এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • র‌্যাগিং: সমর্থনযোগ্য?

    Samik
    অন্যান্য | ২০ এপ্রিল ২০০৭ | ২২৩৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 82.39.***.*** | ২৫ এপ্রিল ২০০৭ ০১:৪৩385803
  • এই ক্যালানোটা খুব কঠিন। এক নম্বর একা পড়ে যাওয়া, আর দুই নম্বর যাকে ক্যালানো দরকার সে হয়তো রুমমেট বা বন্ধু...বা এমন কেউ যাকে নিজে এক সময় আগলেছি, হাতে করে তৈরী করেছি...অনেক সম্পর্ক নষ্ট হয়।

    অনেক সময় ট্যাকটিক্যালি খেলতে হয়। নিজে একটু চোখ গোলগোল করে দু চারটে ধমক দিয়ে র‌্যাগিং র‌্যাগিং মনোভাব দেখিয়ে নিজের ঘরে নিয়ে যাওয়া - বাকি সকলে ভাবলো আরো ধোলাই হবে - যদিও ওই ঘরটাতে কোন ভয় নেই।
  • Suvajit | 60.228.***.*** | ২৫ এপ্রিল ২০০৭ ১৭:৪৩385804
  • র‌্যাগিং কি বা কোন স্টেজ থেকে র‌্যাগিং, এটা তাই ডিফাইন হওয়া ভীষন জরুরি। না হলে মশা মারতে কামান দাগা হয়ে যাবে।

    একটা প্রাকটিকাল উদাহরণ দিচ্ছি।
    কলেজে ঢোকার দ্বিতীয় দিন। আমাকে কয়েকজন সিনিয়ার ঘরে ডেকে পাঠাল। মামুলি প্রশ্ন করতে লাগলো। কোথায় থাকি? মা বাবা কি করেন? কোন স্কুলে পড়েছি, কি করতে ভালোবাসি এই আর কি। কথায় কথায় একজন জিগ্যেস করলো, কি বইপত্র পড়িস? আমি বল্লাম দু একটা বইএর নাম।
    তারপর প্রশ্ন, আর পাতি বই ফই পড়িস না?
    এবার আমি তখন জানতাম না পাতি বই কথাটার মানে কি, পর্নো বই কি জানতাম কিন্তু তাকে পাতি বই বলে তা জানতাম না, ভাবলাম আজকালকার লেখকদের বইকে বোধহয় পাতি বই বলছে, (মানে রবিন্দ্রনাথ শরতচন্দ্রের মতো গুরুগম্ভীর বই না) , তাই আমি স্মার্টলি বললাম, হ্যাঁ সুনীল গাঙ্গুলি, সঞ্জীব চাটুয্যে পড়ি। ব্যাস, অমনি, ওরে তোরা শোন রে, এই জনতা সুনীলের পাতি বই পড়ে এসেছে। জনগন জড় হয়ে গেলো। সুনীলের পাতি বই-য়ের গপ্পো বল।
    এটা কি র‌্যাগিং বলে গন্য করা হবে ?

    অথবা যখন ফার্স্ট ইয়ারদের বিভিন্ন রকম আজব ড্রেস পড়িয়ে, জি এফের আগে যখন সিনিয়ারদের নেমন্তন্ন করতে নিয়ে যাওয়া হয়।
    বা জি এফের দিন সবাইকে হোস্টেলের নীচে গামছা পড়ে দাঁড় করিয়ে গন স্নান। তাতে পরে সিনিয়ারেরাও যোগ দেয়।
    এ সব কি র‌্যাগিং ?

  • newbie | 128.22.***.*** | ২৫ এপ্রিল ২০০৭ ২২:৩৩385805
  • এইভাবে র‌্যাগিং-এর সীমা বেঁধে দেওয়া যায় কি??আপনার আমার কাছে যেটা র‌্যাগিং নয় বা চলেবল র‌্যাগিং, সেটা আরেকজনের কাছে বেশি র‌্যাগিং মনে হতেও পারে,তাই না?
  • newbie | 128.22.***.*** | ২৫ এপ্রিল ২০০৭ ২২:৪১385806
  • আমার 2nd ইয়ারে র‌্যাগিং পিরিওডে সবাইকে বলা হল জাঙ্গিয়া পরে সারা হলে চক্কর দিতে,অনেক ছেলেই হাসতে হাসতে করতে লাগলো,আর আমার মত কিছু পাবলিক করবে না বলল,এটা আমার কাছে এবং আরো কিছু ছেলের কাছে আপত্তিকর ছিল।আবার স্টেজে নাচতে বলায় আমার আপত্তি ছিল না,কিন্তু অনেকের তো ছিল,আমার মনে হয়,র‌্যাগিং-টা যার যার নিজের কাছে।
  • tan | 131.95.***.*** | ২৫ এপ্রিল ২০০৭ ২৩:০০385807
  • এই বেশী-র‌্যাগিং কম-র‌্যাগিং এইসব হলো গিয়ে বেশী-প্রেগন্যান্ট কম-প্রেগন্যান্ট এর মতন ব্যাপার।:-))))
    আরে হয় হ্যাঁ নয় না,এর মধ্যে বেশীকম আবার কি?
  • aatagachhe totapakhi | 141.213.***.*** | ২৬ এপ্রিল ২০০৭ ০১:১৮385808
  • exactly। র‌্যাগিং সমর্থনযোগ্য নয়।কম-বেশি এর কোনো প্রশ্ন নেই। ভেবেছিলাম তথাকথিত "র‌্যাগ্‌ড" না হয়েও কিভাবে জুনিয়র-সিনিয়র এর সাথে মিশে যাওয়া যায় সেসবের উদাহরণ দেব। কিন্তু সেই প্রসংগে যাওয়ারই দরকার নেই। র‌্যাগিং অবিলম্বে সবক্ষেত্রে বন্ধ করা উচিত।
  • Arijit | 82.39.***.*** | ২৬ এপ্রিল ২০০৭ ০১:৫৯385809
  • একটা প্রশ্ন শুভজিৎ বা অন্য কেউ যারা একটু আধটু র‌্যাগিং সমর্থন করছেন - বা কোনটা র‌্যাগিং কোনটা নয় বলছেন - তাঁদের কাছে - এই অন্তর্বাস পরে নেচে বা গামছা পরে চান করে কি করে স্মার্টনেস আসছে সেটা তো মাথায় কিছুতেই ঢুকছে না।
  • tan | 131.95.***.*** | ২৬ এপ্রিল ২০০৭ ০২:১১385810
  • এসব শুনে দেহাতী লোকেরা তো একেবারে অবাক হয়ে চোখ গোল করে ফেলবে।এনারা তো গামছা পরেই নদীতে পুকুরে দিঘিতে স্নান করেন,অনায়াসে। এতে বিশেষ কি কৃতিত্ব হলো কিছুতে বুঝতে পারবেন না।

  • Arijit | 82.39.***.*** | ২৬ এপ্রিল ২০০৭ ০২:১৫385813
  • বিই কলেজে এর মধ্যে একটা পারভার্সন লুকিয়ে আছে। এগারোর পিছনে নিমঝিল, উল্টোদিকে তখনকার লেডিজ হোস্টেল। বা উল্ফেনডেনের হলের পাশে পাণ্ডিয়া - আরেকটা লেডিজ হোস্টেল। নয় নম্বর, দশ নম্বরের পাশ দিয়ে মডেলের মেয়েরা যেত...

    কি যেন বলে - এগজিবিশনিস্ট?
  • tan | 131.95.***.*** | ২৬ এপ্রিল ২০০৭ ০২:১৫385811
  • আর কুম্ভে টুম্ভে যারা গেছেন,অথবা ফি বছর গঙ্গাসাগরে যারা যান,থুত্থুড়ে বুড়ো থেকে এক্কেবারে কচি পজ্জন্ত তারা সকলেই গণস্নান ব্যাপারটাকে একদম স্বাভাবিক জানেন। এতে স্মার্টনেস বাড়ে কিকরে কেজানে।
  • Du | 67.***.*** | ২৬ এপ্রিল ২০০৭ ০২:৫৭385814
  • নিমো যখন অ্যাকোরিয়ামে পৌছলো, তখন অন্য মাছেরা ওকে দিয়ে একটা আচার করালো। আগুনমতো একটা কিছুর মধ্য দিয়ে নিমোকে পার হতে বললু যখন সে পার হচ্ছে তখন তার সিনিয়ররা 'হু: হা: হু: হা:' করছে :-)। এইটেই কি র‌্যাগিং ? অদ্ভুত কিছু কাজকর্মের মধ্যে দিয়ে একটা ক্ল্যান বা কাল্ট ভুক্ত করা নতুন কাউকে? ঐ secret society' বা exclusivity র আইডিয়া কিছু আছে বোধ হয় এর ইতিহাসে।
  • Arijit | ***:*** | ২৬ এপ্রিল ২০০৭ ১৩:৫০385815
  • সেটাকে বলে hazing - ওই গামা-আলফা-কাপ্পা সোসাইটিগুলো থেকে এসেছে।
  • Suvajit | 60.229.***.*** | ২৬ এপ্রিল ২০০৭ ১৯:৫৫385816
  • অরিজিত,
    র‌্যাগিং করে স্মার্টনেস বাড়ানো যায় এমন দাবি আমি কখনই করি নি। বরঞ্চ এর উল্টোটাই বলেছি যে র‌্যাগিং পিরিয়ডের ঐ কটা দিনে মানুষের চরিত্র বদলানো যায় না।
    গামছা পরে চানের উদাহরনটা দিয়ে বলতে চেয়েছি যে এগুলোকে আমি হোস্টেল জীবনের নির্ভেজাল মজা হিসেবেই মনে রাখবো, র‌্যাগিং হিসেবে নয়, যদিও মজাটা শুরু করেছে সেই সিনিয়ারেরাই।
  • Ishan | 130.36.***.*** | ২৬ এপ্রিল ২০০৭ ২৩:৪৯385817
  • খুব কঠিন কেস। ক্লাসিক বুলিয়িং গুলোকে কি র‌্যাগিং বলব?

    একদম নিজেদের ব্যাচের ঘটনা। একটা ছেলের নিজের দিদিকে নিয়ে খুব সফট কর্নার ছিল, দিদিকে গাল দিলে খুব রেগে যেত। তো, তাকে বছর খানেক ধরে সবাই মিলে স্রেফ দিদি তুলে খিস্তি মারা হল, যদ্দিন না সে হাসিমুখে জিনিসটা মেনে নিতে পারল। আরেকটা ছেলের ইশকুল লাইফের প্রেমিকা নিয়েও সেই একই কেস। আমার নিজের পলিটিক্যাল ওরিয়েন্টেশন এবং জন্মরহস্যের সম্পর্ক নিয়ে একটা জিনিস চালু ছিল (সেটার কোনো পলিটিকাল উদ্দেশ্য ছিলন)। সেটা দুচাদ্দিন সবাই মিলে দাঁত বার করে বলার পর কিছুতেই যখন রাগলামনা, তখন জনতা বোর হয়ে কাটিয়ে দিল।

    তো, এগুলো কোনোটাই কিন্তু সিনিয়াররা করেনি। একদম ব্যাচের ছেলেরা, তাদের বন্ধুদের এইভাবে "চাটতো', যদ্দিন না ছেলেটা সিজনড হয়।

    এতে করে লাভ কি কিছু হয়নি? হয়েছে তো। কাঠিন্য বলে কোনো জিনিস যদি আয়ত্ব করে থাকি, ঐ সময়েই করেছি। আমি নিজে, এবং আমরা সবাই একসাথে। সেটা পরে কাজেও লেগেছে। সোজা বাংলায়, তোমার যদি কোনো দুর্বলতার জায়গা থাকে, সেটা নিয়ে পৃথিবীর কাছে কোনো সহানুভূতি চেয়োনা, এইটা শিক্ষা নম্বর ওয়ান। দুই নম্বর হল, খিস্তি মারলে রেগোনা। খিস্তিই তো করেছে, আর তো কিছু করেনি।

    এগুলো পরে কাজে লেগেছে আনডাউটেডলি, কিন্তু তাহলেও এগুলো বুলিয়িং ই। এটা ঠিক দু বর্ণিত "ক্ল্যানভুক্ত' করা নয়, বরং দশজন মিলে একজনকে জাস্ট হ্যাটা করা।

    ক্ল্যানভুক্ত করার আচারের সঙ্গে, র‌্যাগিং এ এই গল্পটাও মিশে থাকে। যদিও যে উদাহরণ গুলো শুরুতে দিলাম সেগুলো র‌্যাগিং কিনা আমি শিওর নই। পিয়ারদের দ্বারা পিয়ারদের বুলি করাকে র‌্যাগিং বলব কি? বোধহয় না।
  • shyamal | 24.119.***.*** | ২২ মে ২০০৭ ০৮:৩৩385818
  • ২০ বছর যখন আঠেরোকে র‌্যাগ করে সেটা আঠেরোর মানসিক উন্নতির জন্য -- এটা গান্ডু রাই বলে। যেমন, ঐ দাদার নাম বোকাচো , ওকে কি বলে ডাকবি ? যারা মনে করেন এটা smartness শেখানো -- তারা আমার মতে গাধা ।
    আমার পরিচিত এক তরুণ professor তিনি জলপাইগুডি engineering college থেকে পাশ করেছেন --- জিগ্যেস করেছিলাম আপনারা তো physical torture করেন। তিনি বললেন না না সেরকম কিছু হয না । তখন আরেকজন বললেন , কিন্তু আমি শুনেছি , ল্যাঙটো করা হয । তখন professor বাবুর উত্তর , সেটা তো physical torture নয। Talk about hypocricy!
    খডগ্‌পুর ও এব্যাপারে একই জায়গায়। যাদব্‌পুর (alma mater ) অনেক পরিশিলিত ।
  • DC | 170.213.***.*** | ২৩ মে ২০০৭ ০১:২৭385819
  • দম্‌দম station এ নামুন,অটো ধরে ছাতা কল নামুন,বা দিকে রাস্তা ধোরে ৫ মিন চলুন,কাউকে জিগ্গসা কর্তে পরেন "নবেন্দুদের" বারি কোনটা?
    ১৯৭৫ এর HSstand কর ছেলে Delhi IIT-Electronics র‌্যগ কোরে পাগোল কোরে দিয়েছে।
    এর নাম কি রাগ্যিঙ্গ?
  • π | ১১ আগস্ট ২০২৩ ২০:১৮740497
  • তুললাম
  • Q | 42.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৩:০২740517
  • যাঁরা এখানে  র্যাগিং নিয়ে বলছে সমর্থন করে তাঁরা এখন কোথায় ?
  • যোষিতা | 194.56.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৪:৫১740521
  • এই টইতে, প্রথমে লিখেছিলাম J নামে, তারপরে বাকি পেজগুলো কখনো পড়িই নি। এখন পড়লাম।
    আমার ধারণা ছিল যে র‌্যাগিং করেছি, এবং সেটা যে ভুল, সেটাও বুঝেছি, ওটা কোনওমতেই র‌্যাগিং ছিল না।
    এখন ট্যান (অধুনা Atoz বা &/) এর কমেন্টগুলো এখন পড়লাম।
    আমারই প্রকাশক্ষমতার দোষ। এত বাড়িয়ে চড়িয়ে মিথ্যে কথা লিখেছে ট্যান, যে কিচ্ছু বলবার নেই। ওর অন্য কোনও সমস্যা আছে, কারও কারও মতো। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে বা জানে, তারা বুঝবে আমি কী বলতে চেয়েছি।
  • যোষিতা | 194.56.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৫:১৭740522
  • যেটুকু বুঝলাম, আমরা যে হোস্টেলগুলোয় থাকতাম, সেগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলের তুলনা করা ভুল।
    আমাদের হোস্টেলগুলোয় পুরুষ বা মেয়ে হিসেবে নির্দিষ্ট ছিল না। মেয়ের সংখ্যা খুবই কম ছিল, সেটাও ঠিক। ছেলে ও মেয়ে একই ঘরে রুমমেট হিসেবে থাকতে পারত। কেউ কেউ বৌ নিয়েও থাকত, বৌ হয়ত পড়ুয়া নয়। খাবারদাবারের ব্যবস্থা যার যার তার তার। পৃথিবীর একশোর বেশি দেশের ছাত্র ছাত্রীদের একত্র হয়ে থাকা। নিজের দেশ থেকে জুনিয়র এলে অনেক আনন্দ হতো মনে। সিনিয়ররা তাকে ডেকে নিয়ে গিয়ে খাবার খাওয়াতো, বাসন কিনে দিত, মদ খাওয়াতো, সিগারেট দিতো, হৈ হুল্লোড়ে ডেকে নিতো।
    গালি দেওয়া, ল্যাংটো করা, চাকরের মতো খাটানো, যৌন নির্যাতন, এসব আমরা জানতাম না। ট্যান হয়ত জানবে, সেইজন্যেই এসব কথা লিখেছে। যেমন পরিবেশে বেড়ে উঠেছে, তেমন তেমন তৈরি হয়েছে।
    ট্যান, বিদেশে পড়তে যাবার সময় আমার বাবাকে জমির দলিল হাতে নিয়ে ভিসার লাইনে দাঁড়াতে হয় নি, এটা প্রমাণ দেবার জন্য যে মেয়ে ঠিক দেশে ফিরবে, এই দেখে নিন আমাদের সম্বল জমির দলিল। বুঝেছো? আমরা ছোটোবেলা থেকেই ঘরের কাজ করেছি। এক গ্লাস জলও নিজে হাতে না গড়িয়ে খেয়ে, কুটো গাছটাও না নেড়ে, "মেয়েদের ডিসক্রিমিনেট করা হচ্ছে" বলে যে বা যারা চ্যাঁচায়, সেইসব মিথ্যেবাদীদের দলে আমায় ফেলো না। বুঝেছো?
  • Q | 42.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৫:২৭740523
    • J | 160.62.4.10 | ২০ এপ্রিল ২০০৭ ১৫:১৪385820
    • আমি র‌্যগিং করেছি।
      আমাকে কেউ র‌্যাগিং করেনি কারণ, করার সুযোগ পায় নি। র‌্যাগিং করতে ভালোই লাগত, অনেক সময় মনে হয় র‌্যাগিং এর দরকার আছে। কিন্তু র‌্যাগিং মানে দৈহিক অত্যাচার নয়। মারধোর নয়। নোংরামি নয়। না: সেসব করিনি, শুনেছি সেসব র‌্যাগিং আইআইটি বা আরইসি এসব জায়গায় খুব হয়ে থাকে।
      আমরা যেটা করতাম, মদ খেতে বাধ্য করা। ঠাট্টা ইয়ার্কি করা, টিটকিরি, জোর করে বিড়ি ফুঁকিয়ে দেওয়া, এইসব।
    ----
    এগুলো ৱ্যাগিং নয় ? বোঝাবার অক্ষমতা !! ছিঃ !
  • যোষিতা | 194.56.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৫:৩৩740524
  • চলুক
  • :-) | 2405:8100:8000:5ca1::8d:***:*** | ১৫ আগস্ট ২০২৩ ১৬:২০740525
  • খিস্তিট্যানের নাম কেন খিস্তিট্যান হয়েছে  এইবারে  বোঝা গেল নিশ্চই। এইভাবে জায়গায় জায়গায় ঘুরে প্যাঁচ খেলে বেড়ায় আর ঘুরিয়ে পেঁচিয়ে লুকিয়ে চুরিয়ে খিস্তিয়ে রাখে।অন্য সাইটের লেখাজোকা নিয়ে এখানে এসে চুগলি করে  তারপর খিস্তায়। সেসব সাইটে মল্লিকা ধরের লেখা ছাপা হলেই চেপে যায়।
  • দীমু | 182.69.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৬:২১740526
  • ৱ্যাগিং এমন একটা বিশেষ ধরনের হ্যারাসমেন্টের সিস্টেমেটিক পরম্পরা যেটা কলেজ সিনিয়ররা জুনিয়রদের ওপর করে এবং জিনিসটা একটা নির্দিষ্ট ডেডলাইনের সঙ্গে আসে। ডেডলাইনের পর জুনিয়ররা হয় সেই পরম্পরার অংশ হয়ে যায় অথবা হয় না। ৱ্যাগিং পিরিয়ড কথাটা সেজন্যই ওই ডেডলাইন বোঝাতে ব্যবহার করা হচ্ছে। ৱ্যাগিং শুরুর আগে জুনিয়রদের কাছে স্পষ্ট করে দেওয়া হয় যে ডেডলাইনের পর জিনিসটা থেমে যাবে।  
     
    যোষিতারটা ঠিক ৱ্যাগিং নয়। জেনারেল হ্যারাসমেন্ট, লেগ পুলিং, ট্রোলিং বলা যেতে পারে। কি বলা যেতে পারে সেটা যার সঙ্গে করা হচ্ছে তার ওপর নির্ভর করছে। তার ওসবে খারাপ লাগলে জোর করা উচিত হয়নি।
  • Q | 42.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৬:৪৩740527
  • জোর করে  মদ  খাওয়ানো, টিটকিরি   লেগ পুলিং , সঠিক ৱ্যাগিং নয় ? 
    তাহলে সঠিক ৱ্যাগিং এর ডেফিনিশন টা ঠিক কি,  এন্টি ৱ্যাগিং কমিটির  উপদেষ্টা ?
     জলদি ,নতুন করে  ডেফিনিশন তৈরীকরে  ফেলুন I 
  • hu | 24.53.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৭:০৩740528
  • আমি এই টইতে Sh নামে লিখেছিলাম। দলবদ্ধভাবে কাউকে জোর করে কিছু করতে বাধ্য করা অবশ্যই র‍্যাগিং। জোর করে মদ, সিগারেট খাওয়ানোর সাথে জোর করে জয় শ্রীরাম বলানোর বিশেষ পার্থক্য নেই। যারা র‍্যাগিং করে তারা যে অন্যের হিউমিলিয়েশন তারিয়ে তারিয়ে উপভোগ করে মজা পায় এতে কোনো দ্বিমত থাকার কথা না।
     
    "তার ওসবে খারাপ লাগলে জোর করা উচিত হয়নি।" - "তার" যদি ভালোই লাগতো তাহলে জোর করার প্রসঙ্গ আসতো কি?
  • যোষিতা | 194.56.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৭:১৫740529
  • আমাকে সত্যিই এবার কিছুটা আত্মপক্ষ সমর্থন করতে হবে। একজন আমাকে আলাদা করে মেসেজ করে বলল যে জিনিসটা র‌্যাগিং। মোটের ওপর জুনিয়র পেয়ে, তার ওপর সিনিয়রদের অত্যাচার। এর জন্য রাস্টিকেট করা উচিৎ, ইত্যাদি। সে আরো বলল, যে ছেলেটির ওপর র‌্যাগিং করে, তারপর তার অসুখের সময়... ইত্যাদি।
    নাহ। টোটাল ভুল বোঝাবুঝি হচ্ছে।
    এটা ভারতের আইআইটি বা অন্য ইন্জিনিয়ারিং কলেজের হস্টেল নয়।
    কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই নি বলে অনেকের হয়ত জ্বলছে।
    জুনিয়রদের বা অন্য সাবজেক্টের ছেলে মেয়েরা অন্য হস্টেলে থাকত। তাদের কেউ ডেকে আনে নি। তারাই নিজের ইচ্ছেয় এসেছে, আমরা তাদের কেউ সাহায্য করেছি, কেউ করেনি। প্রথম প্রথম নতুন অবস্থায় তো খিল্লি করবার প্রশ্নই নেই। ক্লাস শুরু হত পয়লা সেপ্টেম্বরে।
    তাপসের জন্মদিন ছিল ২৫ ডিসেম্বর। সেই জন্মদিনের অনুষ্ঠানে সকলের ছিল অবারিত দ্বার। তাপসের হস্টেলে ঐ ছেলেটি গেছল। তাপস আমার জুনিয়র, তাপস আমাদেরকে আসতে দেখে আপ্যায়ন করল। লোকজন আসছে যাচ্ছে কনিয়াক খাচ্ছে, নাচছে, পার্টি চলছে। এমন সময় সেই ছেলেটি এসে উপস্থিত। সে এসেই নাক সিঁটকোলো। অনেক দূর থেকে সে এসেছিলো। তাকে বসতে বলা হয়েছিলো। (ইশ এত কথা কেন সেদিন টাইপ করি নি)।
    সে বসেছিল। কে যেন তাকে মদ অফার করেছিল, সে সম্ভবত ভারতীয় নয় যে অফার করেছিল। একজন সম্ভবত ছেলেটার চশমাটা দেখতে চেয়েছিল।
    ছেলেটার জন্ডিস হয়েছিল সম্ভবত অক্টোবরে, তখন রোজ ওকে হাসপাতালে দেখতে গেছি। জন্ডিসের পর ওকে ইন্সটিটিউট থেকে "কী যেন কারনে এক্সপেল করে দেয়"। এটা ওর ধারণা। সন্ধেবেলা আমার ঘরের সামনে অন্ধকারে দাঁড়িয়ে কাঁদছিল।
    ওকে ঘরে নিয়ে আসি। রাতে থেকে যতে বলি, খেতে দিই। পরের দিন ক্লাস কামাই করে ওর ইন্সটিটিউটে গিয়ে ডীনের সঙ্গে কথা বলে বুঝি, ও ভাষা বোঝেনি। ওকে কেও তাড়ায় নি, ও উল্টো বুঝেছে। সবকিছুতেই নিজে থেকে একটা মানে বের করে কেঁদে দেবার উপক্রম করত। হরদম কাঁদছে। খেতে দিলেও কাঁদছে।
    তা যা বলছিলাম, হস্টেলে বেশি হৈ চৈ হলে পুলিশ আসে। ওখানে ওরকমই হয়। পুলিশ আসছে শুনলেই সবাই চেঁচামিচি বন্ধ করে দেয়। ওটা আমার হস্টেলও নয়। তাপসদের হস্টেলে, সেই ক্রিসমাস পার্টিতে পুলিশ এসেছিলো। আমরা কনিয়াকের দামি বোতলগুলো দেয়াল আলমারিতে (কাপড় রাখার বিশাল বিশাল ওয়াড্রোব) রেখে, ওকে আমাদের সঙ্গে যেতে বললাম। ও প্রায় কেঁদে ফেলে আর কি! তখন ওকে ওয়াড্রোবের মধ্যে দাঁড় করিয়ে দরজাটা বন্ধ করে চলে গেলাম। কে একজন এটাও বলেছিল, রসিকতা করেই, যে মদ পাহারা দেবার জন্য ওকে রাখাই ঠিক হয়েছে।
    একটু পরেই পুলিশ চলে গেছে খবর পেয়ে এসে দেখলাম ও আলমারিতে চুপচাপ দাঁড়িয়ে ছিল।
    এর নাম যদি র‌্যাগিং হয়, তাহলে র‌্যাগিং।
    এর জন্য যদি আমাকে রাস্টিকেট করার দরকার হয়, যদিও আমি ওকে আলমারিতে ঢুকে মদ পাহারা দিতে বলিনি, তাহলে আমায় রাস্টিকেট করো।
    এবং জোর করে মদ খাওয়ানো ব্যাপারটাও অমন নয়। কনিয়াকের দাম আছে। মাগনায় আসে না। নতুনরা এলে বলা হতো, কীরে? মদ খাবি?
    অনেকেই খেত। কেউ কমপ্ল্যান খেতে চাইত। তাপস নিজেই কমপ্ল্যান চেয়েছিল। ওকে কমপ্ল্যান বয় নাম দেওয়া হয়েছিল। এরকম নাম দেবার জন্য রাস্টিকেট করতে চাইলেও, করতে পারো। গাঁজা ইস্তিরি করে দিয়েছি কারো জন্য, সেজন্যও রাস্টিকেট করা যেতে পারে। ঐ ছেলেটা চাইলেই পুলিশ বা ডীন কারোকে গিয়ে বলতে পারত যে ওকে মদ অফার করা হয়েছিল। ও খায় নি। তাতে কার কী এলো গ্যালো?
  • দীমু | 182.69.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৭:২৪740531
  • কন্টেক্সটের জন্য নিজের গল্পটাও এখানে লিখে রেখে যাই। ডে স্কলার হিসেবে ৱ্যাগিং হয়েছিল। ফিজিক্যাল কিছু নয়। ফুলহাতা জামা প্যান্ট পরে আসা, চুল ছোট করে কাটা, দিনে দশটা করে ইন্ট্রো এসব। আর ভার্বাল ৱ্যাগিং। মেয়েদেরও ওরকমই, জিনস টিশার্ট পরে যাওয়া যেত না। হোস্টেলের ছেলে মেয়েদের এত সহজে ছাড় দেওয়া হত না। সেটা তাদের শুকনো মুখচোখ দেখে বোঝা যেত। বিশদ জিজ্ঞেস করার প্রবৃত্তি হয়নি কোনোদিন।  
     
    তখনও ইউজিসি পুরো গাইডলাইন দেয়নি। ওপর ওপর কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছে এসব কিছু হলে নজর রাখতে। হোস্টেলের ফ্রেশার্স আলাদা হত। আর ওভারঅল ফ্রেশার্স হবে বলা হয়েছিল দুমাস বাদে। হোস্টেলের ফ্রেশার্স তার আগেই হয়ে গেছিল। তারপর হোস্টেলের ছেলেমেয়েদের বলা হয়েছিল বাইরে যদি কোনো সিনিয়র ধরে, বলে দিবি হোস্টেলে থাকি। ফ্রেশার্স হয়ে গেছে। তাহলে তাদেরকে ছেড়ে দিত সবাই। এটা দেখে অনেক ডে স্কলাররা গিয়ে কর্তৃপক্ষকে বলেছিল যদি কিছু করা যায়। কর্তৃপক্ষ সিনিয়রদের বললেন দুমাস পরে নয়। সামনের সপ্তাহেই পুরো ফ্রেশার্স করে দিতে। সিনিয়ররা মনক্ষুন্ন হয়েছিল। ৱ্যাগিং পিরিয়ড একমাসের মধ্যে শেষ। 
     
    পুরো জিনিসটাই আমার কাছে বিরক্তিকর এবং সময় নষ্ট বলে মনে হয়েছিল। বিশেষত এই নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্যদের জোর করে কিছু একটা বলিয়ে নেবার বা করিয়ে নেবার ব্যাপারটা। নিজের সেই ফ্রেশার্সের মুক্তি পাবার পর মনে বিরক্তিটা থেকে গেছিল, কোনোদিন জুনিয়রদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করিনি। আমাদের ফ্রেশার্সের পরে পরেই ফুল গাইডলাইন চলে আসে, এন্টি ৱ্যাগিং কমিটি ইত্যাদি তৈরি হয়।
  • যোষিতা | 194.56.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৭:২৬740532
  • আমাদের মাস্টারমশাইরাই আমাদের ঘরে এসে মদ খেতেন আড্ডা দিতেন। সিগারেটও চেয়ে নিতেন। একসঙ্গেই মদ সিগারেট খেয়েছি। ইন্সটিটিউটের পার্টিতে ঢালাও ওয়াইন, বিয়ার, সামান্য 40% মদও থাকত। ও নিয়ে নালিশ করলে রাস্টিকেট করবে না কেউ। ডীনও খাচ্ছে, আমরাও খাচ্ছি। ছুটির পরে ফিরে এসে ডিউটি ফ্রি থেকে আনা হুইস্কিও টিচারদের সঙ্গে ভাগ করে খাওয়া হচ্ছে। পড়াশুনোর দায়িত্ব নিজের নিজের। ছাত্রজীবনে প্রচুর আনন্দ করেছি।
  • দীমু | 182.69.***.*** | ১৫ আগস্ট ২০২৩ ১৭:২৯740533
  • সংজ্ঞা নিয়ে মারামারি করব না। যে যেরকম ভাবছেন সেটা ধরেই এগিয়ে যান। ধন্যবাদ। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন