এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • প্যালেস্টাইন মিনি কড়চা

    বকলমে
    আলোচনা | রাজনীতি | ২৫ অক্টোবর ২০২৩ | ৮১৯২ বার পঠিত
  •  
    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ০৯:৫১
    • প্যালেস্টাইন মিনি কড়চা ১ 
       
      ইসরায়েল সমর্থনে লন্ডনে আর ম্যানচেস্টারে দুটি মিছিল করেছে সংঘের লোকজন। বেশ বড়ো বড়ো এইদুটো মিছিলের (দুটোতেই ১০০ ২০০ লোক হয়েছিল) মোটামুটি সব লোকজন ৫০ উর্ধ। ওদের ভীষণ আক্ষেপ যে ওদের ছেলেমেয়েরা সবাই ট্রাফালগার স্কোয়ারে "জিওনবাদ নিপাত যাক, মুক্ত করো গাজা" মিছিলে যোগদান করেছে।


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ০৯:৫৮
    • প্যালেস্টাইন মিনি কড়চা ২ 
       
      আমরিকী প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে কথা বলছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নিতান্যহুর সঙ্গে। নিতান্যহুর ভয় গাজাতে বোমা ফেলবার সময়ে পাচ্ছে ইরান লেবানন থেকে রকেট আর মিসাইল ছোড়ে। জো বাইডেন অভয় দিয়ে বললেন, "চিন্তা করবেননা, যত পারুন বোমা মারুন আমরা আপনাদের পাশে আছি।" প্রেসিডেন্ট ফোনটা রাখতেই তার কাছে আরেকটি ফোন। এবার ইরাক থেকে। ইরাকের আম্রিকি রাষ্ট্রদূত জানাচ্ছেন, "মিস্টার প্রেসিডেন্ট বড় সমস্যা। ইরানীরা ইস্রায়েল নয় আমাদের ইরাকি ঘাঁটিতে মিসাইল দিয়ে হামলা করছে বারবার।"


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ১২:০২
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৩ 
       
      কয়েকদিন আগে গাজার একটি খ্রীষ্টান হাসপাতাল আর প্রায় ৮০০ বছর পুরোনো একটি চার্চে ইসরায়েলের তরফ থেকে বোমা বর্ষণ করাতে বেশ কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। সমস্যা হচ্ছে যে ইসরায়েলের সরকার (এর সঙ্গে আম্রিকার জো বাইডেন, ভারতের জামাই ঋষি সুনক, ফ্রান্সের মাক্রু) ইতিমধ্যেই এর জন্য হামাসকে দায়ী করে ফেলেছেন কিন্তু টুইটারে আমাদের সঙ্ঘের বীরেরা (এর সঙ্গে তাদের জিওনবাদী বন্ধুরা) অলরেডি ইসরায়েলকে এর ক্রেডিট দিয়ে বলছেন, "কি রে গাজার ইঁদুর ছুঁচোরা আর আমাদের জ্বালাতে আসবি? দেখলি তো বাঘে ছুঁলে ১৮ ঘা আর ইস্রায়েল ছুঁলে ৫০০০ ঘা"। তাহলে কে মেরেছে এদের?


    • guru |২৫ অক্টোবর ২০২৩ ১৮:৪৮
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৪

      বর্তমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষে সবচেয়ে চাপে ​​​​​​​বোধহয় ​​​​​​​আরব ​​​​​​​ও ​​​​​​​মুসলীম ​​​​​​​আমেরিকানরা। এরা 9/11 এর ​​​​​​​ঘরপোড়া ​​​​​​​গোরু, তাই ​​​​​​​বেশ ​​​​​​​ভয়ে ​​​​​​​ভয়েই ​​​​​​​কাটান। গাজার খবর সামনে আসামাত্র একটি ৬ বছরের মুসলিম আমেরিকান শিশুর তার প্রতিবেশী এক শ্বেতাঙ্গ বৃদ্ধের হাতে ছুরিকাঘাতে মৃত্যুর  ঘটনা সামনে আসে। বর্তমান ইসরায়েল প্যালেস্টাইন ​​​​​​​সংঘর্ষের ​​​​​​​সময়ে ​​​​​​​তাই আপাতত ​​​​​​​এরা ​​​​​​​ভীষণভাবে ​​​​​​​নিজেদের ​​​​​​​কোনঠাসা ​​​​​​​ও ​​​​​​​একঘরে ​​​​​​​হিসেবে ​​​​​​​অনুভব ​​​​​​​করছেন। 2020 সালে ​​​​​​​এরা ​​​​​​​সবাই ​​​​​​​মিলে ​​​​​​​বাইডেনকে ​​​​​​​জিতিয়েছেন ​​​​​​​ট্রাম্পের ​​​​​​​বিরুদ্ধে ​​​​​​​অনেক ​​​​​​আশা ​​​​​​​নিয়ে যে 9/11 এর ​​​​​​​পরের ​​​​​​​ইসলামোফোবিয়া ​​​​​​​যা ​​​​​​​কিনা ​​​​​​​ট্রাম্পের ​​​​​​​আমলে ​​​​​​​ভয়াবহ ​​​​​​​রূপ ​​​​​​​ধারণ ​​​​​​​করেছিল ​​​​​​​সেটি ​​​​​​​কিছুটা ​​​​​​​কমবে ​​​​​​​ও ​​​​​​​প্যালেস্টাইন ​​​​​​​সুবিচার ​​​​​​​পাবে ​​​​​​​সে ​​​​​​​সবই ​​​​​​​এখন ​​​​​​​"আশার ​​​​​​​ছলনে ​​​​​​​ভুলি"। এখন কথা ​​​​​​​হলো ​​​​​​​এরা ​​​​​​​ভোট ​​​​​​​দেবেন ​​​​​​​কাকে ?? ট্রাম্প ​​​​​​​বা ​​​​​​​অন্য ​​​​​​​রিপাবলিকান ​​​​​​​প্রার্থীদের ​​​​​​​ভোট ​​​​​​​দিলে ​​​​​​​কোনোই ​​​​​​​লাভ ​​​​​​​নেই ​​​​​​​যেহেতু ​​​​​​​তাতে ​​​​​​​তাদের ​​​​​​​স্বার্থসিদ্ধি ​​​​​​​হবেনা ​​​​​​​কিন্তু ​​​​​​​আবার ​​​​​​​বাইডেনকে ​​​​​​​ভোট ​​​​​​​দিলেও ​​​​​​​আশাভঙ্গ ​​​​​​​হোবে। তাহোলে ​​​​​​​তাদের ​​​​​​​উপায় ​​​​​​​কি ?


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ১৯:৪৭
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৫ 
       
      মুসলিম আমেরিকানদের ডাইলেমার কথা আগের মিনি কড়চা তে লিখেছি। ঘটনা হচ্ছে আমেরিকাতে যেসব মুসলিম আমেরিকানরা থাকতে আসেন তারা নিজেদের দেশেই যথেষ্ট অত্যাচারিত এবং একপ্রকার বাধ্য হন শরণার্থী হিসেবে আমেরিকাতে আশ্রয় নিতে। প্যালেস্টাইন থেকে আশা এরকমই একটি পরিবারের ৬ বছরের ছেলে ওয়াদিয়া আল-ফাওয়ামে। গত অক্টোবরের প্রথম দিকে এই ইস্রায়েল প্যালেস্টাইন বর্তমান সংঘর্ষ শুরু হবার পরেই ছেলেটি ও তার মাকে বাড়িতে একা পেয়ে তাদের উপরে চড়াও হয় বাড়িওলা ৭১ বছর বয়স্ক জোসেফ জুবা। এই জুবা ভদ্রলোকের মুখে একমাত্র চিৎকার ছিল, "আমার দেশ ছেড়ে চলে যা টেরোরিস্টরা"। প্রায় ২৬ বার ছুরির আঘাতের পরে যখন ছেলেটিকে তার মা (যিনি নিজেও আহত হয়েছিলেন) কোনো রকমে উদ্ধার করেন ছেলেটির মুখে একটাই কথা ছিল, "মা আমার জন্য ভেবোনা আমি ঠিক আছি"। এটাই ছিল ছেলেটির শেষ কথা।
       
      পুলিশ আপাতত ঘটনাটি নিয়ে তদন্ত করছে। ছেলেটির মা আপাতত প্রাণহানির আশংকার বাইরে কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনে।


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ২০:১৯
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৬ 
       
      গাজাতে বর্তমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে মুসলিম আমেরিকানদের ভোটের প্রসঙ্গটি আস্তে আস্তে আমেরিকান প্রচারমাধ্যমে সামনে আসছে। দুটি প্রদেশ মিশিগান ও পেনসিলভানিয়াতে গতবার বাইডেন ট্রাম্পকে একচুলের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন। ঘটনা হচ্ছে সমগ্র আমেরিকাতে মুসলিমদের ডেমোগ্রাফিক পার্সেন্টেজ মাত্র ১ পার্সেন্টের মতো কিন্তু এদুটো প্রদেশে সংখ্যাটা কিছু বেশী যেকারণে ২০২৪ এর ভোটে অন্ততঃ এদুটো প্রদেশে বাইডেনকে মুসলিম ভোট পুরোটাই নিজের পক্ষে টানার দরকার। এর কারণ নির্বাচনী পাটিগণিত।
       
      পেনসিলভানিয়ার নির্বাচনে ২০১৬ সালে ট্রাম্প যেতেন ৪১ হাজার ভোটে আর 2020 সালে বাইডেন জেতেন প্রায় ৮১০০০ ভোটে। এই স্টেটটির রেজিস্টার্ড মুসলিম ভোটার এর সংখ্যা প্রায় ১ লক্ষ্য ৮০ হাজার অর্থাৎ যে ব্যক্তি এই ভোট বেশি পাবেন তিনি জিতবেন এই সুইং স্টেট। এই সুইং স্টেট অন্তত ২০ টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে প্রেসিডেন্ট নির্বাচনে।
       
      একই ভাবে মিশিগানে গতবার বাইডেন ট্রাম্পকে মাত্র দেড়লক্ষের ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। মিশিগানে রেজিস্টার্ড মুসলিম ভোটার এর সংখ্যা প্রায় ২  লক্ষ্য ৪০ হাজার অর্থাৎ এখানেও বাইডেনের ট্রাম্পকে হারাতে প্রায় পুরো মুসলিম ভোট হাতে দরকার। এই সুইং স্টেট অন্তত ১৬ টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে প্রেসিডেন্ট নির্বাচনে।
       
      এখন দেখা যাক গাজাতে বর্তমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবং ট্রাম্প ও বাইডেন উভয়েরই ইসরায়েলকে অকুন্ঠ সমর্থনের পরে মুসলিম আমেরিকানরা কাকে ভোট দেন !  


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ২০:৩২
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৭ 
       
      ইউক্রেইন্ ও গাজার যুদ্ধের ব্যাপারে পশ্চিমা শক্তিদের মনোভাবের মধ্যে একটি তুলনা।
       
      পশ্চিমারা রাশিয়ার ইউক্রেইন্ আগ্রাসন  নিয়ে : ইউক্রেইন্ এর ব্যাপারে রাশিয়ানরা আগ্রাসনকারী ওরা ইউক্রেইন্ এর বিদ্যুৎ জ্বল বন্ধ করেছে বুচাতে অসংখ্য নিরপরাধ নারী ও শিশুকে হত্যা করেছে।
       
      পশ্চিমারা গাজার ইসরায়েলি হামলাতে ব্যাপারে : ইসরায়েল এর অধিকার আছে যা খুশি করবার। প্যালেস্টিনিয়ানরা দেশ ছেড়ে চলে যাচ্ছেনা কেন? আমরা ইসরাইলের পাশে আছি ছিলাম থাকবো।
       
      এখন পশ্চিমা মিডিয়াতে ইসরায়েল নিয়ে বেফাঁস কিছু বললেই চাকরি যাবার সম্ভাবনা !!!


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ২০:৫৩
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৮ 
       
      আমি ব্যক্তিগত ভাবে গত প্রায় ২৩ বছর ধরেই চেষ্টা করে যাচ্ছি এই পশ্চিম এশিয়ার সমস্যা নিয়ে পড়াশোনা করার ও পুরো ব্যাপারটি নিয়ে বিস্তারিত জানবার। তবে সত্যি কথা বলতেকি এবারের মতো এতো আলোড়ন এদেশে এই পশ্চিম এশিয়ার সমস্যা নিয়ে আমি আগে দেখিনি কখনোই।টুইটার দেখলে মনে হবে যে এদেশে এখন বিশ্বকাপ ক্রিকেট চলছে তাকেও ছাড়িয়ে গেছে ইসরায়েল প্যালেস্টাইন সমস্যা। আমার নিজের একজন সহকর্মী আমাকে সেদিন বললেন "কাটার বাচ্চা আর কতদিন থাকবি এদেশে " যখন আমি তাকে বলেছিলাম যে দেখুন ইস্রায়েল আর মোসাদ না থাকলে হামাসের নামই কেউ জানতোনা। হামাসকে মোসাদ সৃষ্টি করেছিল আরাফাতকে সাইজ করতে। এই প্রথম দেখছি এতো সুদূর বিদেশের একটি এতো জটিল বহুমাত্রিক সমস্যা এইভাবে এদেশেও মেরুকরণ তৈরী করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MP | 2409:4060:28d:a06e:c0a0:f1ce:461f:***:*** | ৩০ এপ্রিল ২০২৫ ০৯:৫৬744749
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫  ৫  , Tiktok এর উপরে বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা পুরোপুরি আম্রিকি জায়নবাদীদের স্বার্থে করা যেহেতু জায়নবাদীদের প্যালেস্টাইনের জেনোসাইডের ন্যারেটিভ এর বিরুদ্ধে এই জেনোসাইডের আসল ছবিটা আম্রিকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলো Tiktok , তাই জন্যেই এই নিষেধাজ্ঞা l 
  • MP | 2409:4060:28d:a06e:c0a0:f1ce:461f:***:*** | ৩০ এপ্রিল ২০২৫ ১০:১৯744752
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫   ৬ , ইসরাঈলকে বাঁচাতে ইয়েমেনে হুথিদের আনসার আল্লা বাহিনীর সঙ্গে লড়ছে আম্রিকা l গত প্রায় একমাস ধরে চলছে বোমাবর্ষণ l মরছে ইয়েমেনের বিস্তর নিরীহ মানুষ l ইয়েমেনে প্রবল বোমাবর্ষণে মারা গেলেন অনেক গরীব আফ্রিকান শরণার্থী যারা কোনোরকমে দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ থেকে পালাতে ইয়েমেনে আশ্রয় নিয়েছিলেন l 
  • MP | 2409:4060:2d86:e2c1:4b14:9069:1349:***:*** | ৩০ এপ্রিল ২০২৫ ১৩:২৭744753
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ৭  ,  প্যালেস্টাইনের জেনোসাইডকে ইহুদী বনাম মুসলীম যুদ্ধ হিসেবে দেখিয়ে একটা ন্যারেটিভ বর্তমানে অন্তর্জালে খুবই ঘুরছে l তা এটা যদি ইহুদী বনাম মুসলীম যুদ্ধই হবে তাহলে প্যালেস্টাইনের খ্রিষ্টানদের উপরে কেন লাঞ্ছনা নেমে আসছে এরকম ? 
  • MP | 2409:4060:2d9f:cd80:a3c5:cd7f:dca8:***:*** | ৩০ এপ্রিল ২০২৫ ২১:৩১744756
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ৮ , ইসরাঈলে আজকে যুদ্ধ বিজয় দিবসে ভয়াবহ বুশফায়ার অগ্নিকান্ড l কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ইস্রাঈলের রাষ্ট্রের তরফে দায়ী করা হচ্ছে শুধুমাত্র প্যালেস্টিনিয়ানদের l কুয়ো ভাদিস উপন্যাসে যেমন দেখি যে , রোমান সম্রাট নিরো যেমন নিজেই রোমে আগুন লাগিয়ে খ্রিস্টানদের দায়ী করেছিলেন l 
  • MP | 115.187.***.*** | ০২ মে ২০২৫ ১২:৫৯744762
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ৯  , 
     
