চারিদিকে অনেকেই বলছে নো ভোট টু বিজেপি নিয়ে সিপিয়াইএম ক্ষোভপ্রকাশ করছে নো ভোট টু বিজেপি নিয়ে সিপিয়াইএম এর ক্ষোভ বললে অত্যুক্তি হবে। সিপিয়াইএম এর অফিশিয়াল স্টেটমেন্ট, হান্নান মোল্লার বক্তব্য ও নো ভোট টু বিজেপির মিছিলে হাঁটা, সিপিয়াইএম অন্ধ্রপ্রদেশের টুইটার হ্যান্ডেল সবই বরং এর বিপরীতেই সাক্ষ্য দিচ্ছে। আসলে নো ভোট টুর প্রতি এত আক্রমণ মুখ্যত ফেসবুকীয় সেলেব হিসেবে খ্যাত সিপিয়াইএম সমর্থক ও তার সাঙ্গপাঙ্গদের মধ্যেই মুখ্যত সীমাবদ্ধ। আর সমস্ত বাম মনোভাবাপন্ন ফেসবুক গ্রুপের মতো নো ভোট টুকেও হাইজ্যাক করার উদ্দেশ্য ছিলো এদের। শুরুর দিকে সেই উদ্দেশ্যেই ক্রমাগত গ্রুপটাকে ব্যবহার করতে চেষ্টা করেছে ফেসবুকের সিপিয়াইএম এর সমর্থক হিসেবে পরিচিত কিছু মুখ। সমস্ত লেফট স্পেসকে হাইজ্যাক করার এই প্রচেষ্টা বরদাস্ত করা হয়নি বলেই দাঁত নখ বের করে আক্রমণ করছে। প্রতিহিংসার তাড়নায় বিজেপির লেভেলে নেমে যেতেও তাই এদের লজ্জা নেই, কারণ এদের গোটাটাই ফেসবুকী ইমেজ নির্ভর। তাই বিজেপির দেওয়া খুনের হুমকির পোস্ট এরা শেয়ার করে। বিজেপির তৈরি ভুয়ো খবর এরা নির্দ্বিধায় ছড়ায়। বিজেপির "বীফবিপ্লবী", "মুসলিম তোষণ" জাতীয় ন্যারেটিভকে মান্যতা পর্যন্ত দেয়। এদের জন্য সিপিয়াইএম এর দুর্নাম হচ্ছে, বিজেপিবিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিজেপি ও তৃণমূল এর ফায়দা লুটছে, তবু এদের কোনো চৈতন্য নেই। শ্রেণীগতভাবে চূড়ান্ত প্রিভিলেজড হয়ে স্টাটাস মেইনটেইন করতে নিজেকে সিপিয়াইএম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে যা হয় আর কী।