এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হুম না | 117.213.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৫690980
  • কয়েকদিন আগে, সপ্তাহান্তে রথকো চ্যাপেলে গিয়েছিলাম। বহুদিন থেকে যাব যাব করেও যাওয়া হয়ে ওঠেনি, এবার আর চান্স না নিয়ে শনিবারে চলে গেলাম। ওখানে পৌঁছে প্রথমে একটু হকচকিয়ে গিয়েছিলাম, চ্যাপেল মানে একটু বড়সড় গথিক কারুকার্য আশা করেছিলাম, দেখলাম মাঠের একধারে মাঝারি মাপের এক নন-ডেস্ক্রিপ্ট স্থাপত্য। ষড়ভুজের আকারে একতলা বাড়িটির চারপাশে প্রচুর গাছপালা। শেষ শীতে নরম নরম রোদ্দুরে ঝরা পাতার ওপর দিয়ে হাঁটতে মন্দ লাগছিল না। মাঠে বহু ছেলেমেয়ে-কেউ বই পড়ছে, কেউ শুয়ে, অনেকে আবার পোষ্যটিকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। একটা কলেজ টাউন, কলেজ টাউন ফিলিং। মনটা বেশ হাল্কা হয়ে উঠল। জায়গাটা ধর্মীয় উপাসনাস্থলের সঙ্গে মিলছে না। নিজের মনের মধ্যেই আরেকবার ছবিটা মিলিয়ে নিলাম-নাঃ মিলছে না।

    ভিজিটিং ডেস্কের দুজন মহিলা, তাঁদের মধ্যে একজনকে দেখে রেসিডেন্ট গাইড মনে হল, খুব উৎসাহের সাথে আমাদেরকে ভেতরে কোথায় কি রয়েছে সেটার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন। কিছুটা শুনলাম, বাকিটা শোনার আগেই অধৈর্য্য হয়ে কি আছে চ্যাপেলের মধ্যে সেটা ভাবছিলাম- মূর্তি, জানলার ফ্রেস্কো, দেওয়ালের মোজেইক। ঢুকতেই প্রথমে একটা জোর ধাক্কা – চ্যাপেলের ভেতরটা আশ্চর্য রকমের রকমের ম্যাড়ম্যাড়ে, মোনোক্রোম্যাটিক দেওয়াল চারপাশে। সামনে কয়েকটা কাঠের বেঞ্চ পরপর সাজানো আইলের দুপাশে। চোখ গেল সামনের দিকে, যেখানে অল্টার থাকার কথা সেখানে একদিকের পুরো দেওয়াল জুড়ে তিনটে বড় বড় কালো কংক্রিটের স্ল্যাব। শিশুরা যেমন স্লেটে নিজেরদে মক্সো করে সেরকম ওই স্ল্যাবগুলোও অনেকটা স্পিরিচুয়াল ক্যানভাসের মতো। স্কাইলাইট থেকে আসা একটা নরম আলোয় সমস্ত জায়গাটা উদ্ভাসিত। আলো-আঁধারি ভাবটা কমে এলে দেখলাম ভেতরে কয়েকজন বসে আছে, সবাই খুব চুপচাপ। সামনে সারিতে মেঝেতে আসন পাতা, অনেকেই বসে মেডিটেশানে রত। যাদের হয়ে যাচ্ছে তারা উঠে যাচ্ছে, বাকীদের মধ্যে কেউ কেউ আবার গিয়ে বসছে, পুরো ব্যাপারটাই হচ্ছে একবারে নিঃশব্দে। কিছুক্ষণ বসে বেরিয়ে আসছি, দেখি একটা বেঞ্চের ওপর ত্রিপিটক, গীতা, বাইবেল, কোরান, গ্রন্থসাহেব, মায় টিবেটান বুক অফ ডেথ সাজানো। বোঝা গেল এটাই রথকো চ্যাপেলের বিশেষত্ব।

    জন আর দোঁমিনিক মেনিল যখন এটার পরিকল্পনা করেছিলেন তাঁদের উদ্দেশ্যই ছিল এমন একটা জায়গা তৈরি করা যেখানে ভিন্নমত, ভিন্নবিশ্বাসের, ভাবধারার মিথোষ্ক্রিয়ায় সহনশীলতার পরিসর সৃষ্টি হয়। যে সমস্ত ভিজটার্স আসছিল তাদের নব্বই শতাংশই মিলেনিয়াল। অনেকেই নিজের সঙ্গী /সঙ্গিনীর সাথে এসেছে। রয়েছে লেসবিয়ান আর গে কাপ্লরাও। প্রথাগত ধর্মের বেড়ীপাশ আমাদের প্রজন্মের ওপর আলাগা হয়ে গেছে, ধর্মীয় পরিচয়গুলো আস্তে আস্তে বিলীনপ্রায় কিন্তু এতদসত্ত্বেও আগের থেকে অনেক বেশী নিজেদের স্পিরিচুয়াল বলে আইডেন্টিফাই করছি। কেন? কোনও নির্দিষ্ট গণ্ডীর মধ্যে না আটকে একাধিক উৎসে যুক্তিবাদ এমনকি নাস্তিক্যবাদ থেকেও নিজেদের রাস্তা খুঁজে নিতে হচ্ছে। নিরন্তর সেলফকন্ট্রাডিকশান- যুক্তিবাদ আর বিশ্বাসের ক্রিয়েটিভ ফ্রিকশান এবং ইন্সটিট্যুশানের আওতার অনেক বাইরে একান্তভাবেই ব্যক্তিগত মানসিক অন্বেষণ এই মিলেনিয়াল (অ)নিত্যতা। উডস্তকের মতো যে কেবল ভাঙ্গার আনন্দে ভাঙ্গা নয়; সমষ্টি নয়, ব্যাক্তির বিষণ্ণতা আর উল্লাসের মঝঝিম পন্থার নিজস্ব অভিজ্ঞান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন