গুগল লেআউট বা গুরু লেআউট (নতুন বা পুরোনো) বা যেমন খুশি (অভ্র ইত্যাদি); মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে লিখতে গিয়ে কী কী সমস্যা পাচ্ছেন এই টইতে একটু লিখুন। একজায়গায় থাকবে। টেক টীম যখন হাত লাগাবে পুরোটা একসাথে করে ফেলতে পারলে সুবিধে হবে। আমি শুরু করছি:
১) লেখার মাঝে স্মাইলি দিলে তার পরের লেখাটুকু আসে না।
২) গুগল লেআউটে স্পেস না দিয়ে কমা দিলে সেটা নিচ্ছে না। মোবাইলের বাংলা কীপ্যাড দিয়ে টাইপ করছি এখন। স্পেস দিয়ে কমা দিলে নিচ্ছে। গুরু লেআউটে স্পেস না দিয়ে কমা দিলেও নিচ্ছে।
৩) গুরু লেআউটে ফোনেটিকালি লেখার সময় ক্লোজিং ব্র্যাকেট ')' দিলেই লেখাটা ইংরিজি থেকে যাচ্ছে। স্পেস দিয়ে বাংলা লেখাটা লিখে নিয়ে তারপর ক্লোজিং ব্র্যাকেট দেওয়া যাচ্ছে।
আরও দুটো সমস্যা:
১) লেখার শিরোনাম দেওয়ার জন্য ক্লিক করলেই বাক্সটা বিশাল সাইজ হয়ে যাচ্ছে। ওটা সরু একলাইন লেখার মত থাকলেই ভাল।
২) ফোন থেকে যেই এডিটরের মধ্যে প্রথম ক্লিকটা করি সাথে সাথে এডিটরটা সাইজ লম্বা চওড়ায় বেড়ে গিয়ে কেমন যেন ফ্লোটিং হয়ে যায়। স্ক্রীণের মধ্যে অ্যাংকর্ড অবস্থায় থাকে না। এটা আইফোন থেকে অভিজ্ঞতা।
৩) লেখা যখন লম্বা হতে থাকে তখন গুরু লেআউটের বেলায় নিচের দিকে কিছু ভাসমান জিনিসপত্রের নিচে (হোম বাটন রিফ্রেশ বাটন বা ব্যাক বাটন - এগুলোর যে বারটা রয়েছে বা ডানদিকে একবারে ওপরে ওঠার যে অ্যারো রয়েছে) বাংলা সাজেশনটা চলে যেতে থাকে। পরে এটার ছবি দিতে পারব আশা করি। লেখার বাক্সটাকে আবার রিপোজিশন করে নিতে হয়।