
lcm | 138.32.***.*** | ২৫ জুন ২০১৩ ২২:১৯613049
জাহিদ সিরায , মালয়েশিয়া | 2001:e68:5416:9322:7114:5205:ae88:***:*** | ২৫ মে ২০২১ ০৭:৩৯734454পড়লাম। বেশ আগ্রহ ছিল। টপিক আমার নিজের ভাবনার সাথে মিলে যাচ্ছে বলে নিজেকে রিলেইটও করতে পারছি। শুধু একটা সমস্যাঃ কোন ভাবেই প্রবন্ধকার ইংরাজি কোট গূলার রেফারেন্স দিচ্ছেন না কেন?
আমার স্টাইলেই কই ; অনেকে কইবার পারেন পন্ডিতি জাহির হইব - কী আসে যায়! এই মূল্যবাল কথা গুলা জানার ছড়াইয়া দিবার দায় বা দায়িত্ব দুনু টাই আছে-আবার আপনারও দায় আছে একজ্যাক্ট সাইটেশন দিবার। ।
রেফেরেন্স দিন জনাব অনুগ্রহ করে। কারণ অনেক সেনসিটিভ তথ্য আছে -প্রপার রেফারেন্স লাগবেই।
সাথেআরেকটা অনুরোধঃ বাংলায় ভালো কোন বৈ আছে কী?
আমার ইমেইলঃ voiceofmargin@gmail.com
jahid.siraz@gmail.com
ভাল থাহেন ; নিরাপদের থাহেন
জাহিদ
এলেবেলে | 2402:3a80:1152:7330:40dd:68f0:9019:***:*** | ২৫ মে ২০২১ ১১:০৯734460বিশ্বেন্দুদা, এই লেখা আমার চোখে পড়েনি। ইন ফ্যাক্ট আপনি যে কখনও এখানে এই বিষয়ে লিখেছিলেন সেটাই জানতাম না। মন্তব্যগুলোও পড়লাম। হ্যালহেড (কেউ একজন বলেছিলেন ওটার উচ্চারণ নাকি হলাদ হবে!), কেরি ও জোন্স অলরেডি শয্যাশায়ী হয়েছেন চিরতরে। এবারে রামমোহন, ব্রাহ্মরা ও ম্যাক্স ম্যুলার সেই পথের পথিক হবেন!
আহা এই লেখাটা যদি আগে চোখে পড়ত।