ছিল। কিন্তু আমি সেয়ানাবাজি করিনি, ফল বেরোনোর পরে আমি তো জানতামই মার্কা চালিয়াতি করিনি এবং সেটা ওয়েল ডকুমেন্টেড।
বাকিটা পরের কমেন্টে
এলেবেলে | 202.142.***.*** | ০৪ মে ২০২১ ১৮:০৫734316২. নো ভোট টু বিজেপির ইনফ্লুয়েন্স - কাদের কাছে? মুসলমানরা এমনিতেই বিজেপিকে দেন না। মতুয়ারা তার পরেও দিয়েছেন। তিনোর নিজস্ব ভোটবেল্ট আছে এবং সেটা যথেষ্ট মজবুত। ৩৮% ভোটও টেনেছে বিজেপি। তাহলে আমার প্রশ্ন কাদের কাছে? একমাত্র শিক্ষিত তরুণ প্রজন্ম তাদের যথেষ্ট খারাপ লাগা সত্ত্বেও ভোটটা তিনোকে দিয়েছে এবং তারাই এই নতুন সরকারের সবচেয়ে কঠোর সমালোচক হবে বলে আমার বিশ্বাস।
৩. আরেসেস মমতাকে সাহায্য করেছে - নিশ্চিত নই কারণ প্রামাণ্য ডেটা নেই।
৪. নিম্নবরগ থেকে উচ্চবর্ণ নেতার হাতে বিজেপির যধ্যেই ক্ষমতা ট্রান্সফার হয়েছে - এটা খুব ভালো বুঝিনি। তবে নিম্নবর্ণ চিরকালই ভোটব্যাঙ্ক হিসেবে বিবেচিত এবং বাংলার রাজনীতি স্বাধীনতার আগে থেকেই বাউন-কায়েত-বদ্যি ডমিনেটেড। সেখানে সিপিএম-তিনো-বিজেপি সব শেয়ালেরই এক রা।
সব শেষে বলি আপনি ভারী দুষ্টু লোক, আপনার একরাশ চুলে খুসকি হোক। কোনও একদিন দু-দুবার ফোন করেছিলাম। ধরেনওনি, পাল্টা ফোনও করেননি।
12 | 49.207.***.*** | ০৪ মে ২০২১ ২১:২০734317ওহে লাথ খোর স্যাটাবেল এখন আর গপ্পো বানিও না যে তুমি ডাটা অন্যালিসিস করেছো আর তোমার টিম আছে ।এখুনি যদি জিজ্ঞেস করি কি রিগ্রেশন মডেল ব্যবহার করেছো ভ্যারিয়েবল কি কি ছিল --আবার পেছুন মারা খাবে . আলগো দেখতে বললে হিসু করে দেবে .
তোমার প্ল্যান ছিল যে একটা ফেক ওপিনিয়ন পোল ছড়িয়ে পাবলিক ওপিনিয়ন যতটা ইনফ্লুয়েন্স করা যায় .. ৪২০ কোথাকার .
আমি ডেডিকেটেড পুরোনো নিপা কিন্তু তোমার বালবাজি দেখে ঠিক করলাম তোমাকে লাথি মারতেই হবে ।.প্রথম দিনথেকে মারছি :
বেশ আরাম লাগছে। আমার মনেহচ্ছে লাথি খেয়ে তুমিও বেশ মজা পাচ্ছ :)
12 | 49.207.***.*** | ০৪ মে ২০২১ ২১:২২734318ওহ গুরুতে বাংলায় পোস্ট করা কত সোজা . জয়গুরু
@12 | 2605:6400:30:f414:42ce:c612:dab8:***:*** | ০৪ মে ২০২১ ২২:০৪734319এলেবেলেবাবু একটু এটেনশন পেতে ভালবাসেন। লোকে ভাল বলল না লাথি কষাল তাতে কিছু এসে যায় না। আমাকে দেখুন আমাকে দেখুন টাইপ। এনারা এরকমই। কবে হয়ত দাড়ি রাখতে শুরু করবেন।
12 | 49.207.***.*** | ০৪ মে ২০২১ ২২:৩৭734320এখনও প্রচুর বানান ভুল হচ্ছে সব ঠিক মতো টাইপ হচ্ছে না ।কি করা যায় বলুন তো ?
আচ্ছা | 2a03:e600:100::***:*** | ০৪ মে ২০২১ ২৩:৫৯734321এই বেঙালোরের ১২ নম্বর এলবেলের চেনা লোক তাই না? তুমি তামারি করছে এ চেনা লোকবেঙালোরে থাকে।
12 | 49.207.***.*** | ০৫ মে ২০২১ ০০:২২734322অরে এলবেলে না , স্যাটাবেলে কিংবা এলেস্যাটা :)
ভাবদুলাল ও বলতে পারো , বাংলার বিখ্যাত স্যাটা বিশেষজ্ঞ :)
ফলের আয়নালিসিস টা পড়লাম। সমীক্ষার মেথড টাও শুনলাম। কিছু জায়গায় দ্বিমত পোষণ করছি। শীতলকুচি টা একটা ইম্পকট করেছে মেনে নিলাম কিন্তু ওই দফার আগের ভোট গুলো তাহলে কি হলো। সেটা তো বিজেপির ই পাওয়া উচিত। আবার আপনিই বললেন শীতল কুচি তে বিজেপি জিতেছে। সেটা আমি জানি না। কিন্তু জিতল কিভাবে তাহলে।
একমাত্র ইস্যু ছিল এই ভোটে বিজেপি। আসবে কি আসবে না জাস্ট এই ইস্যুতে ভোট হয়েছে।
আর কোনো মিডিয়া জাস্ট বাম দের দেখায় ই নি। কোনো টিভি চ্যানেল দেখে যদি কেউ ভোট দেয় বামেরা লড়ছে এটা জানতেই পারতো না।
যেটুকু হয়েছে সোশ্যাল মিডিয়ায় হয়েছে।
12 | 49.207.***.*** | ০৫ মে ২০২১ ০০:২৯734324এই দুর্দ্দান্ত এনালাইসিস টা চলচিত্তচঞ্চরী তে জায়গা পাবে |
এলেবেলে | 202.142.***.*** | ০৫ মে ২০২১ ০০:৩০734325আচ্ছা, যে পুঁটিমাছ জোটকে ত্রিশটা আসন দিয়ে রিগ্রেসন মডেল আর অ্যালগো মারাচ্ছে তাকে করুণা করি। তবে মালটা আমাকে বেদম ভয় পায় তাই নিজের নিকে লেখার দম দেখাতে পারছে না। এসব ফুটো কড়ি কোথায় থাকে তা জানার আদপেই আগ্রহ নেই এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং এর ভাষাপ্রয়োগ দেখে তিনো যে আদ্যন্ত একটি লুম্পেনদের পার্টি সেই ধারণা দৃঢ়তর হয়েছে। বাংলার মানুষ এদেরকে দিয়েছে বিজেপিকে রুখে দেওয়ার দায়িত্ব আর পড়ে পাওয়া চোদ্দ আনা পেয়ে সাপের পাঁচ পা দেখা শুরু হয়ে গেছে অলরেডি।
প্রশান্ত কিশোর যথেষ্ট বুদ্ধিমত্তা র পরিচয় দিয়েছে।
দিদিকে বলো করে মানুষের ক্ষোভ টা প্রশমিত করার কাজ করেছে। আন্টি ইনকামবেনসি ফ্যাক্টর টা কমানোর একটা জায়গা তৈরি হয়েছে।
স্বাস্থ্য সাথী ও হিট করে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু এই মনে করে দলে দলে মানুষ লাইন দিয়ে কার্ড করিয়েছে। মহিলা ভোটার দের এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যারা মম ব্যান এর বড় ভোট ব্যংক।
বিজেপি ক্রমাগত মমতা কে আক্রমন করে প্রবল প্রতিপক্ষ হিসেবে জট গুরুত্ব দিয়েছে, মানুষের তত মনে হয়েছে মমতাই তবে প্ৰকৃত বিজেপি বিরোধী। নইলে একে শুধু আক্রমন করছে কেন।
প্লাস বিজেপি শাসিত রাজ্যের দুরবস্থা ও এদের বিরুদ্ধে গেছে।
এলেবেলে | 202.142.***.*** | ০৫ মে ২০২১ ০০:৪২734328রমিত, একমাত্র মেখলিগঞ্জ ছাড়া কুচবিহারের প্রত্যেকটা প্রেডিক্টেড সিটে বিজেপি জিতেছে তো। আলিপুরদুয়ারেও তাই। ৩০% মুসলমান ভোটের ব্লক ভোট, আর ৭% তিনোর বিপক্ষের কিন্তু বিজেপিবিরোধী হওয়ায় তিনোর বাক্সে। বাকি কত শতাংশ হিন্দু ভোট তিনোর পক্ষে? বড়জোর ১০%। আপনারা আমার প্রেডিকশনের ভুলভ্রান্তি নিয়ে আমোদ নিন। এদিকে বিজেপি যে ৩৮% হিন্দু ভোট কনসোলিডেট করে ফেলল সে ব্যাপারে উদাসীন থাকুন। তাতে সুবিধাবাদী অবস্থান নেওয়া এবং গালাগালি দেওয়া - দুটোতেই বিস্তর সুবিধা। এবং কী আশ্চর্য এই গালাগালির এক শতাংশও একসিট পোলের বিশাআআআআল বিশেষজ্ঞদের দিকে ধাবিত হচ্ছে না! ছো ছুইট!!
এলেবেলে | 202.142.***.*** | ০৫ মে ২০২১ ০০:৪৮734329মিডিয়া বামেদের দেখায়নি বা দেখালেও নেগেটিভভাবে দেখিয়েছে ভোটটাকে আরও পোলারাইজেশনের দিকে ঠেলে দিতে। তাতে তাদের উইন-উইন সিচ্যুয়েশন অব্যাহত থাকবে বলে। কিন্তু মিডিয়া কি বিজেপিকে প্রতিহত করার কথা বলেছে? না। কেন বলেনি? কারণ তিনো আসলে যাতে হেঁহেঁগিরিটা চালিয়ে যেতে অসুবিধা না হয়। ভোটের আগে এমনকি ভোটের দিনও আনন্দবাজার ডিজিট্যাল খুললে প্রথম দশ সেকেন্ড মোদীর বিজ্ঞাপন। কিন্তু ফল বেরোনোর পরে? প্রায় হাফ পাতা ধরে বিশাল ফন্ট সমেত দিদির জয়ডঙ্কা।
12 | 49.207.***.*** | ০৫ মে ২০২১ ০১:১৯734330বেলেস্যাটা যাও ঘুমিয়ে পারো . অনেক রাত হল
কাল আবার সস্তার চাকরি করতে হবে :) সাবধান দিদির ভাই রা বাইরে ঘুরে বেড়াচ্ছে ,কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যাও .
কাল আবার লাথ মারবো টাটা
এলেবেলে | 202.142.***.*** | ০৫ মে ২০২১ ০১:২৩734331দিদির ভাই, দাদার ভাই, সিপিএমের ভাই, কংগ্রেসের ভাই কারও আজ অবধি লাথ মারার হিম্মত হয়নি, পরেও হবে না। তুমি স্বপ্নদোষের রুগি বাছা, ভালো করে নিজের চিকিচ্ছে করাও। দিদির স্বাস্থ্যসাথী কার্ড আছে তো?
12 | 49.207.***.*** | ০৫ মে ২০২১ ০১:৩৬734332এখনো ঘুমাও নি ?কি ব্যাপার প্রস্টেট বড় হয়ে গেছে নাকি ?বারবার বাথরুম যেতে হয় ?
স্বপ্নদোষ নেই :) তোমার আছে নাকি লাথখোর ?
bb | 2001:67c:2608::***:*** | ০৫ মে ২০২১ ০৭:০৫734334তেলেঝোলে পুরো সাইকোলজিক্যাল কেস। জীবনে কোথাও পাত্তা না পেয়ে গুরুতে এসে ঠেকেছে। তায় রেজাল্ট দেখে মাথার ঘায়ে কুকুর পাগল। ভাজপার নেতাদের মতই ৩ থেকে ৭৭, ৩৮% করে লাফাচ্ছে। যেন ২০১৯ ঘটেইনি। যাক, ছাড়ান দেন। কেষ্টর জীব।
এক্সিট পোল ও এটা প্রেডিক্ট করতে পারেনি, এটা তো বলেছি। এত আসন পাবে দিদি নিজেও ভাবে নি। ভেবেছিল 150-160 পাবে ম্যাক্স।
:-) | 43.25.***.*** | ০৫ মে ২০২১ ১০:৩১734340হ্যাঁ সেটা দিদি এসে কানে কানে বলে দিয়ে গেছিল তো।
এলেবেলে | 202.142.***.*** | ০৫ মে ২০২১ ১০:৩৬734341এ মা রমিত, আপনি জানেন না যে 43.251.171.83কে কানে কানে দিদি বলেছিলেন ২১৫টা পাবেন? ওই দুজন না তিনজন মারা গেল তাই এট্টুস কমল। তা দিদি যে নিজে হেরে যাবেন সেটা বলেছিলেন আপনাকে 43.251.171.83?
12 | 49.207.***.*** | ০৫ মে ২০২১ ১০:৪৪734342বেলেস্যাটা কাজের সময় ভাটিও না যাও বাংলা রচনা লেখো . নাকি সকালে ব্রেকফাস্ট এ গরম গরম লাথি খেতে চাও ?
এলেবেলে | 202.142.***.*** | ০৫ মে ২০২১ ১১:০৪734343মাতাল মদনা আর অক্সিজেন কেষ্টার সাক্ষাৎ শিষ্য মাইরি! কী দাপঅট!!
দিদি | 2405:8100:8000:5ca1::32d:***:*** | ০৫ মে ২০২১ ১১:০৯734344না বাপু, আমার অত রাজনৈতিক প্রজ্ঞা নেই যে সিট ধরে ধরে রেজাল্ট বলব। মোটাভাই আর তোমাদের পাড়ার পণ্ডিত ভাইটুকে আমার প্রণাম।
12 | 49.207.***.*** | ০৫ মে ২০২১ ১৫:১০734347ওহে স্যাটাবেলে বড্ড ফাঁকিবাজ মাস্টার তো তুমি , কাজের সময় গুরু তে পাকামো মারছো .
পেছুন টা তো লাথ খেয়ে ফুলে গ্যাছে দেখছি , এবার বিচি তে লাথ মারতে হবে :)
@12 এবার থামুন। ভদ্র ভাবে তর্ক করলে করুন। আর নেওয়া যাচ্ছে না। একটা লিমিট আছে।
12 | 49.207.***.*** | ০৫ মে ২০২১ ২৩:০৮734350যাহ স্যাটাবেলে আর আসছে না , সামনে পিছুনে দুদিকে লাথ খেয়ে ব্যাথা . তার ওপর প্রস্টেট বড় হয় গেছে ..
এতএব ১২ বিদায় নিচ্ছে , কিন্তু আরএসএস /বিজেপি র দালালি করলে আর মুড থাকলে ফিরে আসতেই পারি :)
লেগে থাকুন সব্বাই ।জয় গুরু :)
হায় হায় | 2405:8100:8000:5ca1::523:***:*** | ০৮ মে ২০২১ ১৮:৫৪734371এ মা রমিত, আপনি জানেন না যে 43.251.171.83কে কানে কানে দিদি বলেছিলেন ২১৫টা পাবেন? ওই দুজন না তিনজন মারা গেল তাই এট্টুস কমল। তা দিদি যে নিজে হেরে যাবেন সেটা বলেছিলেন আপনাকে 43.251.171.83?
দিদি যা বলেছিল- https://epaper.sangbadpratidin.in/epaper/edition/2676/sangbad-pratidin-21-03-21