কবিতা / অকবিতা -- লিখেছেন Chirasree Debnath |
কাল রাতে ঘুমোবার সময় সাত আটটা লাইন লিখেছিলাম, ঐ যাকে আমি কবিতা বলি, সেভ করে ঘুমিয়ে গেলাম। সকাল বেলা যখন মোবাইল খুললাম, প্রথমেই হাত গেল সেই কচি কচি সদ্যজাত কয়েকটি লাইনের ওপর। প্রথমে একটি শব্দ বদলে দিলাম, তারপর আরেকটি, তারপর একটি লাইন, দুটো লাইন, তিনটে লাইন, আধঘন্টার মধ্যে সবকিছু বদলে গেলো। গতরাতের একটি অক্ষরও না। এখন যেটা হলো সেটা কি নির্মান। এইসমস্ত পংক্তি কি সত্যিই আমার, না কাল রাতে যেগুলো লিখেছিলাম সেগুলো আমার ছিল। এই বহতা দিনটি কি আমার? না পেরিয়ে আসা সেই নির্জন অন্ধকারতম দীঘির ঘাটটি । কোনটি? মনে হলো বিনির্মিত হয়ে যা এসেছে সেটাই সুন্দর। কিন্তু বন্যতা নেই।কবিতা তো ঐ পুরোটা পড়ুন |
সুন্দর কবিতা, বেশ ভাল লাগলো।
"ঊনকোটি" কথাটি প্রথম পড়ি প্রিয় কবি শক্তি দত্তরায়ের কবিতায়। এই কবিতায় এর ব্যবহার দেখে কিছুটা চমক লাগলো। একই কথার কি চমৎকার ব্যবহার!
বিপ্লব রহমান ধন্যবাদ, শুভেচ্ছা আমার। ঊনকোটি নিয়ে আমার লেখা কবিতাটি ভালো লাগলো জেনে খুশি হলাম খুব।
চিত্তরঞ্জন দেবনাথ, তোমার মতামত পেয়ে আহ্লাদিত হলাম। ধন্যবাদ তোমাকে।