দ্বিধা
সুজিত বসু
ঘর ভেঙে যায়, ঘর ভেঙে যায় ঝড়ে
পাতাগুলি ঝরে, সব পাতা ঝরে পড়ে
জঙ্গলে ছিল, জঙ্গলে থাকে বাঘ
হলুদ হলুদ চোখে জ্বলে ওঠে রাগ
যাবো কি যাবো না, যাবো কি যাবো না শিকারে আজ
পরি কি পরি না , পরি কি পরি না যুদ্ধসাজ
যুদ্ধে যাবো কি , ঠিক হবে তা কি ভেবে ভেবে বৃথা
কলঙ্ক গায়ে , তবু বলো না হে ঠিক হবে কি তা
ঠকালো আমাকে, ঠকাবে আমাকে যারা
প্রিয়াকে কেড়েছে , আমি আজ প্রিয়াহারা
উদ্ধারে আমি আজ যাবো না কি কাল
গালে চড় খেয়ে পেতেছি আরেক গাল
ঘরে কোণঠাসা, তবু যেন মনে আশা
ওরা তো বোঝে না, বোঝে না তো ভালোবাসা
রক্ত শরীরে, ঘরে এলো ফিরে সে ধর্ষিতা
আমি আধুনিক , প্রতিশোধ নিয়ে কি হবে বৃথা
ওরা তো করেছে, আমি তো করিনি এমন পাপ
তার থেকে bhalo চুমু শোয়াশুয়ি, মৃদু আলাপ
আদর করেছি , আদর করেছি তাকে
তবু সে জাগায়, জাগিয়েছে বেদনাকে
পাতাগুলি ঝরে, পাতারা ঝরার পরে
ঘর ভেঙে যায়, ঘর ভেঙে গেছে ঝড়ে