    গত কয়েকদিন ধরেই ইসরাইলে একটা দাবানল জ্বলছে বিশেষ করে জেরুসালেম এলাকার আশেপাশে | ইসরাইল সমগ্র পৃথিবীর কাছে সাহায্য চাইছে উদ্ধারের জন্যে | অদ্ভুত বিষয় , যে দেশ সমগ্র পৃথিবীকে উড়িয়ে দিতে চায় তাদের নিজেদের দেশে সামান্য একটা দাবানল নেভাবার পয়সা নেই !!!
  • MP | 115.187.***.*** | ০২ মে ২০২৫ ১৩:৫৪744764
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ১০   , 
     
    গাজাতে ইস্রাইলি ব্লকেড করে রেখেছে সেই রমজানের সময় থেকেই | একটুকু আটা পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছেনা গাজাতে | মালটা থেকে একটি নৌকা করে কিছু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছিলেন গাজাতে | ইসরাইল তাদের উপরে ড্রোন থেকে বোমা ফেলেছে বলে খবর | এই ত্রাণ যাত্রাকে বলা হয় "ফ্রিডম ফ্লোটিলা" | এর আগে ২০১০ সালেও এরকম কিছু ঘটেছিলো | প্রসঙ্গতঃ ২০১০ সালেও এরকম কিছুই ঘটেছিলো |                                                                                  https://en.wikipedia.org/wiki/Gaza_flotilla_raid
  • MP | 115.187.***.*** | ০২ মে ২০২৫ ১৬:১০744766
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ১১  , 
     
    ইসরাইল গত ১৮ মাস ধরেই সারা বিশ্বে বোমা ফেলে যাচ্ছে কিন্তু নিজের দেশেরই একটা সাধারণ দাবানল নেভাবার পয়সা সেদেশের বাজেটে নেই |

    https://www.jpost.com/opinion/article-852305
  • MP | 2409:4060:2d12:f67:3491:a839:cd73:***:*** | ০২ মে ২০২৫ ২০:৩৯744767
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫  ১২ , ইস্রাঈল যুদ্ধ করতে গিয়ে নিজেদের শিক্ষকের ডাক্তারদের আরো অনেকের মাস মাইনে ছাঁটতে বাধ্য হচ্ছে , https://m.jpost.com/israel-news/article-852393
  • MP | 2409:4060:2d12:f67:92cb:4b9c:1f16:***:*** | ০৩ মে ২০২৫ ০৯:৩৩744768
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ১৩  ,                                                                            প্যালেস্টাইন ছাড়াও ইস্রাঈল কিন্তু আশে পাশের দেশগুলোতে বোমা ফেলেই যাচ্ছে l গতকালই সিরিয়ার রাজধানী দামাস্কাসে একপ্রস্থ বোমা বর্ষণের পরে এখন পালা লেবাননে বোমা ফেলবার l গত বছরই ইস্রাঈল ৪৭ বিলিয়ন ডলার খরচ করেছিলো যুদ্ধের জন্য l ইস্রাঈলের জিডিপির প্রায় ৯ - ১০ ভাগ এখন যুদ্ধের জন্যে ব্যায় হচ্ছে l এরফলে , ইস্রাঈলের নিজেদের স্কুল শিক্ষক দের মাইনে কাটছে বা একটা সাধারণ দাবানল আটকানোর মতোও পয়সা নেই l 
  • MP | 2409:4060:2d19:a063:4f6a:2cdc:6d2a:***:*** | ০৪ মে ২০২৫ ১৩:৪৯744770
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ১৪  ,      প্যালেস্টাইনের জেনোসাইডের যুদ্ধ এখন আর শুধু প্যালেস্টাইনেই থেমে নেই , বেশ কয়েকদিন ধরেই সিরিয়া লেবানন ইয়েমেনেও ছড়িয়ে গেছে এই লড়াই l কবে থামবে কেউই জানেনা ?
  • MP | 2409:4060:2d19:a063:187d:48a5:bfaf:***:*** | ০৬ মে ২০২৫ ২৩:০২744776
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ১৬ ,                                                                           পণবন্দী নয় , আবার সম্পূর্ণ গাজা দখল করতে চায় ইস্রাঈল l 
  • MP | 115.187.***.*** | ০৭ মে ২০২৫ ১৪:০২744777
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ১৭  ,                                                                                                                                                                                        প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য , হুথিরা আম্রিকি জাহাজ আক্রমণ বন্ধ করে দিলে আম্রিকাও আর ইয়েমেনে বোমা ফেলবেনা | গত রবিবার , হুথিরা তেল আভিভের বেন গুরিয়েন বিমানবন্দর যেটি 
    ইসরাইলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর সেখানে ইসরাইলের আর আম্রিকার সব মিসাইল ডিফেন্স এড়িয়ে , হাইপারসোনিক মিসাইল মেরেছে বলে ইসরাইলী তরফ থেকে জানানো হয় | প্রসঙ্গতঃ গাজার গণহত্যা আটকানোর জন্যে হুথিরা অনেকদিন ধরেই ইসরাইলী জাহাজ বা ইসরাইলে মিসাইল তাগ করে যাচ্ছে |
  • MP | 2401:4900:7089:d47e:ac77:3a03:461e:***:*** | ০৮ মে ২০২৫ ১৯:৪৬744779
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ১৮  , https://www.nytimes.com/2025/05/08/world/middleeast/israel-soldier-shireen-abu-akleh-palestinian-american-journalist-shooting.html                                              আল জাজিরার সাংবাদিক আম্রিকান নাগরিক শিরিন আবু আকলে কে নিরস্ত্র অবস্থায় খুনী ইসরাইলী সৈনিকের নাম প্রকাশ করেছে zeteo নামক একটি ইউটিউব চ্যানেল l প্রসঙ্গতঃ আম্রিকি বা ইসরাইলী সরকার এবিষয়ে কিছুই করেনি l ইস্রাঈলের একটা সরকারী তদন্ত কমিশন পুরো ক্লিনচিট দিয়ে দিয়েছিলো খুনির নাম প্রকাশ না করেই l এখন দেখা যাক খুনীর কি শাস্তি হবে ?
  • MP | 2409:4060:2dc9:b114:35f3:152f:78e3:***:*** | ০৯ মে ২০২৫ ১২:৪৩744781
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ২০  ,                                                                             এখন ইস্রাঈলের আবার গাজা দখল করতে গিয়ে প্রায় ৫৫ বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে l যেটা ইসরাইলী জিডিপির প্রায় ১০ ভাগ l 
  • MP | 2401:4900:3146:ad89:e4e:63de:cc3f:***:*** | ১০ মে ২০২৫ ০৭:০৭744782
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ২১ ,                             প্যালেস্টাইনের বর্তমান জেনোসাইড ঘটাবার ইচ্ছা ইস্রাঈলের ২০১৭ সাল থেকেই ছিলো l ইসরাইলী বিক্ষুব্দ নেতার দাবী l 
  • MP | 2409:4080:d8d:cf9a:58ea:1836:aab7:***:*** | ১৬ মে ২০২৫ ১০:৫০744799
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ২২ ,                             গাজাতে একদানা খাবার ঢুকতে দিচ্ছেনা জায়নবাদীরা , ওদিকে ইসরাইলী সৈন্যেরা মহানন্দে বারবিকিউ খাচ্ছে l https://x.com/trackingisrael/status/1923031859836932253?t=0_CiYytR0BznxTU7qcCkJQ&s=19.            
  • MP | 2401:4900:7dca:cf6d:fe2c:f0f:7490:***:*** | ১৮ মে ২০২৫ ০৮:৫৩744826
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ২৩  ,                            প্যালেস্টাইনের জেনোসাইড করতে অম্রিকি শিশুদের শিক্ষা দেওয়া বন্ধ করে ইস্রাইলি সেনার জন্যে অস্ত্র কিনে পাঠানো হচ্ছে l আম্রিকার সেনেটে এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন আম্রিকার বিখ্যাত বেন এন্ড জেরী আইস ক্রিম কোম্পানির মালিক বেন কোহেন l এই অভিযোগ তোলবার সঙ্গেসঙ্গেই অবশ্য তাকে গলাধাক্কা দিয়ে আম্রিকি সেনেট থেকে তাড়িয়ে দেওয়া হলো l https://www.google.com/amp/s/www.wcax.com/2025/05/15/ben-cohen-ben-jerrys-thrown-out-senate-hearing/%3foutputType=amp
  • MP | 2409:4060:2d03:5dbe:4f72:c7cb:5acf:***:*** | ১৯ মে ২০২৫ ১০:০৪744838
  • প্যালেস্টাইন কড়চা ২০২৫ ২৪  ,                                আম্রিকি "গণতন্ত্রে"ও হয়ত নিষিদ্ধ হতে পারে বাকস্বাধীনতা , প্যালেস্টাইনের জেনোসাইড নিয়ে ইস্রাঈলের বা জায়নবাদের সমালোচনা করলেই হতে পারে জেল বা জরিমানা l 
  • Tania Basu Dutta | 2405:201:900e:319a:423:f275:a5b2:***:*** | ১৯ মে ২০২৫ ১৪:১১744848
  • অসম্ভব ভালো গবেষণা আপনার .....
     
    ইসরাইল কেনো এতো desparate hoye uthche?? কী প্রমাণ করতে চায় বিশ্বের কাছে ?? 
     
    আমরাও প্রমাদ গুনছি ।.ওদের বোমা ... আমাদের বুলডোজার !! আমাদেরও একদিন সব বন্ধ হয়ে যাবে ।...শিক্ষা ।...স্বাস্থ ।...আর সেই টাকা দিয়ে কেনা হবে কোটি কোটি বুলডোজার !! 
  • MP | 2409:4060:2d1b:5909:3176:3111:13d4:***:*** | ২০ মে ২০২৫ ০৭:১৪744853
  • @তানিয়া , ইস্রাঈলের ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে ওদের মধ্যে একটা ধর্মীয় মৌলবাদ কাজ করে যে প্যালেস্টাইনে কোনো রকম ভাবেই নেটিভদের থাকতে দেওয়া চলবেনা l সেই চিরাচরিত ইউরোপীয় সাম্রাজ্যবাদী মনোভাব l কোনরকমভাবেই নেটিভদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বরদাস্ত করা চলবেনা l ইসরাইলে আশেখেনাজি এলিটদের মধ্যে সবসময়ে একটা ডিবেট চলে যে প্যালেস্টিনিয়ান নেটিভদের কি একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে রেখে দেওয়া হবে ! বেন গ্যারিয়ন গোল্ডা মেয়র ইজহাক রাবিন বা শিমন পেরেস চাইতেন দ্বিতীয় অপশন কিন্তু এখনকার নেতানিয়াহু ও অন্যান্য ধর্মীয় মৌলবাদীরা বলেন যে ইউরোপীয় আশেখেনাজিরা কোনোদিনই নেটিভদের সঙ্গে থাকবেনা ওদের কে নিশ্চিহ্নই করে দিতে হবে l 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন