এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রতিভা সরকার | 192.66.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৮691557
  • দুঃখিত, লিখতে অসুবিধা হওয়ায় অনেক টাইপো রয়ে গেল।

    ল্যান্সনায়েক হনুমানথাপ্পা কোপ্পাড়কে বাঁচানো গেল না । গোটা দেশ যেন নিঃশ্বাস বন্ধ করে তার সুস্থতায় ফিরে আসার প্রতীক্ষায় ছিল । মরীয়া হয়ে মৃত্যুকে হারিয়ে দিতে চাইছিল । তা আর হলো না।

    হয় কি করে কারণ যে তুষারধ্বসটি নেমে এসেছিল তার উচ্চতা ছিল কুতুবমিনারের থেকে আড়াইগুণ বেশি আর তার ভগ্নাংশগুলোই একেক কিলোমিটার আয়তনের । তার সঙ্গে থাকা অন্য সৈনিকদের মৃত্যু হলেও পঁচিশ ফিট তুষারের নীচে চাপা পড়ে থাকা এই মানুষটি এয়ার পকেটের কারণে পাঁচদিন বেঁচে থাকার একটা অসম লড়াই চালাতে পেরেছিলেন । উদ্ধারের সময়ও আশা ছিল অলৌকিক কিছু ঘটার । তা ঘটলো নো ।সহসৈনিকদের মৃতদদেহ হাড়গোড় ভেঙে উদধার করতে হলেও হনুমানথাপ্পাকে শেষ সময়ে আধুনিক চিকিৎসার সুযোগ দেওয়া গেছে এই যা সান্ত্বনা ।

    হনুমানথাপ্পা একা নন । গত ত্রিশ বছরে সিয়াচেনে ভারত ও পাকিস্তানের প্রায় দুহাজার সৈন্য প্রাণ হারিয়েছেন ।এত নির্মম এই বুনো গোলাপের উপত্যকা যে পৃথিবীর বলিষ্ঠতম সৈনিকটিও ওখানে তিনমাসের বেশি সময় একনাগাড়ে থাকতে পারবে না ।খিদে আর ওজন কমার সঙ্গে দেখা দেবে তুষারক্ষত । সূর্যের প্রখর তেজে চুলদাড়ি সাদা হবে । পুড়ে যাবে ত্বক । দৃষ্টিশক্তি ক্ষীণ তো হবেই তার সঙ্গে মানসিক বৈকল্য আসতে পারে প্রবল একাকীত্বের ফলস্বরূপ । আসলে বরফ কাঠি চোষা আমাদের কোন ধারণাই নেই ব্লু আইস বস্তুটি আসলে ঠিক কী ! কংক্রীটের থেকেও শক্ত এই তুষার তীক্ষ্ণতম করাতেরও অগম্য । এখানে সেনাছাউনিতে যারা থাকতে বাধ্য হন তাদের কঠিনতম ট্রেণিং নিতে হয় আগে । এমনকি হেলিকপ্টারও একটা নির্দিষ্ট মাপের বেশি ওজন বহন করে উড়তে পারেনা এখানে । এই ভয়ংকরের সান্নিধ্যে সেনা মজুত রাখবার খরচ প্রতিদিন পাঁচকোটিরও বেশি ।কি যুদ্ধ এখানে হতে পারে যখন রেসকিউ অপারেশনেই এক নাগাড়ে পনের মিনিটের বেশি কাজ করা সম্ভব নয় ?

    এই রহস্য জানতে হলে পিছিয়ে যেতে হবে অনেকটা । সিয়াচেন গ্লেসিয়ারটি ছিয়াত্তর কিমি লম্বা । লাইন অব কন্ট্রোলের ঠিক পেছনে ভারতীয় অধিকারর শেষ সীমানা NJ 9842 [Saltoro Ridge]. এখানে কারো দখলদারি কায়েম ছিলনা । সত্তরের দশকে পাকিস্তানের দিক দিয়ে কিছু ইন্টারন্যাশনাল পর্বতারোহণ অভিযান ভারতের মনে সন্বেহের জন্ম দেয় যে এইভাবে ঐ গ্লেসিয়রকে নিজের কবজায় আনার চেষ্টা করছে পাকিস্তান । তড়িঘড়ি সংগঠিত হলো অপারেশন মেঘদূত । সাল ১৯৮৪। জন্ম হলো পৃথিবীর সবচাইতে উঁচু যুদ্ধক্ষেত্রের ।

    অদ্ভুত ব্যাপার এই যে সমরবিদদের মতে ঐ এলাকায় দখলদারিতে দু দেশের কারোরই কোন লাভ নেই । ভারতের বক্তব্য কেবলমাত্র পাকিস্তানী সেনাচৌকিগুলিকে ঠিকমতো চিহ্নিত করার পরেই এবং সীমানা লংঘন না করার একটা ফুলপ্রুফ ব্যবস্থা হলে তবেই ভেবে দেখা যেতে পারে ডিমআলিটারাইজেশনের প্রস্তাব । তবে হনুমানথাপ্পার মৃত্যুর কয়েকঘন্টার মধ্যেই পাকিস্তানী হাই মিশনার আব্দুল বাসিত জানিয়েছেন ২০১২ সালে তুষারঝড়ের কবলে একসাথে ১২০ জন সৈন্য হারিয়ে যাবার পর থেকেই তাঁরা সৈন্য প্রত্যাহারে আগ্রহী । অন্য প্রস্তাবও প্রচুর । এই জায়গাটিকে পীস পার্ক করার কথা ভাবা হয়েছে । আন্তর্জাতিক নজরদারি চালানো যেতে পারে । আর একটি ভাল প্রস্তাব আন্তর্জাতিক গ্লেসিয়াল রিসার্চ সেন্টার গড়ে তোলার । কিছুই না হলে দু'দেশের সৈন্যদের নিশ্চিত মৃত্যুর কবলে ঠেলে দেওয়া অব্যাহত থাকবে ।

    কায়েমী স্বার্থ কোথায় যে লুকোনো থাকে বোঝা মুশ্কিল । মোদী যখন লাহোরে বিরীয়ানীতে আপ্যায়িত হচ্ছেন তখন সাউথ ব্লকের যুদ্ধবাজ অফিসাররা নাকি বেজায় ভয়ে । রাজনৈতিক শুভেচ্ছা মিশনের ফলস্বরূপ যদি হয়েই যায় সিয়াচেনের ডিমিিটারাইজেশন! দুর্জনে বলে ওখানে সৈন্যদের ব্যবহার্য জুতো একজোড়ার দাম দু লক্ষ টাকা । আসে অস্ট্রেলিয়া থেকে । ভারতবর্ষে ডিফেন্সে টেন্ডার ডাকাডাকির বালাই নেই । সবই হয় নমিনেশনের ভিত্তিতে । ভয় তো স্বাভাবিক ।

    আরো বিচিত্র আমাদের মনস্তত্ব । মব সাইকোলজি । জাতীয়তাবাদে সুড়সুড়ি দিলেই চেঁচাতে থাকবো বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী । ভুলে যাব সৈনিকের পেনশনের দাবী আর জং ধরা যুদ্ধবিমানের কথা । কারকারে আর বুলেট প্রুফ জ্যাকেটের কথা এখন অতীত । কফিন কেলেংকারীও এখানে জায়েজ । আসলে আমাদের শোক উথলায় কেবল আয়ি হ্যায় চিঠ্ঠি আয়ি হ্যায় গানটা শুনলে । আর নির্বিচারে মানুষমারার সমর্থনে বলে বেড়াই অফিসে বসেও তো হার্ট অ্যাটাক হতে পারে ।

    অতএব হনুমানথাপ্পাকে নিয়ে বরং একটি থ্রিলার লিখলে কাটতি হবে প্রচুর । কারণ মহা বজ্রপাতের মত নেমে আসা ধ্বস মনে থাকবে না বেশিদিন । হারিয়ে যাবে এয়ারপকেটে মরিয়া শ্বাস টানার কষ্টকর আওয়াজ আর উদ্ধারের পর মানুষটির অস্থিত চাহনি া থাকবে শুধু পারিক্কর সাহেবের ঘোষণা সিয়াচেনে সৈন্য সরাবার প্রশ্নই ওঠেনা । আর থাকবে আমাদের জাতীয়তাবাদের কালান্তক তুষারধ্বস ।
  • avi | 113.252.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৭691558
  • ভালো লাগলো।
  • pi | 37.63.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩১691559
  • আর্মি নিয়ে তর্কটা এখানে কেউ একটু রেখে দিন না।
  • অভি | 113.252.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৩691560
  • আর্মি নিয়ে তর্ক এত জায়গায় হয়েছে, খুঁজে পাওয়াই মুশকিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন