ভালবাসলে যত্ন করতে হয়... সানলাইটের বিজ্ঞাপনটা দেখতে দেখতে মনে হল যত্ন কারে কয়?
রোজ সকালে গুডমর্নিং, রাতে গুড নাইট বলাটা কারো কাছে যত্ন, আবার কাউকে তার পছন্দের জামাকাপড় কিনে দেওয়াটা কারো কাছে যত্ন, নয়ত সঙ্গে করে নাটক- সিনেমা -বেড়াতে- বাইরে খেতে নিয়ে যাওয়াটা যত্ন, কিংবা সকালে চা বানিয়ে দেওয়া থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত অন্যের স্বাবলম্বনে হস্তক্ষেপ করে চলাটা( উদাহরণ শেষ হবে না) যদি যত্ন হয়, তাহলে অপ্রকাশিত যত্নগুলো কি যত্ন নেওয়া নয়?
কখনও কখনও মনে হয় আসলে এও একটা খোপে বসানোর রাজনীতি! এই নরম্যাটিভ ভাবনার ধ্যানধারণা, তথাকথিত আদিখ্যেতাগুলো ( মতান্তর থাকতেই পারে) চারপাশে এত বেশি প্রকট যে আমরাও তার ফাঁদে পড়ে বগা হয়ে কেঁদে বেড়াই, আর ঘ্যানঘেনে গান গেয়ে যাই " আমায় কেউ ভালবাসে না"...
বহু তথাকথিত নরম্যাটিভ লোকজনকে বলতে শুনি আমাদের সম্পর্ক, মানে এই আমরা যারা সোজা নই( সংজ্ঞাটা কে যে ঠিক করেছে কে জানে বাপু)তাদের সম্পর্ক টেঁকে না,তো আমরা চাইলেই কেন সোজা হয়ে যাইনা! নইলে বুড়ো বয়সে কে দেখবে গোছের মন্তব্যও আসপাশ থেকে উড়ে আসে, একবারও তারা ভাবেন না যদি তাদের মত তথাকথিত সম্পর্কগুলো সবই টেঁকসই হত তাহলে চারপাশে কান পাতলে এত ভাঙনের গান শোনা যেত না।
আসলে সম্পর্ক শব্দটা ও তার মানে টা এত বেশি খোপ কেন্দ্রিক যে আমাদের প্রেমের গল্পও " আরেকটি প্রেমের গল্প" বা প্রকারান্তরে অন্যরকম প্রেমের গল্প হয়ে বিকোয়। এই বসন্তের নেশা লিঙ্গভেদে তাবৎপ্রানীকুলে আলাদা কিনা তা নিয়ে যতবেশি চুলোচুলি গুনীজনেরা করুন তাতে কারও একটি বাঁকা চুল ছিঁড়বে কিনা গ্যারান্টি দিতে পারছিনা।
আসলে ঠিক কজন বুঝি প্রেম- ভালবাসা- orgasm - অনুভূতি সবটাই মস্তিস্কের কেরামতি, না বুঝে সবটাকেই তো বড় বেশি tag করে দিই নিম্নাঙ্গে, হৃদয় বিনিময় বলে যা আমরা বুঝি তার সঙ্গে হৃদযন্তর অপেক্ষা মস্তিস্কপ্রসূত ভাবনার প্রকাশ যে আসলে বেশি, তা নিয়ে সকলের মাথাব্যথা এত কম যে সমকামী সম্পর্ক, কামসর্বস্ব / অপ্রেম মূলক( ? ) সম্পর্ক বলে আলাদা করে পরিগণিত করার ও খোপে ফেলার রাজনীতিটাও চলতেই থাকছে।