এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • %% | 49.206.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫৯544208
  • লসাগুদা, ওই ভিডিওটা কিন্তু ডিপফেক। মাথা আর ভুরু ঝাঁকানো ভাল করে দেখলে বুঝতে পারবে।
  • lcm | ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৯544207
  • হ্যাঁ, জেফ্রি স্যাক্স এর ওই -  ক্রেডিট কার্ডে গাদা গাদা জিনিস কিনে দোকানদারকে বলা তোমার সাথে আমার ট্রেড ইমব্যালেন্স আছে - এ অ্যানালজি খুব পপুলার হয়েছিল ... 
  • lcm | ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৬544206
  • রোবট তৈরি করবে রোবট ... খারাপ হলে সারাবে রোবট ... রোবট মরে গেলে কিছু কাজের পার্টস খুলে নিয়ে বাকি দেহ স্ক্র্যাপ করে দেবার কাজও করবে অন্য রোবট ... শুধু মার্কেটিং এর গুল মারার জন্য শুরুতে কিছু মানুষ লাগবে ...   
  • dc | 2402:e280:2141:1e8:5432:b021:3aa0:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৫544205
  • ওহো জেফ্রি স্যাক্স কে তো আমি অনেকদিন থেকে ফলো করি! উনি শুধু টক শো না, সিএনবিসি ইত্যাদি চ্যানেলের ইন্টারভিউতেও অনেকদিন ধরে চীনের এমার্জেন্স নিয়ে বলে চলেছেন। উনি অ্যান্টি ট্যারিফ, আর সেই বিখ্যাত অ্যানালজিটা বানিয়েছিলেন - ট্রেড ডেফিসিট ব্যালান্স করার জন্য ট্যারিফ চাপানো আর দোকানে গিয়ে দোকানদারকে বলা যে তোমার সাথে আমার ইমব্যালেন্স আছে, এই দুটো একই জিনিস। 
  • lcm | ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:২১544204
  • " ... আর একটা ভাবে ইউএস এ ম্যানুফ্যাকচারিং ফিরতে পারে। যদি ওই সেক্টরে রোবটের ব্যবহার বাড়ানো ..."
     
    সে ঠিক আছে ...  কিন্তু, বড় ফ্যাক্টর হল কাঁচামাল এর যোগান ... বেশির ভাগ র মেটিরিয়াল এখন চায়নার হাতে.. সাপ্লাই চেইন লজিটিক্স চায়নার হাতে ... মাস প্রোডাকশন ক্যাপাবিলিটি চায়নার হাতে (এটার খানিকটা না হয় রোবোটিক অটোমেশন দিয়ে ম্যানেজ হতে পারে) ... শিপিং ডিস্ট্রিবিউশন চায়নার হাতে ... সুতরাং, ম্যানুফ্যাকচারিং - হ্যাজ মুশকিল ... 
  • :|: | 2607:fb90:bd8a:cf63:c9eb:4f03:3256:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:১৬544203
  • ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৮:  কেন? রোবট চালাবার জব হয়না? 
  • lcm | ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৫544202
  • চার্টটা দিয়েছি এই জন্য যে পুরো দুনিয়ার টাকাপয়সার একটা সিংহভাগ কিরকম আস্তে আস্তে স্টক মার্কেট গিলে নিচ্ছে ..  আমেরিকাতে লোকেদের  401K এর মিউচুয়াল ফান্ডের টাকা ঢুকে আছে স্টক মার্কেটে ... ইন্ডিয়াতে পড়লাম যে পিএফ এর টাকা স্টক মার্কেটে ঢোকানোর কথা চলছে ... আমরা জানি যে সারা দুনিয়া যেমন জিডিপি দিয়ে ডিফাইন করা যায় না, সেরকম স্টক মার্কেট দিয়েও করা যায় না - কিন্তু এভাবে গিলতে থাকলে তো ...
     
    মাঝে মধ্যে কলাম্বিয়ার প্রফেসর জেফ্রি স্যাক্স এর বক্তব্য ফলো করি ... ইনি বহুদিন থেকে বলে আসছেন যে এইসব টারিফ, গেট আমেরিকান জব ব্যাক... ব্লা ব্লা... এসবের কেন্দ্রে হল চায়না... চায়না এবং ওভারঅল এশিয়াকে ওয়েস্ট আর সামলাতে পারছে না...

    এই ভিডিওটায় ৪ঃ০১ মিনিট থেকে - বলেছেন যে টেক ওয়ার্ল্ড নিয়ে ---
  • dc | 2402:e280:2141:1e8:5432:b021:3aa0:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ১১:০৮544201
  • হ্যাঁ। 
     
    আমেরিকার কনসিউমার ইকোনমি একইসাথে আমেরিকার স্ট্রেংথ আর উইকনেস।  
  • দ্রি | 2409:408c:2d90:1732:39b6:8213:f9d4:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ১১:০৩544200
  • জাপানে এবছর নেট বায়ার। কিন্তু ওভার লাস্ট থ্রী ফোর ইয়ার্স নেট সেলার। লোয়ার দ্যান 2021-22 হাই। 
     
    চীন ডাম্প করবে না। স্লোলি ছাড়বে। ডাম্প করলে লস। প্লাস ইউএস কে ল্যাজে খেলানোর চান্স ছাড়বে না। 
  • dc | 2402:e280:2141:1e8:5432:b021:3aa0:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:৫২544199
  • দেখা যাক কি হয়। উই আর ইন ইন্টারেস্টিং টাইমস :-)
     
    (জাপান তো এখনও নেট বায়ার। আর চীন নেট সেলার হওয়ার জন্য স্ট্র‌্যাটেজিক অ্যাডভান্টেজ পাচ্ছে। ঐজন্যই বললাম, চীন আর আমেরিকার মধ্যে নানা দিকে আর নানান সেক্টরে পাওয়ার স্ট্রাগল চলছে। তবে চীন নেট সেলার হলেও ডাম্প করবে না) 
  • দ্রি | 2409:408c:2d90:1732:39b6:8213:f9d4:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৮544198
  • আর একটা ভাবে ইউএস এ ম্যানুফ্যাকচারিং ফিরতে পারে। যদি ওই সেক্টরে রোবটের ব্যবহার বাড়ানো হয়। কিন্তু তাহলে তো জব আসবে না। ক্যাচ টোয়েন্টি টু। 
  • দ্রি | 2409:408c:2d90:1732:39b6:8213:f9d4:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৫544197
  • ইনডেফিনিটলি ক্রেডিট এ মাল নেওয়াও আনসাস্টেনেবল। ইম্পোর্ট কমানোর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আগে চীন জাপান ইউএস ট্রেজারী কিন্ত। এখন এরা নেট সেলার। 
     
    এর ফাইনাল সলিউশান হল ডিভ্যালু ডলার। সেটা হলে লেবার কস্টের প্রব্লেমটা মিটবে। কিন্তু সেটা করার সাহস এখনো হয়নি। 
  • dc | 2402:e280:2141:1e8:5432:b021:3aa0:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:২২544196
  • ট্রাম্প এর টারিফ আনসাসটেইনেবল, ট্রাম্প চলে গেলেই তার পরের প্রেসিডেন্ট (সে যদি ভ্যান্সও হয়) ট্যারিফ কমিয়ে দেবে। একইরকম ভাবে ট্র‌্যাডিশনাল ম্যানুফ্যাকচারিং এর বেশীর ভাগটাই আমেরিকায় আর ফিরে যাবে না, তার নানারকম কারন আছে - ম্যানুফ্যাকচারিং এক্সপার্টাইজ আর আমেরিকায় নেই, লেবার কস্ট বেশী, ম্যানুফাকচারিংএর জন্য প্রয়োজনীয় ভার্টিকাল ইন্টেগ্রেশান নেই, ফলে এফিসিয়েন্সি নেই। তবে আমেরিকা এখন চেষ্টা করছে চিপ ম্যানুফ্যাকচারিং কিছুটা রিশোর করতে, কারন চিপ হলো গিয়ে তাদের স্ট্র‌্যাটেজিক সেক্টর। 
  • দ্রি | 2409:408c:2d90:1732:39b6:8213:f9d4:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৮544195
    • lcm | ১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:২৪544189
     
    ইউএসের টাকা স্টক মার্কেটে থাকাই  ভালো। ওই টাকা বেরোলে যে পরিমান ইনফ্লেশন হবে সে কল্পনারও বাইরে। 
  • দ্রি | 2409:408c:2d90:1732:39b6:8213:f9d4:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৪544194
  • @অরিন 
    আই রোবোটের component তৈরী হত এশিয়ায়, ট্রাম্পের ট্যারিফের উল্টো ফল হল তো। 
    "Most of iRobot’s devices for the American market are made in Vietnam. But the country was hit by 46% import duties as part of Trump’s tariff regime, causing iRobot's costs to balloon by $23 million this year. The levies also made it more difficult to plan for the future, the company said."
     
    ট্রাম্পের ঘোষিত পলিসি ছিল দেশে কাজ ফেরানো। দেশে ম্যানুফ্যাকচারিং ফেরানো। তাছাড়া মাউন্টিং ট্রেড ডেফিসিট ম্যানেজ করতে ইম্পোর্ট কমানো ছাড়া আর উপায়ই বা কি? ইম্পোর্ট কমানোর একটা উপায় হল ট্যারিফ লাগানো। ট্রাম্প সেটাই চেষ্টা করছে। ট্রাম্প কোন দেশকে কত পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে সেটা হিসেব করেছে কোন দেশের সাথে কত ট্রেড ডেফিসিট সেই হিসেবে। যাদের সাথে ট্রেড ডেফিসিট বেশী তাদের বেশী ট্যারিফ যাদের সাথে কম ডেফিসিট তাদের সাথে কম। কিন্তু এত বড় একটা ডিসিশনের নানা রকম শর্ট টার্ম ইমপ্যাক্ট হবেই। তবে করার কিছু নেই। ইউএসের ডেটের দিকে তাকালেই ব্যাপারটা বোঝা যাবে। এখন অনেক ডিসরাপশান হবে। এতদিনের বেহিসেবী ঋণের ফল তো ভোগ করতেই হবে। 
     
    তবে এইসব করে একটা মজার ব্যাপার হয়েছে। WTO পুরো ভোগে গেছে। অনেকদিন আগে সিপিএম WTO কে খুব খিস্তি দিত। সেসব ছিল WTO র শুরুর দিনগুলো। এতদিন বাদে পাঁড় ক্যাপিটালিস্ট ট্রাম্প এসে কম্যুনিস্টরা যা চেয়েছিল সেটাই করে দেখালো। 
  • দ্রি | 2409:408c:2d90:1732:39b6:8213:f9d4:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ০৯:২৫544193
    • কৌতূহলী | 103.249.***.*** | ১৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৪544184
    • ওভাবে দেখতে গেলে সবেতেই সকলের ক্ষতি। আমি বেঁচে আছি, এতেও গুচ্ছের লোকের ক্ষতি। তাই বলে কি পটল তুলব নাকি? 
     
    না আপনি পটল তুলবেন কেন? আপনি সেলফ প্রিজার্ভেশানেরই চেষ্টা করবেন। কিন্তু যাদের ক্ষতি তারা আপনাকে বাঁশ দেওয়ার চেষ্টা করবে। 
     
    দিস ইজ হাউ দা ওয়ার্ল্ড ওয়ার্কস। প্রত্যেকেই নিজের ইন্টারেস্ট দেখবে। ইন্ডিভিজুয়াল লেভেলে। পলিটিশিয়ানদের কাজ হল বিভিন্ন সেগমেন্টের মানুষদের লাভ ক্ষতি গুলো ব্যালান্স করা। অল সলিউশনস আর সাব অপ্টিমাল। 
  • dc | 2402:e280:2141:1e8:5432:b021:3aa0:***:*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৩544192
  • অরিনবাবু, আমিও এটাই বলতে চাইছি। চীন আর আমেরিকার মধ্যে অনেকগুলো সেক্টরে, অনেকগুলো স্ফিয়ারে টানাপোড়েন চলছে, তার কিছু চলছে পাবলিক ডোমেনে, কিছু পাবলিকের নজরের বাইরে। আপাতত আমেরিকার বিগ টেক দেখছে যে এই টানাপোড়েনে নিজেদের ইন্টারেস্ট আর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশানের ইন্টারেস্ট বেশ কিছুটা কনভার্জ করছে, কাজেই তারা ট্রাম্পকে সাপোর্ট করছে।  
     
    "তবে চীন এর চমকপ্রদ সাফল্য সারা পৃথিবীর দক্ষিনপন্থী শাসকদের শিখিয়েছে, বাজার বৃদ্ধিতে গণতন্ত্র লাগে না বা উন্নয়নে গণতন্ত্র আর পরিবেশ সচেতনতাই মূল বাধা"
     
    একমত। দুঃখের কথা হলো, এমন একটা ধারনা বোধায় গড়ে উঠেছে যে পাবলিক ওপিনিয়ন উপেক্ষা করে, ডিসেন্ট সাপ্রেস করেও প্রভূত উন্নয়ন করা যায়। আগামী ট্রানসিশান হয়তো এইটাই হবে - মোটামুটি ডেমোক্রেটিক সিস্টেম থেকে পুরো অটোক্রেসি। ট্রাম্প বলে দিয়েছে আমেরিকার ভিসা পেতে হলে সোশ্যাল মিডিয়ার পোস্ট পড়তে দিতে হবে, চীনে তো সিটিজেনরা ইতিমধ্যেই রাষ্ট্রের কড়া নজরদারির মধ্যে জীবন যাপন করে, বাকি পৃথিবীতেও হয়তো এই ব্যবস্থা পুরোপুরি কায়েম হবে। রেসিস্ট্যান্স ইজ ফিউটাইল! 
  • বোদাগু | 103.98.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ০৬:৪০544191
  • @লসাগু এবার তো সে ই ট্রেজারি বিল কার কতো,সোভারেন ফান্ড কার কতো,  আর ব্যলান্স অফ ট্রেড এর হিসেব আসবে :-)))) অরিন এর বক্তব্যের মেন ফোকাস ছিল ভবিষ্যতমুখী টেকনোলোজি কোথায় বেশি কাজ হচ্ছে সে বিষয়ে।
     
    আমরা অবিশ্যি স্বয়ংক্রিয় হিঃ তে পড়ে।
  • বোদাগু | 103.98.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৩544190
  • @ar ধন্যবাদ। প্রতি ভোটের আগ দিয়েই ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদ করতে এসে থাকি, এবারের বিশেষ জ্বালা এস আই আর:-)))))))
  • lcm | ১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:২৪544189
  • ar | .***.*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ০৩:৫০544188
  • @বোদাগু,
    "১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬" লেখায় আগের লেখাটার লিংকটা পোষ্ট করার জন্য অনেক ধন্যবাদ। গুরুতে আবার লিখতে শুরু করেছেন দেখে ভাল লাগলো।
  • বোদাগু | 103.98.***.*** | ১৯ ডিসেম্বর ২০২৫ ০৩:০৩544187
  • চীন আমেরিকার সাপ্লাই চেন আর আমেরিকা চীনের সেরা খদ্দের। মধ্যে খান থেকে আমরা স্লা মূলতঃ গোমুত্র গবেষণা আর অকুস্থলে বিভিন্ন সংহিতা নিয়ে নিয়ে বসে। তবে চীন এর চমকপ্রদ সাফল্য সারা পৃথিবীর দক্ষিনপন্থী শাসকদের শিখিয়েছে, বাজার বৃদ্ধিতে গণতন্ত্র লাগে না বা উন্নয়নে গণতন্ত্র আর পরিবেশ সচেতনতাই মূল বাধা। সেই সেভেন্থ কংগ্রেস, 1979 থেকে শুরু।
    এখন আগে যেমন সোভিয়ত স্টীল বানাতো আরো ভালো স্টীলের কারখানা বানাবে বলে, কবে চীন ভালো এআই বানায় আরো ভালো এআই বানাবে বলে তার অপেক্ষা। এটা অবশ্যই একটা ট্রানজিশন। তবে বলা যায় না পরের বড় সাইকেলটা বা তার ফের ফিরতিটা চীন বা আমেরিকা আভ্যন্তরীন ডিসেন্ট কত ভালো হ্যান্ডল করতে পারে তার উপরে নির্ভর করবে।
    বলতে নেই, আমার একটাই চিন্তা গোটাটাই হয়তো উনিজি দেখে গেলেন আর ক্রমাগত মাস্টারস্ট্রোক দিয়ে গেলেন, আর আদানি রিপাবলিক অন্তহীন প্রস্ফুটিত হতে থাকলো।:-))))))
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০২৫ ০০:২৬544186
  • dc, "প্রাইমারি কারন, আমার মনে হয়, আমেরিকার বিগ টেক তাদের গ্লোবাল মনোপলি বজায় রাখতে চায়, কিন্তু চীন আর ইইউ সেটাতে মই দিচ্ছে। "
     
    বাজারে খবর আমেরিকান হোম অটোমেশন কোম্পানি iRobot যারা roomba তৈরী করত, দেউলিয়া হয়ে গেছে, আর তাকে কিনেছে Shenzhen এর Picea Robotics. তার নেপথ‍্যের গল্প ইউ antitrust এর কারণে আমাজনকে robotics নেওয়া থেকে আটকে দিয়েছিল। 
    (দেখুন, 
     
    সূত্র:
     
     
    খবরটা এই কারণে লিখলাম যে ট্রাম্পকে ধরে যে কোম্পানিগুলোর মনোপলি ধরে রাখতে বিশেষ সুবিধে হবে সে ভাবনা কতটা সঙ্গত কে জানে। 
     
    আই রোবোটের component তৈরী হত এশিয়ায়, ট্রাম্পের ট্যারিফের উল্টো ফল হল তো। 
    "Most of iRobot’s devices for the American market are made in Vietnam. But the country was hit by 46% import duties as part of Trump’s tariff regime, causing iRobot's costs to balloon by $23 million this year. The levies also made it more difficult to plan for the future, the company said."
     
     
    অবশ‍্য আপনাদের দুনিয়ার খবর নখদর্পণে, আমরা আর কিই বা জানি। 
  • :|: | 2607:fb90:bd8a:cf63:c9eb:4f03:3256:***:*** | ১৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৫১544185
  • তো বাওজাম্বাগানটি কি সেশ পজ্জন্ত আলাস্কাতেই হচ্ছে? রাধিকার কবি ঋষিবাক্যের সত্য রক্ষার্থে সেখানেই রিটায়ার করবেন কিনা! 
    আলাস্কা যাবার কোনও সম্ভাবনা তো দেখি না। 
    হায়! বাওজাম্বাগান এই পদ-(মতান্তরে জুতা)-ধূলি ধন্য হতে পারলো না।
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৪544184
  • ওভাবে দেখতে গেলে সবেতেই সকলের ক্ষতি। আমি বেঁচে আছি, এতেও গুচ্ছের লোকের ক্ষতি। তাই বলে কি পটল তুলব নাকি? 
  • দ্রি | 2409:408c:2d90:1732:7932:3156:ebb6:***:*** | ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:৪২544183
  • 'আর ইমিগ্রেসনে কারওই কোন ক্ষতি নেই। '
     
    এটা ঠিক নয়।
  • দ্রি | 2409:408c:2d90:1732:7932:3156:ebb6:***:*** | ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:৪০544182
  • @হানুদা 
     
    অবশ্যই! টোয়েন্টি সেকেন্ড সেঞ্চুরিতে যখন 'সাবল্টার্ন এসেয়িস্টস অফ আর্লি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি' নিয়ে গবেষণা হবে তখন এগুলোই তো হবে মূল সোর্স মেটেরিয়াল। 
  • অর্বাচীন | 108.16.***.*** | ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:৩৮544181
  • "ট্রাম্প নিজে ই ইউ বিরোধী, সকলেই চীন বিরোধী।"
    সে টিকি, দাড়ি, টিকটিকি, বজ্রপাত, চীন, রাশিয়া, দেশভাগ, ভূমিকম্প, ডেমোক্র্যাট রিপাব্লিকান - কোন কিছুরই বিরোধী নয় যতক্ষণ সেটা দিয়ে ডলার বানান যাচ্ছে! উনাকে পূঁজীবাদের প্রায়োগিক দিকের আধুনিক পিতা বল্লেই চলে! 
     
    ও হ্যাঁ এপস্টাইন ফাইলে পুটিনের নামও দু বা তিন বার পাওয়া গেছে - ভদ্রলোক (মতান্তরে ছোটলোক) ব্যাকডোর দিয়ে ট্রাম্প ও পুটিন টিমের উচ্চপর্যায়ের মিটিং ঘটিয়ে দেবার চেষ্টা করছিলেন! 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:৩৭544180
  • ইমিগ্রান্টদের থ্রেট হিসাবে দেখানোটাই তো মিডিয়ার প্রোপাগান্ডা, আর '' বোকা''ভোটাররা ওটাই গেলে। 
    আর ইমিগ্রেসনে কারওই কোন ক্ষতি নেই। 
  • বোদাগু | 103.98.***.*** | ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:২৮544179
  • @দ্রি @ডিসি, ভাই আমি সুকুমারের ভবদুলাল ও তার এখনো প্রকাশিতব্য চলচিত্তচঞ্চরীকে অনুসরণ করে,  বাঙালি রেনেসাঁর বগল বাজানো অপদার্থ অংশের ঐতিহ্য টি কে বাঁচিয়ে রেখেছি, ইয়ার্কি না, এসব রেয়ার মাল জানিবা:--))))))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত