এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • Kahanirkolakata

    Somen Dey
    সিনেমা | ২৯ মার্চ ২০১২ | ১৩৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 12.149.***.*** | ২৯ মার্চ ২০১২ ২১:১৬540186
  • আরে বাহ! এই তো!! আসুন আসুন--সোমেন--অপেক্ষায় ছিলাম :-)
  • Somen Dey | 115.187.***.*** | ০৪ এপ্রিল ২০১২ ২৩:৫৬540187
  • কাহিনী ছবিটি নিয়ে একটা অভুতপূর্ব উন্মাদনা তৈরী হয়েছে কোলকাতা শহরে। কোলকাতাই বা বলি কেন সারা দেশেই এবং ইন্টারনেটের কল্যানে সারা পৃথিবীতেই। ছবিটি নিয়ে অনেক আলোচনা সবাই পড়েছেন , দেখেছেন। তাই ছবিটি নিয়ে আর এখানে আলোচনা করতে চাইছিনা। বরং ছবিটির নায়ককে নিয়ে কিছু কথা হোক। নায়ক কে প্রশ্ন করলে যারা ছবিটি দেখেছেন তারা একটু ধন্দে পড়বেন। সেই অর্থে তো ছবিতে কোনো নায়ক নেই । তবে আমার মতে হ্যাঁ আছে। তার নাম কোলকাতা ( যেমন কাঞ্চনজঙ্ঘা ছবির নায়কের নাম দার্জিলিং।)
    সিনেমায় কোলকাতাকে এমন জীবন্ত শেষ কবে দেখা গেছে বা আদৌ কি কখনো দেখা গেছে ? মহানগর , প্রতিদ্বন্দী , কলকাতা ৭১ , পদাতিক ছবিতে কোলকাতার কিছু যথাযথ ছবি দেখা গেছলো। তবে তা খন্ডিত।
    এমন স্পন্দিত , ঘর্মাক্ত , অনুজ্বল ,অনাবৃত , অকৃত্তিম কোলকাতা , ধিধস্ত কিন্তু যুদ্ধরত কোলকাতাকে ক্যামেরায় ধরা , এর আগে কখনো ঘটেনি। স্টিল ফটো তে রঘু রাই ধরেছিলেন, কিন্তু মুভি তে কেও পারেনি।

    মনে হয় যেন সুনীল গাঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইন গুলির সফল চিত্ররুপ -

    ' প্রথম প্রথম এই শহর আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল তার
    শিহরন জাগানো গোপন অঙ্গ প্রত্যঙ্গ
    ছেলে ভোলানো দৃশ্যের মতন আমি দেখেছিলাম রঙ্গীন ময়দান
    গঙ্গার ধারের বিখ্যাত সুর্যাস্ত দারুন জমকালো সব
    সারবন্দী জাহাজ
    ইডেন বাগানে প্যাগোডার চুড়ায় ক্যালেন্ডারের ছবির মতন রোদ
    পরেশনাথ মন্দিরের দীঘিতে নিরামিশ মাছেদের খেলা
    বাসের জানালায় কাঠের হাত , দোকানের কাঁচে সাজানো
    কাঞ্চনজঙ্ঘা সিরিজের বই
    প্রভাত ফেরীর সরল গান , দক্ষিনেশ্বরের মন্দিরে বাঁদরের সঙ্গে পিকনিক
    দু মাসে একবার মামা বাড়ীতে বেড়াতে যাওয়ার উৎসব ....
    ক্রমশ আমি নিজেই খুঁজে বার করি গোপন সব
    ছোটো ছোটো নরক
    কলাবাগান , গোয়াবাগান , পঞ্চাননতলা ,রাজাবাজার
    চীৎপুরের সুড়ঙ্গ , চীনেবাজারের গোলোকধাম , সোনাগাছি , ওয়াটগঞ্জ , মেট্যাবুরুজ
    একটু বেশী রাতে দেখা অজস্র ফুটপাতের সংসার .......'
    (দেখা হলো ভালোবাসা , বেদনায় )
    এই সব 'গোপন নরক' গুলি এই ছবিতে প্রায় নিখুত ভাবে উঠে এসেছে। সুজয় ঘোষ এই কোলকাতার স্থায়ী বাসিন্দা নন , শুনেছি তার বাল্যকাল কেটেছে এই শহরে । সে যাই হোক এই শহরের সঙ্গে প্রেম না থাকলে এমন ভাবে দেখানো যেত না এই শহরের 'শিহরন জাগানো গোপন অঙ্গ-প্রত্যঙ্গ"'।

    এই কলকাতা শহর বাঁচে নিন্দার শিরোপা নিয়ে। দেশে বিদেশে সে এক বাতিল শহর। এই শহরের সব চেয়ে বড় নিন্দুক বাঙ্গালীরা। বিশেষ করে প্রবাসী বাঙ্গালীদের কাছে এই শহরে বড়জোর শীত কালে একবার বেড়িয়ে যাওয়া যেতে পারে , বসবাস নৈব নৈব চ।
    তবু কোলকাতার নিন্দে আমার বড় বেদনার মত বাজে। একজন মায়ের বুকে যেমন করে তার অসফল সন্তানের অবহেলা বুকে বাজে।
    আমার দেশ ও বিদেশের বেশ কিছু সেরা শহর দেখা হয়েছে ।আমি তাদের সঙ্গে একলাইনে কোলকাতাকে দাঁড় করিয়ে বিচারক হয়ে নম্বর দেবার কথা কখনো ভাবিনে। তার সে রুপ গুন বৈভব কোনোটাই নেই নেই।
    তবু এই ধুলো ময়লার আড়ালে তার একটা অভিমানী মুখ আছে। যার উচ্চাশা বড় কম , যে কাউকে অনাত্নীয় ভাবেনা , যে শহরে তিন দিন পর পর দুজন মানুষের দেখা হলেই তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরী হয়ে যায় , যে শহর জাত পাত ধর্ম টর্মকে বিশেষ পাত্তা দেয়না , যে শহরের মানুষ পাড়া পড়শি দের ভালো মন্দ নিয়ে ভাবাটাকে অনধিকার চর্চা বলে মনে করেনা , যে শহরে এমন বেকার মানুষেরা বাস করেন যারা কেও না চাইলেও সাহায্য করতে এগিয়ে যায় , যে শহরের বুকে একজন দরিদ্র মানুষ এখনো দশ টাকা দিয়ে উদর পুর্তি করতে পারে। যে শহরের ফুটপাতে অথবা আদ্যিকালের ছোটো ছোটো রেস্তোয়া গুলিতে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার পাওয়া যায় , যে শহরে গাড়ী ঘোড়া জোরে ছুটতে পারেনা কিন্তু পদাতিক মানুষের স্রোত নদীর মতন গতিময় , যে শহরে এমন কোনো অটোচালক আছে যে ফাঁক পেলে গ্রুপ থিয়েটারে রিহার্সল দেয় , এমন শ্রমিক আছেন যিনি অবসর পেলে কবিতা লেখেন।যে শহরে মানুষ সব কিছু নিয়ে উৎসব করার সুযোগ খোঁজে , এমন কি মৃত্যু নিয়েও।
    এ ছবিতে একটি তৃতীয় শ্রেণীর হোটেলের শিশু চাকর বিষ্ণু তার সব চেয়ে প্রিয় জিনিষ একটি ছোটো রেডিও টি তুলে দেয় বিদ্যার হাতে , তাকে কাঁদতে দেখে , যার সঙ্গে তার মাত্র কদিনের আলাপ। অথবা পুলিশ অফিসার খরাজ তার চাকরীর তোয়াক্কা না করে রানা নামক তার জুনিয়ারটিকে পালাতে সাহাজ্য করে। এই দুটি চরিত্র অন্য যে কোনো শহরে অবাস্তব মনে হবে , কিন্তু কোলকাতায় সুন্দর ভাবে মানিয়ে যায়
    আমি এই অদ্ভুত কোলকাতাটার জন্যে আর একবার এই শহরে জন্মাতে পারি। সুজয় ঘোষকে অনেক ধন্যবাদ জানাই হিন্দি ভাষায় এমন একটি আদ্যান্ত বাঙ্গলা ছবি উপহার দেওয়ার জন্য । ।
    ছবির শেষের দিকে একটি দুর্গা প্রতিমার আস্তে আস্তে নদীর জলে ডুবে যাওয়ার দৃশ্যটি দেখে পৃথিবীর যে কোনো প্রান্তে বাস করা বাঙ্গালীর মন কেমন করে ওঠাটা অবশ্যম্ভাবী।
    শুধু কলকাতাকে দেখার জন্যেই ছবিটা দেখা যেতে পারে।

  • Nina | 12.149.***.*** | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪১540188
  • সোমেন
    ব্যাস--এবার থেকে রেগুলার অসবেন এখানেও--:-)
  • S | 99.26.***.*** | ০৫ এপ্রিল ২০১২ ০৭:৪৪540189
  • হ্যাঁ কহানী দেখে এই একটা জিনিসই আমার খুব ভালো লেগেছিলো। শহর কোলকাতা - বাকি শহরের কাছে অনেক হেরে গিয়েও যে জায়গা করে নিয়েছে বুকের মাঝে।
  • Shanku | 14.96.***.*** | ১২ এপ্রিল ২০১২ ১৪:৩৫540190
  • হ্যাঁ, কাল্কেই দেখেছি। ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে নেতাজী সুভাষ।
    মহার্ঘ কারিগরির পাশে ঘরোয়া ব্যবস্থা। ঝাঁ-চকচকে গ্রানাইটের পাশে পানের পিক-বিচিত্রিত সস্তা মার্বল।
    যেন অট্টালিকার পাশে পর্ণকুটির।
    কিন্তু মনে হল, অট্টালিকার আছে বৈভব, পর্ণকুটিরে আশ্রয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন