সব মনে থাকবে, সবই মনে থাকবে বন্ধু
তোমার লাঠি আর গুলি যে প্রাণ নিলো
সেই স্মৃতিতে মনের আগুন জ্বলবে
সব মনে থাকবে, সবই মনে থাকবে।
জানি কলম তোমার মিথ্যে কথাই লিখবে যে,
রক্ত দিয়েও সত্য তবু লিখেই যাবো
সব মনে থাকবে, সবই মনে থাকবে।
দিনেদুপুরে মোবাইল, ইন্টারনেট, টেলিফোন বন্ধ ক'রে
দুপুররাতে গোটা শহর নজরবন্দী ক'রে
ঘরে ঢুকে আমার জীবন ধংস ক'রে
মাড়িয়ে দু-পায় আমার হৃদয় চৌমাথায়
সভায় হাজির তোমার ঠোঁটের মুচকি হাসি
সব মনে থাকবে, সবই মনে থাকবে।
দিনের বেলার লোক দেখানো মিষ্টি কথা,
'হয় নি কিছুই' - কাঁপা গলার সান্ত্বনা
আঁধার হলেই প্রতিবাদীর রুদ্ধ স্বর,
মার খাওয়া কে মারার দায়ে দায়ের ,
সব মনে থাকবে, সবই মনে থাকবে।
মনে থাকবে দেশকে ভাঙার চাতুরি তোর,
থাকবে মনে দেশ বাঁচানোর স্বপ্ন মোর,
যখন যখন কাপুরুষের উঠবে কথা,
তোমার গাথাই থাকবে আমার, সবার মনে।
নতুন ভোরের কথা যদি কেউ বলে,
বলবে তারা আমার, আমাদের ভাষা।
অস্ত্র তোমার মারতে যাদের পারল না,
মোহর তোমার ব্যর্থ যাদের কিনতে যে,
ওরাই তারা সামনে দাঁড়ায় প্রলয় হেরি,
মৃত্যুদূতের সঙ্গে ক'রে দরাদরি।
চোখের পাতা পড়তে যদি ভুল করে,
বসুন্ধরা থেমেই থাকে ভুল ক'রে,
আমায় তোমার দাবিয়ে রাখা ভুলবো না,
মুক্তি চেয়ে আমার এ গান থামবে না।
তুমি কেবল আঁধার দেখো চারদিকে,
আমরা দেখি জ্যোৎস্না ধোয়া পূর্ণিমা।
তোমার জেলের দেওয়াল বুঝি উচ্চ খুব
জেনে রেখো তাতেও আছে ফাঁক ফোকর
তোমার নালিশ তৈরি রেখো, ভয় কী তার!
মারতে চাও তো মারতে পারো, পার পাবে?
মরার পরেও ভূতের মতো লিখেই যাবো,
হাসতে পারো আমার কথায়, আমার গানে
আমার খুনের প্রমাণ আমি রেখেই যাবো।
বধির যাতে শুনবে এমন উচ্চগ্রাম,
বন্ধ চোখে দেখবে এমন সে ফরমান।
তোমার হাতে চোখ ধাঁধানো নকল ফুল
আমার বুকে রক্তে রাঙা লাল গোলাপ
জোর খাটিয়ে ফোটাও যদি তোমার হুল
লেখা হ'বে আকাশ পারে 'ইনকিলাব'।
সব মনে থাকবে, সবই মনে থাকবে,
শাপের জন্য তোমার নাম, কালির জন্য মুখ তোমার,
ভুলছি না, ভুলবো না, শপথ রাখি এই আমার।
@de যেমন-খুশি কীবোর্ড সিলেক্ট করে পেস্ট করুন। এই টইটা ভাল লাগল। আপনাকে ধন্যবাদ। :-)
ওহো, ওপরে (২৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৯) quark-এর কবিতা পেস্ট করলাম।
.
আহা! দারুণ শব্দের ভাবানুবাদ।