
সোনার বাংলা না জয় বাংলা? ভাইজান না ভাইপো- হিসেব করা হোক
এলেবেলে তো আপাতত একটা প্রেডিকশন দিয়েছেন। বাকিরা পোস্টান।
হিজি-বিজ-বিজ | 2603:8000:b101:f400:453d:4a6b:9f64:***:*** | ০১ মার্চ ২০২১ ০৮:৫৩733697কোই? কোথা ?
এইটা এলেবেলে-র হিসেব ছিল--
সিদ্দিকির সঙ্গে জোট হবে সেটা ধরে নিয়ে।
| জেলা | আসন | বিজেপি | তৃণমূল | জোট | |
| ১ | দার্জিলিং | ৬ | ২ | ২ | ২ |
| ২ | কুচবিহার | ৯ | ৭ | ২ | ০ |
| ৩ | আলিপুরদুয়ার | ৫ | ৫ | ০ | ০ |
| ৪ | জলপাইগুড়ি | ৭ | ৫ | ১ | ১ |
| ৫ | উত্তর দিনাজপুর | ৯ | ৪ | ২ | ৩ |
| ৬ | দক্ষিণ দিনাজপুর | ৬ | ৫ | ১ | ০ |
| ৭ | মালদহ | ১২ | ৫ | ২ | ৫ |
| ৮ | মুর্শিদাবাদ | ২২ | ০ | ২ | ২০ |
| ৯ | নদীয়া | ১৭ | ১২ | ৫ | ০ |
| ১০ | উত্তর ২৪ পরগণা | ৩৩ | ১৪ | ১৫ | ৪ |
| ১১ | দক্ষিণ ২৪ পরগণা | ৩১ | ১৯ | ১০ | ২ |
| ১২ | হাওড়া | ১৬ | ৯ | ৬ | ১ |
| ১৩ | হুগলি | ১৮ | ১১ | ৫ | ২ |
| ১৪ | পূর্ব বর্ধমান | ১৬ | ৮ | ৮ | ০ |
| ১৫ | পশ্চিম বর্ধমান | ৯ | ৬ | ২ | ১ |
| ১৬ | পূর্ব মেদিনীপুর | ১৬ | ৬ | ১০ | ০ |
| ১৭ | পশ্চিম মেদিনীপুর | ১৫ | ৮ | ৭ | ০ |
| ১৮ | ঝাড়গ্রাম | ৪ | ৩ | ১ | ০ |
| ১৯ | বীরভূম | ১১ | ৫ | ৫ | ১ |
| ২০ | বাঁকুড়া | ১২ | ৭ | ৪ | ১ |
| ২১ | পুরুলিয়া | ৯ | ৫ | ২ | ২ |
| ২২ | কলকাতা | ১১ | ০ | ১১ | ০ |
| মোট | ২৯৪ | ১৪৬ | ১০৩ | ৪৫ | |
PM | 182.16.***.*** | ০২ মার্চ ২০২১ ১৫:০৯733700তিনো >১৫০
বিজেপি <১০০
বাম /কং <৫০
আসন ধরে ধরে বলার ক্ষমতা নেই ।মোটামুটি পাসসেপশান
PM | 182.16.***.*** | ০২ মার্চ ২০২১ ১৫:১৩733701তিনো > ১৫০
বিজেপি < ১০০
বাম/ কং <৫০
মোটামূটি পারসেপশন
a | 202.53.***.*** | ০২ মার্চ ২০২১ ১৭:৩৭733702একটা বাদে কেউই তো বিজেপিকে ১০০ r কম দেয়নি। তাহলে পিকে বাবুর কি হবে? উনি যে এদিকে নতুন প্রোজেক্ট ধরে ফেলেছেন।
ab | 2409:4060:2e88:9a85:8450:8135:53fb:***:*** | ০৩ মার্চ ২০২১ ০১:০৭733703অপিনিয়ন পোল এ বিজেপি এগিয়ে আছে এটা দেখে কেউ চাপ নেবেন না। বাকি দলগুলোর অত টাকা নেই যে অপিনিয়ন পোল হাত করতে পারবে। আমার perception হচ্ছে জোট একশো এবং বিজেপি ত্রিশ চল্লিশ (বাকিটা তৃণ অর্থাৎ তৃণ সরকার গড়ার কাছাকাছি পৌঁছাবে)। কারণ গ্যাসের দাম, পেট্রোল, কৃষক বিল, শ্রমিক বিল, চাকরি না দিতে পারা, NRC, CAA. মানুষ এত বোকা নয় যে বিজেপিকে ভোট দিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। 2019 এর ভোট এ নানা কারণ এক হয়ে বামের ভোট রামে গেছিলো।
কিন্তু যদি ওপিনিয়ন পোল হাত ই করবে, তাহলে তো সব ওপিনিয়ন পোলে এগিয়ে থাকার কথা। তাহলে পিছিয়ে আছে কেন। আর জোট একশো সিট নিজেও ভাবছেনা পেতে পারে বলে। পেলে তো ভালোই।
প্রেডিকশন | 117.194.***.*** | ০৩ মার্চ ২০২১ ২৩:৩১733712গতবারের রেজাল্ট
বিজেপি ৩ থেকে একটা টার্ম-এ বেড়ে ৫০/৬০ অবধি গেলেই ওদের পরণের কাপড় মাথায় তুলে দিয়ে নাচা উচিত। মানুষে জানে কোনটা লোকসভা ভোট আর কোনটা বিধানসভা। কোথায় কাকে ভোট দিতে হয়। সিপিএম কংগ্রেস দুটোই নিজেদের জায়গা থেকে আরো নামবে। জোট মোটমাট ৫০/৬০ এর কাছাকাছি নামলে আশ্চর্য হব না। মুলোরা হেসে হেসে ১৪৮ পার করবে।
কঠিন দিন আসছে সামনের পাঁচ বছরে। এবারের বারও লোকসভায় টিঁকে গেলে ২০২৬ এ বিজেপি বাংলা নিয়ে নিতেও পারে। দুই মৌলবাদী দলের আঁতাতে-সংঘর্ষে-প্রচারে আর যুব বামপন্থীদের অ্যাক্টিভিজমে সামনের পাঁচ বছর পশ্চিমবঙ্গ অশান্ত থাকবে। ২০২৬ এ বাংলাপক্ষ তথা গর্গ ভোটে দাঁড়াবে। মনে হয়,জমানত জব্দ হবে না।
a | 202.53.***.*** | ০৫ মার্চ ২০২১ ২০:১০733713বামেদের প্রার্থী তালিকা
a | 202.53.***.*** | ০৫ মার্চ ২০২১ ২০:১৪733714তৃণমূলের
https://en.wikipedia.org/wiki/2021_West_Bengal_Legislative_Assembly_election#Opinion_Poll
উইকির সর্বশেষ খতিয়ান। এরপর অফিসিয়াল প্রেডিকশন বারণ। কিন্তু, এই একমাস আট দফায় গুচ্ছ পূর্বাভাস আসবে আশা করি। 
এক্সিট পোল এসে গেল
টাইমস নাও সি ভোটার
তৃণমূল -১৫৮
বিজেপি -১১৫
মোর্চা - ১৯
প্রশান্ত কিশোরের চাকরি গেল।

সম্বিৎ | ২৯ এপ্রিল ২০২১ ২১:১৭7341262016 সালে এক্সিট পোল কীরকম মিলেছিল? আমার মনে নেই।

রিপাব্লিক আমাদের কুম্ভবাবু। বুঁদি আসল না নকল, আরো তিন দিন লাগবে জানতে।