সুজাতা তোমার কাছে
বহুদিন আগে দেখা হয়েছিল কংসাবতীর তীরে
সূর্য তখন প্রায় ডুবুডুবু, জলে রক্তের ধারা
ক্লান্ত পাখিরা ফিরছে তখন সযত্নে গড়া নীড়ে
খুনোখুনি রাজনীতিতে তখন, রক্তের দাগ ছাড়া
আর কিছু নেই কোথাও,আমিও এড়াতে পারিনি তাই
নদীর জলে সে দাগ ধুতে গিয়ে প্রথম তোমাকে দেখা
তোমার দুচোখে নেই তো শান্তি, সর্বনাশের ছোঁয়া
সেই দুই চোখে, নদীতটে তুমি দাঁড়িয়ে রয়েছো একা
তখনই বুঝেছি রক্তচিহ্ন সহজে যাবে না ধোয়া
চৈত্রমাস তো নয়, তবু চোখ শাণিত ছুরির ফলা
দৃশ্যত নয়, তবুও রক্ত ঝরালো সে চোখ মনে
সিঞ্চনে তবু আমার জমিন আজও সেই নিষ্ফলা
কেন শেখালে না আবাদের রীতি সেই নীল নির্জনে
অসমাপ্তই যজ্ঞ আমার, পড়ে আছে শুধু ছাই
হয়তো বোঝার ভুল হয়েছিল, চোখের যে সংকেত
মাধুর্যে ভরা, তাকে ছুরি ভেবে সর্বনাশের ভয়ে
কাপুরুষ আমি পালিয়ে গিয়েছি, তাই নিষ্ফলা ক্ষেত
গভীর খাদের কিনারায় বসি অবশেষে পরাজয়ে
সব শেষ নাকি এখনও বিজয়ী হতে পারি তা কে জানে
আমি তো জানিনা, হয়তো জানেন শুধু অন্তর্যামী
না বলে কিছুই মুখ যে আমার ঢেকে দেন অপমানে
সুজাতা তোমার কাছে কবে ফেরা, কবে যে ফিরবো আমি!