এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • প্রবাসপুজোর গন্ধ বুকে...

    Nabanita Sen লেখকের গ্রাহক হোন
    ২৩ অক্টোবর ২০২০ | ৮০১ বার পঠিত
  • নিবিড় বাঁশবনে ঘেরা ছোট্ট দীঘি। তরঙ্গহীন জলে ছায়ামাখা গোলাপী পদ্ম, গোল ঢেউ খেলানো পাতা। পানকৌড়ি হঠাৎ মুখ ডোবালেই স্থিরজলের তলায় শ্যাওলাদাম উঠত কেঁপে। তরঙ্গেরা ছুঁয়ে ফেলত পদ্মের পাঁপড়ি। ডাকঘরের মতো আকাশ জুড়ে মেঘেদের চিঠি দেওয়া নেওয়া চলত যখন, দীঘির স্বচ্ছ জলের আয়নাবুকে মিলত শরতের গন্ধ। সে গন্ধ এখনও পাই প্রবাসী বারান্দায়। সেই পদ্ম পাঁপড়ির রঙ রামধনু বেয়ে মিশে যায় বেগুনী ল্যাভেন্ডারের মঞ্জরীতে। সেই দিগন্তজোড়া কাশের ঢেউয়ের মিঠে ছলাৎ ছলাৎ শব্দ বয়ে আসে প্যানপাস গ্রাসের গমরঙা রেশমী চিরল রোঁয়ায়।
     
    মার্কিনদেশে মা এসেছেন গোলার্ধ পেরিয়ে। মহাসপ্তমীর আবাহনে দর্পণচর্চিত মহাস্নানের পর মায়ের ত্রিনয়ন জেগেছে কুশের প্রাণপরশে। এদেশের পুজোতে ছেলেবেলায় দেখা বাংলাকে খুঁজে পাই। মন্ডপসজ্জা থেকে পুজোর উপকরণ,আলপনা সবেতেই ঘরোয়া যত্ন, প্রবাসী আবেগ। মন্ডপের মার্কিনি বহিরঙ্গ আড়ম্বরহীন হলেও অন্দরে প্রবেশ করলেই শরতের আকাশ। স্বর্ণকুমুদের মতো স্নিগ্ধ মায়ের মুখ, চোখের কোল জুড়ে গিরিগৃহে আসার আনন্দ, স্মিত ঠোঁটের কাছে নাকছাবিতে একটুখানি লজ্জা, সোনাকুঁড়ি ফলের মতো চিকন চুলের সীমান্তে উজ্জ্বল মুকুট। নয়নজোড়া রূপ, অন্তর জুড়ে স্নেহ। মায়ের এই শাশ্বত মূর্তি দেখার পর থিমপুজোকে মনে হয় নিষ্ফল আষ্ফালন। শাঁখা-সিঁদুর, আলতা পাতা, কাজললতা, দর্পণ, ডালিম ফুলে সাজানো বরণডালা, নকশাতোলা রঙিন কোলসরা, কাঠের বারকোষে অন্নভোগ, অষ্টমীতে পিতলের পুষ্পপাত্রে ১০৮টা পদ্ম, ঢাকের বাদ্যি, বাঙালি দুর্গাপুজোর শাশ্বত ছবি।
     
    খুব ভোরে যখন ডিঙ্গি বেয়ে পদ্মফুলওয়ালারা ফুল ভেঙ্গে নিয়ে যায়, পাংশুবর্ণ জলাশয়ের হৃদয়জুড়ে পড়ে থাকে ছেঁড়া পাঁপড়ির টুকরো, শূন্য পাতায় উবে যাওয়া শিশিরের স্মৃতি। যেমন মা চলেছেন কৈলাশের গিরিপথে। পিছনে পড়ে থাকা গ্রামছাড়া তাল সারির পথে টুপ করে এসে বসে নীলকন্ঠ পাখি। বাবার কাছে গল্প শুনেছি আগেকার জমিদাররা দুর্গাপূজার উদ্বোধন করতেন নীলকন্ঠ পাখি দিয়ে। দুই পাখা জুড়ে আশমানি আর ঘন নীলের মেশামেশি, গলার অংশ শিবের মতো নীলবর্ণ। নীলকন্ঠ পাখি আজও মায়ের বাড়ি ফেরার পথে সন্ধ্যেবেলার শঙ্খধ্বনির মতো করুণ।
    সাইপ্রাসের শিকড়ে আসন্ন হেমন্তের হিম ঘন হয়ে উঠছে। বরফের দেশ থেকে পরিযায়ী পাখিরা সার বেঁধে চলেছে বিষুব রেখার দিকে। মেরু বাতাস ছুঁয়ে গেলে ছোট ছোট ব্যথারা বিস্মৃতির তল থেকে বুদ্বুদের মতো ভেসে উঠতে থাকে। এবার হেমন্ত আসবে। অস্তরাগের শীতল সন্ধ্যে নামবে ঝরাপাতার উপর। উৎসবের স্মৃতিরা চন্দনের গন্ধের মতো ক্রমশ মেদুর হয়ে উঠতে থাকবে পরবর্তী উৎসবের অপেক্ষায়। 

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন