এই রবিবার, অর্থাৎ ১১ তারিখ টালা বস্তিতে শুরু হলো রায়াদির পাঠশালা। রায়াদির সঙ্গে আলাপ গণআন্দোলনের জোয়ারের ঢেউয়ে। রাস্তায়। হ্যাঁঁ,তারপর ফেসবুকে। সেই ফেসবুকে, যেখানে ফেসবুকের নামেই গালমন্দ করি সবাই। সে যাইহোক। একসাথে মিছিলে হাঁটা, 'দিলুঘোষের গালে গালে জুতো মারো তালে তালে' স্লোগানে গা ভাসানো,বইমেলায় আমার গাল টিপে দেওয়ার মধ্যে ছবিগুলো রয়ে গেছে,থাকবে। সেই ছবির টানেই আগেরদিন টালায় পা ফেললাম। বাড়ি থেকে অনেকটাই দূর আমার। তবে রায়াদির থেকে অনেক কম। সুদূর গার্ডেনরীচ থেকে যে নিয়মিত এসে মানুষের পাশে দাঁড়াতো, তার নিরিখে আমার 'অনেকটা দূর' বলা হাস্যাস্পদ। গল্প শুনেছি এইখানে রায়াদির লড়াইয়ের। আশাও রয়েছে অদূর ভবিষ্যতে এ'অঞ্চলের কর্ম্মসূচীতে হাত মেলানোর। সেই লড়াইয়ের স্বপনে ভর করেই আগের দিন খুললো নতুন এক পাঠশালা, বস্তির বাচ্চাদের নতুন নতুন জামাও দেওয়া হলো কিছু। বস্তিবাসী অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে। সৌম্যদা ছিলো,রাতুলদা ছিলো, বিশ্বজিৎদা ছিলো। আরও অনেক বন্ধু ছিলো আমার। আর অনেক গুলো কচিমুখে নিষ্পাপ হাসি ছিলো। হাসিগুলো থেকে যাক। স্বপ্ন সত্যি হোক। লড়াই সফল হোক।